জেনন

জেনন পর্যায় সারণীর ৫৪তম মৌলিক পদার্থ। এটি নিষ্ক্রিয় গ্যাস

জেনন   ৫৪Xe
চিত্র:Xe,54
পরিচয়
নাম, প্রতীক{{{name_bn}}}, Xe
উপস্থিতিবর্ণহীন গ্যাস
পর্যায় সারণীতে {{{name_bn}}}

এক্সপ্রেশন ত্রুটি: অপরিচিত বিরামচিহ্ন অক্ষর ""

এক্সপ্রেশন ত্রুটি: অপরিচিত বিরামচিহ্ন অক্ষর ""

এক্সপ্রেশন ত্রুটি: অপরিচিত বিরামচিহ্ন অক্ষর ""

Kr

Xe

Rn
আয়োডিনজেননসিজিয়াম
পারমাণবিক সংখ্যা৫৪
আদর্শ পারমাণবিক ভর১৩১.২৯৩(৬)
মৌলের শ্রেণীনিষ্ক্রিয় গ্যাস
শ্রেণী, পর্যায়, ব্লক১৮, পর্যায় , পি-ব্লক
ইলেকট্রন বিন্যাস[Kr] 4d10 5s2 5p6
per shell: 2, 8, 18, 18, 8
ভৌত বৈশিষ্ট্য
দশাgas
গলনাঙ্ক161.4 কে (-111.7 °সে, -169.1 °ফা)
স্ফুটনাঙ্ক165.03 K (-108.12 °সে, -162.62 °ফা)
ঘনত্ব5.894 গ্রা/লি (০ °সে-এ, ১০১.৩২৫ kPa)
ত্রৈধ বিন্দু161.405 কে, 81.6[1] kPa
পরম বিন্দু289.77 কে, 5.841 MPa
ফিউশনের এনথালপি2.27 kJ·mol−১
বাষ্পীভবনের এনথালপি12.64 kJ·mol−১
তাপ ধারকত্ব20.786 J·mol−১·K−১
বাষ্প চাপ
P (Pa) ১০ ১০০  k ১০ k ১০ k
at T (K) 83 92 103 117 137 165
পারমাণবিক বৈশিষ্ট্য
জারণ অবস্থা0, +1, +2, +4, +6, +8 rarely more than 0)
(weakly acidic oxide
তড়িৎ-চুম্বকত্ব2.6 (পলিং স্কেল)
পারমাণবিক ব্যাসার্ধcalculated: 108 pm
সমযোজী ব্যাসার্ধ130 pm
ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ216 pm
বিবিধ
কেলাসের গঠন face-centered cubic (fcc)
শব্দের দ্রুতি(liquid) 1090 m·s−১
তাপীয় পরিবাহিতা5.65x10-3  W·m−১·K−১
চুম্বকত্বnonmagnetic
ক্যাস নিবন্ধন সংখ্যা7440-63-3
সবচেয়ে স্থিতিশীল আইসোটোপ
iso NA অর্ধায়ু DM DE (MeV) DP
124Xe 0.095% Xe 70টি নিউট্রন নিয়ে স্থিত হয়
125Xe syn 16.9 h ε 1.652 125I
126Xe 0.089% Xe 72টি নিউট্রন নিয়ে স্থিত হয়
127Xe syn 36.345 d ε 0.662 127I
128Xe 1.91% Xe 74টি নিউট্রন নিয়ে স্থিত হয়
129Xe 26.4% Xe 75টি নিউট্রন নিয়ে স্থিত হয়
130Xe 4.07% Xe 76টি নিউট্রন নিয়ে স্থিত হয়
131Xe 21.2% Xe 77টি নিউট্রন নিয়ে স্থিত হয়
132Xe 26.9% Xe 78টি নিউট্রন নিয়ে স্থিত হয়
133Xe syn 5.247 d β 0.427 133Cs
134Xe 10.4% Xe 80টি নিউট্রন নিয়ে স্থিত হয়
135Xe syn 9.14 h β 1.16 135Cs
136Xe 8.86% Xe 82টি নিউট্রন নিয়ে স্থিত হয়

আবিষ্কার

ক্রিপ্টন এবং নিয়ন আবিষ্কারের পর বিজ্ঞানী উইলিয়াম রামজে এবং মরিস ট্র্যাভার্স তরল বায়ু নিয়ে তাদের গবেষণা চালিয়ে যেতে থাকেন। ১৮৯৮ সালের ১১ই জুলাই তারা যথারীতি তরল বায়ুকে বিভিন্ন অংশে পৃথক করার কাজে ব্যস্ত ছিলেন। মধ্যরাত্রির মধ্যে তারা ৫০-টিরও বেশি অংশ সংগ্রহ করেন এবং ৫৬তম অংশে গিয়ে ক্রিপ্টন পান। এরপর যন্ত্রটিকে আরও উত্তপ্ত করে ৫৭তম অংশ পান যাতে মূলত কার্বন ডাই অক্সাইড ছিল। তখনই এ গবেষণা চালিয়ে যাবেন কি-না এ নিয়ে তারা আলোচনা করেন এবং আলোচনার শেষে এর উপযোগিতা সম্বন্ধে নিশ্চিত হন। অগত্যা গবেষণা চালিয়ে যান। পরের দিন সকালে এই ৫৭তম অংশের বর্ণালী বিশ্লেষণ করে বিস্মিত হন, কারণ তা একেবারেই অস্বাভাবিক ছিল। তৎক্ষণাৎ তারা সিদ্ধান্তে আসেন যে, এটি একটি নতুন মৌল। সে হিসেবে ১৮৯৮ সালের ১২ই জুলাই তারিখে জেনন আবিষ্কৃত হয়।[2] ১৯০২ সালে উইলিয়াম রামজে উল্লেখ করেন, বায়ুতে জেননের পরিমাণ দুই কোটি ভাগের এক ভাগ।

নামকরণ

রামজে নতুন এই গ্যাসের নাম প্রস্তাব করেন জেনন। শব্দটি গ্রিক শব্দ ξένον (জেনন) থেকে এসেছে যা ξένος (জেনোস) শব্দের একবচন। গ্রিক ভাষায় জেনোস শব্দের অর্থ আগন্তুক

গবেষণার ইতিহাস

আরও দেখুন

  1. "Section 4, Properties of the Elements and Inorganic Compounds; Melting, boiling, triple, and critical temperatures of the elements"। CRC Handbook of Chemistry and Physics (85th edition সংস্করণ)। Boca Raton, Florida: CRC Press। ২০০৫।
  2. রাসায়নিক মৌল কেমন করে সেগুলি আবিষ্কৃত হয়েছিল - ভ দ ত্রিফোনভ ও দ ন ত্রিফোনভ। অনুবাদ - কানাই লাল মুখোপাধ্যায়; মির প্রকাশন মস্কো, ১৯৮৮ সালের মুদ্রণ। পৃষ্ঠা: ১৭৩
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.