রজতাভ দত্ত

রজতাভ দত্ত ভারতীয় বাংলা চলচ্চিত্র, ধারাবাহিক এবং থিয়েটারের এক বিখ্যাত অভিনেতা। তিনি অসংখ্য বাংলা ছবিতে অভিনয় করেছেন। তিনি কামিনের মত হিন্দি চলচ্চিত্রে এবং মিস্টার এন্ড মিসেস নায়ার-এর মত ইংরেজি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। তিনি জি বাংলায় প্রচারিত হাস্যরসাত্মক রিয়েলিটি শো মীরাক্কেলের একজন বিচারক।

রজতাভ দত্ত
জন্ম (1967-08-11) ১১ আগস্ট ১৯৬৭
জাতীয়তাভারতীয়
অন্যান্য নামরনিদা
পেশাঅভিনেতা
পরিচিতির কারণঅভিনয়

প্রথম জীবন

তিনি বালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮৩ সালে মাধ্যমিক পাস করেন। তিনি গোয়েঙ্কা কলেজ অব কমার্স থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। ১৯৮৭ সালে তিনি নেতাজি নাগর কলেজ থেকে গ্রাজ্যুয়েট হন। [1]

চলচ্চিত্র জীবন

রজতাভ দত্ত (তিনি রণিদা নামে সমধিক পরিচিত) ১৯৮৭ সাল থেকে থিয়েটারে অভিনয় করছেন। তিনি স্বপ্নসন্ধানী থিয়েটার গ্রুপে অভিনয় করেছেন। তিনি চলচ্চিত্রে একজন জুনিয়র আর্টিস্ট হিসেবে কাজ শুরু করেন। তিনি এরপর ক্রমে ক্রমে তিনি খ্যাতির শীর্ষে আরোহন করেন। সব রকম চরিত্রে মানিয়ে যাবার এক আশ্চর্য ক্ষমতা আছে তার। এটাই তার এগিয়ে যাবার মূল হাতিয়ার।

চলচ্চিত্র

বছরচলচ্চিত্রপরিচালকসহশিল্পীপ্রযোজক
২০১৯গোয়েন্দা তাতারশ্রীকান্ত গোলুইঅধিরাজ গঙ্গোপাধ্যায়, রজতাভ দত্তজি ভি টেক সলিউশন প্রাইভেট লিমিটেড
২০১৪বাদশাহী আংটি[2]সন্দীপ রায়আবীর চট্টোপাধ্যায়, সৌরভ দাস, পরাণ বন্দ্যোপাধ্যায়শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, সুরিন্দার ফিল্মস
২০১৪চারসন্দীপ রায়পীযূষ গঙ্গোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তীশ্রী ভেঙ্কটেশ ফিল্মস, সুরিন্দার ফিল্মস
২০১৩খিলাড়িঅশোক পাতিঅঙ্কুশ হাজরা, নুসরাত জাহানএসকে মুভিজ
২০১৩আলেয়ার আলো
২০১৩রংবাজরাজা চন্দদেব, কোয়েল মল্লিকশ্রী ভেঙ্কটেশ ফিল্মস
২০১৩বস্‌বাবা যাদবজিৎ, শুভশ্রী গাঙ্গুলীরিলায়েন্স এন্টারটেইনমেন্ট, গ্রাসরুট এন্টারটেইনমেন্ট
২০১৩খোকা ৪২০[3]রাজিব বিশ্বাসদেব, শুভশ্রী গাঙ্গুলীএস্‌কে মুভিজ
২০১৩আশ্চর্য প্রদীপঅনীক দত্ত
২০১৩এক থি ডায়ান
২০১৩কানামাছিরাজ চক্রবর্তীআবীর চট্টোপাধ্যায় অঙ্কুশ হাজরা, শ্রাবন্তী চট্টোপাধ্যায়এস্‌কে মুভিজ
২০১৩লাভেরিয়ারাজা চন্দসোহম চক্রবর্তী, পূজা বোসশ্রী ভেঙ্কটেশ ফিল্মসসুরিন্দার ফিল্মস
২০১৩নামতে নামতে
২০১৩গোলেমালে পিরিত কোরো নাপায়েল সরকার, যিশু সেনগুপ্ত
দ্য ওয়েসিস (সংক্ষিপ্ত চলচ্চিত্র)
২০১২তিন কণ্যা
২০১২কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস
২০১২আলেয়ার আলো
২০১২চ্যালেঞ্জ ২রাজা চন্দদেব, পূজা বোসশ্রী ভেঙ্কটেশ ফিল্মস
২০১২আমি যে চেয়েছি তোমায়
২০১২ছুটির ফাঁদে
২০১২দুর্গা
২০১২হয়তো প্রেমের জন্য
২০১২পাগলু ২[4]সুজিত মন্ডলদেব, কোয়েল মল্লিকসুরিন্দার ফিল্মস
২০১২লে হালুয়া লেশঙ্কর আইরামিঠুন চক্রবর্তী, পায়েল সরকার, সোহম চক্রবর্তী, হিরণ চট্টোপাধ্যায়শ্রী ভেঙ্কটেশ ফিল্মস
২০১২লাভ গুরু
২০১২রঙ রাউত প্রেম
২০১২সেক্টর ভি
২০১২তবুও বসন্ত
২০১২গোড়ায় গন্ডগোল
২০১১ভোরের পাখি
২০১১উড়ো চিঠি
২০১১আমিও নেবো চ্যালেঞ্জ
২০১১পাগলু[5]রাজিব বিশ্বাসকোয়েল মল্লিকসুরিন্দার ফিল্মস
২০১১বাজিকর
২০১১রান
২০১১মন বলে প্রিয়া প্রিয়া
২০১১পিয়া তুমি
২০১১চলো পাল্টাইপ্রসেনজিৎ চট্টপাধ্যায়
২০১১হ্যান্ডকাফ
২০১১বাই বাই ব্যাংকক
২০১১তখন তেইশ
২০১০কেল্লাফতে
২০১০লাভ কানেকশন
২০১০হিং টিং ছট
২০১০জোর যার মুল্লুক তার
২০১০কাছে আছো তুমি
২০১০মহানগরী
২০১০কখনো বিদায় বোলো না
২০১০পথ যদি না শেষ হয়
২০১০লুকোচুরি
২০১০শোনো মন বলি তোমায়
২০১০অন্তর্বাস
২০১০রেহমাত আলি
২০১০মন নিয়ে
২০১০লজ্জা
২০১০প্রতিদ্বন্দী
২০১০ঠিকানা রাজপথ
২০০৯ক্রোধ
২০০৯আমার সঙ্গে
২০০৯কামিনে
২০০৯ওলট পালট
২০০৯চ্যালেঞ্জরাজ চক্রবর্তীদেব, শুভশ্রী গাঙ্গুলীশ্রী ভেঙ্কটেশ ফিল্মস
২০০৯ফ্রেন্ড
২০০৯মহাকাল
২০০৮আমার প্রতিজ্ঞা
২০০৮বাজিমাৎ
২০০৮গোলমাল
২০০৮হচ্ছেটা কি
২০০৮বন্ধু
২০০৭চক্র
২০০৭আই লাভ ইউরবি কিনাগীদেব, পায়েল সরকারশ্রী ভেঙ্কটেশ ফিল্মস
২০০৭প্রেম
২০০৭সংঘর্ষ
২০০৭টাইগার
২০০৭তুলকালাম
২০০৭অভিমণ্যু
২০০৬ঘটক
২০০৬কালনায়ক
২০০৬এম.এল.এ. ফাটাকেষ্টমিঠুন চক্রবর্তী
২০০৬প্রিয়তমা
২০০৬অবিশ্বাসী
২০০৫মানিক
২০০৫মন্ত্র
২০০৫যুদ্ধ
২০০৫আবার আসবো ফিরে
বারুদ
২০০৪প্রহর
২০০৩বোম্বাইয়ের বোম্বেটেসন্দীপ রায়সব্যসাচী চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, পরাণ বন্দ্যোপাধ্যায়
২০০৩নীল নির্জনে
২০০৩পথ
২০০৩রাস্তা
২০০২মিস্টার এন্ড মিসেস লায়ার
২০০১এবং তুমি আর আমি
২০০০চক্রব্যূহ
২০০০পারমিতার একদিন

পুরষ্কার

  • পারমিতার একদিন চলচ্চিত্রের জন্য ২০০১ সালে বি.এফ.জে.এ. অ্যাওয়ার্ড- সেরা অভিনেতা
  • এম.এল.এ. ফাটাকেষ্ট চলচ্চিত্রের জন্য ২০০৬ সালে আনন্দলোক অ্যাওয়ার্ড- সেরা খলনেতা[6]

আরো দেখুন

তথ্যসূত্র

  1. Rajatava Dutta
  2. "Abir to play Feluda in Badshahi Angti adaptation"দ্য টাইমস অব ইন্ডিয়া। ২০১৪। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০১৩
  3. Biswas, Jaya (১৬ জুন ২০১৩)। "Khoka 420 movie review"Times of IndiaThe Times Group। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০১৩
  4. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"Anandabazar Patrika। ৭ সেপ্টেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ 04 September 2012 এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  5. "মাথায় 'ভগবানের হাত', দেবের 'শত্রু'-দমন"Anandabazar Patrika। সংগ্রহের তারিখ ১১ জুন ২০১১
  6. "Rajatava Dutta"। ৫ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০১২

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.