আয়োডিন

আয়োডিন হচ্ছে একটি মৌলিক পদার্থ যার সংকেত I এবং পারমাণবিক সংখ্যা ৫৩।এটি একটি গ্রিক শব্দ ἰοειδής ioeidēs থেকে এসেছে যার অর্থ বেগুনি বা রক্তবেগুনী। মৌল আয়োডিন বাষ্পের রঙ বেগুনি বা রক্তবেগুনী।[1]

53 টেলুরিয়ামআয়োডিনজেনন
Br

I

At
সাধারণ বৈশিষ্ট্য
নাম, প্রতীক, পারমাণবিক সংখ্যা আয়োডিন, I, 53
রাসায়নিক শ্রেণীhalogens
গ্রুপ, পর্যায়, ব্লক 17, 5, p
ভৌত রূপviolet-dark gray, lustrous
পারমাণবিক ভর126.90447(3) g/mol
ইলেক্ট্রন বিন্যাস[Kr] 4d10 5s2 5p5
প্রতি শক্তিস্তরে ইলেকট্রন সংখ্যা2, 8, 18, 18, 7
ভৌত বৈশিষ্ট্য
দশাকঠিন
ঘনত্ব (সাধারণ তাপ ও চাপে)4.933 g/cm³
গলনাঙ্ক386.85 K
(113.7 °C, 236.66 °F)
স্ফুটনাঙ্ক457.4 K
(184.3 °C, 363.7 °F)
Critical point819 K, 11.7 MPa
গলনের লীন তাপ(I2) 15.52 kJ/mol
বাষ্পীভবনের লীন তাপ(I2) 41.57 kJ/mol
তাপধারণ ক্ষমতা(২৫ °সে) (I2) 54.44 জুল/(মোল·কে)
বাষ্প চাপ (rhombic)
P/প্যাসকেল১০১০০১ কে১০ কে১০০ কে
T/কেলভিন তাপমাত্রায়260282309342381457
পারমাণবিক বৈশিষ্ট্য
কেলাসীয় গঠনorthorhombic
জারণ অবস্থা±1, 5, 7
(strongly acidic oxide)
তড়িৎ ঋণাত্মকতা2.66 (পাউলিং স্কেল)
Ionization energies 1st: 1008.4 kJ/mol
2nd: 1845.9 kJ/mol
3rd: 3180 kJ/mol
পারমাণবিক ব্যাসার্ধ140 pm
Atomic radius (calc.)115 pm
Covalent radius133 pm
Van der Waals radius198 pm
অন্যান্য বৈশিষ্ট্য
Magnetic orderingnonmagnetic
Electrical resistivity(0 °C) 1.3×107 Ω·m
তাপ পরিবাহিতা(300 K) 0.449 W/(m·K)
Bulk modulus7.7 GPa
সি এ এস নিবন্ধন সংখ্যা7553-56-2
কয়েকটি উল্লেখযোগ্য সমস্থানিক
প্রধান নিবন্ধ: iodineের সমস্থানিক
iso NA half-life DM DE (MeV) DP
127I 100% I 74টি নিউট্রন নিয়ে স্থিত হয়
129I syn 1.57×107y Beta- 0.194 129Xe
131I syn 8.02070 d Beta- 0.971 131Xe
References

আয়োডিন এবং তার যৌগসমূহ প্রাথমিকভাবে পুষ্টির জন্য এবং শিল্পে এসিটিক এসিড এবং নির্দিষ্ট পলিমার উত্পাদন করতে ব্যবহার করা হয়। আয়োডিন এর অপেক্ষাকৃত উচ্চ পারমাণবিক সংখ্যা, কম বিষাক্ততার এবং জৈব যৌগসমূহের সাথে সহজে সংযুক্তির কারণে এক্স-রে এর বিপরীত উপকরণ হিসাবে আধুনিক ঔষধ বিজ্ঞানে একটি অংশে পরিণত হয়েছে। আয়োডিনে শুধুমাত্র একটি স্থিতিশীল আইসোটোপ রয়েছে। আয়োডিনের কিছু সংখ্যক রেডিওআইসোটোপ চিকিৎসাবিদ্যায় ব্যবহৃত হয়।

পৃথিবীতে আয়োডিন প্রধানত পাওয়া যায় মহাসাগর এবং সমুদ্রের পানিতে দ্রবণীয় অবস্থায় আয়োডিন আয়ন I− রূপে। অন্যান্য হ্যালোজেনের ন্যায় মুক্ত আয়োডিন দ্বিপরমাণুক(I2)। মহাবিশ্ব তথা পৃথিবীতে আয়োডিন এর উচ্চ পারমাণবিক সংখ্যা জন্য এটি একটি অপেক্ষাকৃত বিরল মৌল। তবে সমুদ্রের পানিতে উপস্থিতির জন্য এটি জীববিদ্যায়ও ভূমিকা পালন করে। প্রাথমিক ভূত্বক-উপাদান হিসাবে আয়োডিনের কম প্রাচুর্য এবং বৃষ্টির পানি মাটিতে আয়োডিনের অভাব তৈরি করে যা পৃথিবীর মানুষ তথা পশুপাখির জন্য নানাবিধ সমস্যা সৃষ্টি করে। পৃথিবীতে আয়োডিনের অভাবে প্রায় দুই কোটি মানুষ প্রভাবিত এবং মানষিক প্রতিবন্ধীবিকলাঙ্গতা রোগে আক্রান্ত।[2]

তথ্যসূত্র

  1. অনলাইন ব্যুত্পত্তি অভিধান, s.v. আয়োডিন. Retrieved 2012-02-07.
  2. "In Raising the World's I.Q., লবণের মধ্যের রহস্যlast=McNeil"New York Times। ২০০৬-১২-১৬। সংগ্রহের তারিখ ২০০৮-১২-০৪ Authors list-এ |প্রথমাংশ1= এর |শেষাংশ1= নেই (সাহায্য)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.