তৃপ্তি মিত্র

তৃপ্তি মিত্র (ইংরেজি: Tripti Mitra) ডাকনাম তৃপ্তি ভাদুড়ী (২৫ অক্টোবর, ১৯২৫২৪ মে, ১৯৮৯) ছিলেন বাংলা ভাষার থিয়েটার ও চলচ্চিত্রের জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী এবং শম্ভু মিত্রের স্ত্রী যিনি নাটক পরিচালনার জন্য খ্যাত ছিলেন এবং ১৯৪৮ সালে বহুরূপী নাট্যদল প্রতিষ্ঠায় সহযোগিতা করেন। তিনি যুক্তি তক্কো আর গপ্পো, ধরতি কে লাল ইত্যাদি সিনেমায় অভিনয় করেছিলেন।[1]

তৃপ্তি মিত্র
জন্ম(১৯২৫-১০-২৫)২৫ অক্টোবর ১৯২৫
মৃত্যু১৯৮৯
কলকাতা
জাতীয়তাভারতীয়
পেশাকবি, সৈন্য
পরিচিতির কারণ"বহুরূপী"
দাম্পত্য সঙ্গীশম্ভু মিত্র
সন্তানশাঁওলি মিত্র

তিনি ১৯৬২ সালে সংগীত নাটক একাডেমী পুরস্কার অর্জন করেন যা গুরুত্বপূর্ণ অবদানের জন্য শিল্পীদের প্রদান করে সংগীত নাটক একাডেমী এবং ১৯৭১ সালে পদ্মশ্রী পুরস্কার পান।

শৈশব ও শিক্ষা

তৃপ্তি মিত্র ২৫ অক্টোবর, ১৯২৫ ঠাকুরগাঁয়ে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আশুতোষ ভাদুড়ী এবং মাতার নাম শৈলবালা দেবী। ১৯৪৫ সালের ডিসেম্বরে তিনি শম্ভু মিত্রের সাথে তার বিয়ে হয়। তার কন্যা শাঁওলি মিত্র একজন অভিনেত্রী।[2]

পেশা

১৯৪৮ সালে শম্ভু মিত্র এবং তৃপ্তি মিত্র তাদের নিজেদের নাট্যদল বহুরূপী প্রতিষ্ঠা করেন।[3] তিনি ১৯৫৯ সালে ঢাকায় "জাগো হুয়া সাভেরা" নামের উর্দু সিনেমায় অভিনয় করেন যেটি মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি উপর ভিত্তি করে নির্মিত হয়। তিনি ১৯৮৯ সালের ২৪ মে মৃত্যুবরণ করেন।

চলচ্চিত্র

  • যুক্তি তক্কো আর গপ্পো (১৯৭৪)
  • চারণকবি মুকুন্দ দাস (১৯৬৮)
  • সেবা (১৯৬৭)
  • কাঞ্চনরাঙা (১৯৬৪)
  • সূর্যস্নান (১৯৬২)
  • মানিক (১৯৬১)
  • The Day Shall Dawn (1959)
  • শুভ বিবাহ (১৯৫৯)
  • আশা (১৯৫৬)
  • জয় মা কালী বোর্ডিং (১৯৫৫)
  • রিকশাওয়ালা (১৯৫৫)
  • ময়লা কাগজ (১৯৫৪)
  • পথিক (১৯৫৩)
  • বোধোদয় (১৯৫১)
  • গোপিনাথ (১৯৪৮)
  • Dharti Ke Lal (1946)[4]

নাটক

পুরস্কার

আরো দেখুন

তথ্যসূত্র

  1. রায়, অজয় কুমার (আগস্ট ২০১৮)। "রাজনৈতিক ও গুণী ব্যক্তিদের সংক্ষিপ্ত পরিচিতি"। ঠাকুরগাঁও জেলার ইতিহাস (২ সংস্করণ)। ঢাকা: টাঙ্গন প্রিন্টিং এন্ড পাবলিকেশন। পৃষ্ঠা ২৫১। আইএসবিএন 978-9843446497।
  2. "Tripti Mitra Gomolo Article"। Gomolo। ৩ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০১২
  3. "Bohurupee"। ২ ফেব্রুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০১২
  4. ইন্টারনেট মুভি ডেটাবেজে Tripti Bhaduri (ইংরেজি)
  5. "SNA: List of Akademi Awardees"Sangeet Natak Akademi Official website। ২৭ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০১৩
  6. "Padma Awards Directory (1954-2009)" (PDF)Ministry of Home Affairs। ১০ মে ২০১৩ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০১৩
  7. "Kalidas Award Holders (Theatre)"। Department of Culture, Government of Madhya Pradesh। ২০ জানুয়ারি ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০১৩

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.