ঋত্বিক চক্রবর্তী

ঋত্বিক চক্রবর্তী হচ্ছেন ভারতীয় বাংলা চলচ্চিত্রের একজন অভিনেতা।[1]

ঋত্বিক চক্রবর্তী
জন্ম (1977-03-31) ৩১ মার্চ ১৯৭৭
জাতীয়তাভারতীয়
পেশাঅভিনেতা
পরিচিতির কারণশব্দ,এক ফালি রোদ

কর্মজীবন

ঋত্বিক চক্রবর্তী তার ক্যারিয়ার শুরু করেন বাংলা থিয়েটার এ কাজ শুরুর মাধ্যমে। অনেক সংগ্রাম করে তিনি আজকের এই স্থানে আসতে পেরেছেন। তারপরে তিনি ২০০৮ সালে রুদ্রনীল ঘোষ এর সাথে ক্রস কানেকশন এ কাজ করার মাধ্যমে বড় পর্দায় আসেন। তিনি বিয়ে করেন অপরাজিতা ঘোষ দাস কে।

কাজ

চলচ্চিত্র

  • মাছের ঝোল (২০১৭)
  • সাহেব বিবি গোলাম (২০১৬)
  • চলচ্চিত্র সার্কাস(২০১৬)
  • বিটনুন(২০১৫)
  • অনুব্রত ভাল আছো(২০১৫)
  • ডাকের সাজ(২০১৫)
  • নির্বাক (২০১৫)
  • ভীতু (২০১৫)
  • ওপেন টি বায়োস্কোপ (২০১৫)
  • এবার শবর (২০১৫)
  • ক্রস কানেকশন ২(২০১৪)
  • আশা যাওয়ার মাঝে (২০১৪)
  • এক ফালি রোদ (২০১৪)
  • তিন পাত্তি (২০১৪)
  • বাকিটা ব্যাক্তিগত (২০১৩)
  • গোলেমালে পিরীত করো না (২০১৩)
  • বাইসাইকেল কিক (২০১৩)
  • খাঁচা (২০১৩)
  • আবর্ত (২০১৩)
  • শব্দ (২০১৩)
  • ফড়িং (২০১৩)
  • নেকলেস (২০১১)
  • লে ছক্কা (২০১০)
  • ক্রস কানেকশন (২০০৯)
  • চলো লেটস গো (২০০৮)
  • পাগল প্রেমী (২০০৭)
  • বিশ্বাস না করতে পারেন (২০০৬)

টেলিভিশন

তথ্যসূত্র

  1. "ঋত্বিক চক্রবর্তী filmography"। Gomolo। ১৭ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০১২

বহিঃ সংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.