চার (চলচ্চিত্র)
চার খ্যাতনামা পরিচালক সন্দীপ রায় পরিচালিত এবং শ্রী ভেঙ্কটেশ ফিল্মস ও সুরিন্দার ফিল্মসের ব্যানারে শ্রীকান্ত মোহ্তা, মাহেন্দ্র সোনী ও নিসপাল সিং রানে প্রযোজিত একটি ২০১৪ সালের চলচ্চিত্র।[1] এ চলচ্চিত্রটি চারটি ভিন্ন ভিন্ন গল্পঃ পরশুরামের বটেশ্বরের অবদান, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের পরীক্ষা এবং সত্যজিৎ রায়ের কাগতাড়ুয়া ও দুই বন্ধু এর ওপর নির্মিত হয়েছে। এতে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, আবীর চট্টোপাধ্যায়,[2] কোয়েল মল্লিক,[2] পরাণ বন্দ্যোপাধ্যায় (প্রধান ভূমিকায়) ও শ্রীলেখা মিত্র, পীযূষ গঙ্গোপাধ্যায়,[3], সুদীপ্তা চক্রবর্তী,[3], রজতাভ দত্ত[3] (পার্শ্ব চরিত্র) প্রমুখ।[4][5][6]
চার | |
---|---|
![]() চার চলচ্চিত্রের পোস্টার | |
পরিচালক | সন্দীপ রায় |
প্রযোজক | শ্রীকান্ত মোহ্তা মাহেন্দ্র সোনী নিসপাল সিং রানে |
রচয়িতা | পরশুরাম, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, সত্যজিৎ রায় |
চিত্রনাট্যকার | সন্দীপ রায় |
উৎস | পরশুরামের বটেশ্বরের অবদান, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের পরীক্ষা, সত্যজিৎ রায়ের কাগতাড়ুয়া ও দুই বন্ধু |
শ্রেষ্ঠাংশে | শাশ্বত চট্টোপাধ্যায়, আবীর চট্টোপাধ্যায়, কোয়েল মল্লিক, পরাণ বন্দ্যোপাধ্যায়, শ্রীলেখা মিত্র, সুদীপ্ত চক্রবর্তী, পীযূষ গঙ্গোপাধ্যায় |
সুরকার | সন্দীপ রায় |
চিত্রগ্রাহক | শীর্ষ রায় |
সম্পাদক | সুব্রত রায় |
প্রযোজনা কোম্পানি | |
পরিবেশক | শ্রী ভেঙ্কটেশ ফিল্মস |
মুক্তি | ১৩ জুন, ২০১৪ |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
চলচ্চিত্রটি ১৩ই জুন, ২০১৪ সালে মুক্তি পায়।[1]
অভিনয়ে
- ডক্টর চরিত্রে শাশ্বত বন্দ্যোপাধ্যায়
- বটেশ্বর চরিত্রে পরাণ বন্দ্যোপাধ্যায়
- বিনায়ক চরিত্রে আবীর চট্টোপাধ্যায়
- মণিকা নন্দী চরিত্রে কোয়েল মল্লিক
- প্রিয়ব্রত চরিত্রে শুভ্রজিৎ দত্ত
- শ্রীলেখা মিত্র
- পীযূষ গঙ্গোপাধ্যায়
- রজতাভ দত্ত
- সুদীপ্তা চক্রবর্তী
কাহিনী
চার চলচ্চিত্রটি বিভিন্ন লেখকের চারটি ছোটগল্পের সমন্বয়ে তৈরি। যথাঃ
- পরশুরাম-এর বটেশ্বরের অবদান
- শরদিন্দু বন্দ্যোপাধ্যায়-এর পরীক্ষা
- সত্যজিৎ রায়-এর কাগতাড়ুয়া ও দুই বন্ধু
রিভিউ
এবেলা এই চলচ্চিত্রকে
আরো দেখুন
তথ্যসূত্র
- "চারের সংবাদ সম্মেলন"। আমার আনন্দবাজার পত্রিকা। সংগ্রহের তারিখ ১০ জুন ২০১৪।
- "সাদা-কালো। তবে আবছা নয়"। এবেলা। সংগ্রহের তারিখ ৮ জুন ২০১৪।
- "বন্ধু, কী খবর বল!"। এবেলা। সংগ্রহের তারিখ ৯ জুন ২০১৪।
- "Chaar in Bhalobasa.in"। ২ মে ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৪।
- http://nowrunning.com/movie/15237/bengali/chaar/index.htm
- "Filmymobi"। ৩ মে ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৪।
- "মন চল 'চার' নিকেতনে"। এবেলা। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৪।