সুরিন্দর ফিল্মস

সুরিন্দর ফিল্মস ভারতীয় বাংলা চলচ্চিত্রের একটি প্রযোজনা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের কর্ণধার হলেন নিসপাল সিং[1][2]

সুরিন্দর ফিল্মস
বেসরকারী
শিল্পবিনোদন
প্রকারবিনোদন
প্রতিষ্ঠাতানিসপাল সিং
সদরদপ্তরকলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত
বাণিজ্য অঞ্চল
ভারত
পণ্যসমূহটেলিভিশন
ওয়েবসাইটসুরিন্দর ফিল্মস

চলচ্চিত্র

আসছে

বছর চলচ্চিত্র অভিনয়শিল্পী পরিচালক
২০২০ ভালবাসা এমনই তো হয় যশ দাশগুপ্ত, প্রিয়াঙ্কা সরকার সুজিত মন্ডল

মুক্তিপ্রাপ্ত

বছর চলচ্চিত্র অভিনেতা/অভিনেত্রী পরিচালক
২০০১ রাখী পূর্ণিমা
জামাইবাবু জিন্দাবাদ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত রতন অধিকারী
২০০২ দেবা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অর্পিতা পাল সুজিত গুহ
২০০৮ মন মানে না দেব, কোয়েল মল্লিক
২০০৯ প্রেমী নাম্বার ১ কোয়েল মল্লিক দেবু পাটনায়েক
সাত পাকে বাঁধা জিৎ, সাত পাকে বাঁধা সুজিত মন্ডল
২০১০ বলো না তুমি আমার দেব, কোয়েল মল্লিক
জোশ জিৎ, শ্রাবন্তী চট্টোপাধ্যায় রবি কিনাগী
মন যে করে উড়ু উড়ু হিরণ, কোয়েল মল্লিক সুজিত গুহ
২০১১ পাগলু দেব, কোয়েল মল্লিক রাজিব কুমার
২০১২ লে হালুয়া লে সোহম চক্রবর্তী, হিরণ, পায়েল রাজা চন্দ
জানেমন সোহম চক্রবর্তী, কোয়েল মল্লিক
পাগলু ২ দেব, কোয়েল মল্লিক সুজিত মন্ডল
২০১৩ লাভেরিয়া সোহম চক্রবর্তী, পূজা রাজা চন্দ
রকি মহাক্ষয় চক্রবর্তী, পূজা সুজিত মন্ডল
রংবাজ দেব, কোয়েল মল্লিক রাজা চন্দ
মজনু হিরণ, শ্রাবন্তী চট্টোপাধ্যায় রাজিব কুমার
২০১৪ অরুন্ধতী কোয়েল মল্লিক, ইন্দ্রনীল সেনগুপ্ত সুজিত মন্ডল
চার শাশ্বত চট্টোপাধ্যায়, আবীর চট্টোপাধ্যায়, কোয়েল মল্লিক সন্দীপ রায়
হাইওয়ে পরমব্রত চট্টোপাধ্যায়, কোয়েল মল্লিক সুদিপ্ত চট্টোপাধ্যায়
খাদ মিমি চক্রবর্তী, কমলেশ্বর মুখোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ কৌশিক গঙ্গোপাধ্যায়
বাদশাহী আংটি আবীর চট্টোপাধ্যায় সন্দীপ রায়
২০১৫ হিরোগিরি দেব, কোয়েল মল্লিক, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, মিঠুন চক্রবর্তী রবি কিনাগী
জামাই ৪২০ সোহম চক্রবর্তী, অঙ্কুশ হাজরা, হিরণ, মিমি চক্রবর্তী, নুসরাত জাহান, পায়েল সরকার
বেশ করেছি প্রেম করেছি জিৎ, কোয়েল মল্লিক রাজা চন্দ
পারবো না আমি ছাড়তে তোকে বনি সেনগুপ্ত কৌশানী মুখোপাধ্যায় রাজ চক্রবর্তী
হর হর ব্যোমকেশ আবীর চট্টোপাধ্যায় অরিন্দম শীল
২০১৬ পাওয়ার জিৎ, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, নুসরাত জাহান রাজীব কুমার বিশ্বাস
কেলোর কীর্তি দেব, অঙ্কুশ হাজরা, যীশু সেনগুপ্ত, মিমি চক্রবর্তী, কৌশানি মুখার্জী, নুসরাত জাহান, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ রাজা চন্দ
লাভ এক্সপ্রেস দেব, নুসরাত জাহান রাজিব কুমার
ব্যোমকেশ পর্ব আবির চট্টোপাধ্যায়,ঋত্বিক চক্রবর্তী,সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়,সায়নী ঘোষ অরিন্দম শীল
২০১৭ তোমাকে চাই বনি সেনগুপ্ত, কৌশানি মুখার্জি রাজিব কুমার
ছায়া ও ছবি আবির চট্টোপাধ্যায়, কোয়েল মল্লিক কৌশিক গঙ্গোপাধ্যায়
জিও পাগলা যিশু সেনগুপ্ত, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সোহম চক্রবর্তী, হিরণ চট্টোপাধ্যায়, পায়েল সরকার, বনি সেনগুপ্ত, কৌশানি মুখার্জি, ঋত্বিকা সেন রবি কিনাগী

টেলিভিশন

১. কিরণমালা (স্টার জলসা)

তথ্যসূত্র

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.