লে ছক্কা

লে ছক্কা ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত রাজ চক্রবর্তী পরিচালিত একটি বাংলা চলচ্চিত্র। এই চলচ্চিত্রে মুখ্য ভূমিকায় আছেন দেব, পায়েল সরকার এছাড়াও আছেন খরাজ মুখোপাধ্যায়, পদ্মমানব দাশগুপ্ত, ঋত্বিক চক্রবর্তী, লাবণী সরকার, দেবজানী চট্টোপাধ্যায়, বিশ্বনাথ বসু, দীপংকর দে, বিশ্বজিৎ চক্রবর্তী সহ আরো অনেকে।[1] চলচ্চিত্রের সংগীত পরিচালনা করেন ইন্দ্রদীপ দাশগুপ্ত

লে ছক্কা
পরিচালকরাজ চক্রবর্তী
প্রযোজকশ্যাম আগরওয়াল
রচয়িতাপদ্মামানভ দাশগুপ্ত
শ্রেষ্ঠাংশেদেব
পায়েল সরকার
খরাজ মুখোপাধ্যায়
পদ্মমানব দাশগুপ্ত
ঋত্বিক চক্রবর্তী
লাবণী সরকার
দেবজানী চট্টোপাধ্যায়
বিশ্বনাথ বসু
দীপংকর দে
বিশ্বজিৎ চক্রবর্তী
অরিন্দম দত্ত
সুরকারইন্দ্রদীপ দাশগুপ্ত
চিত্রগ্রাহকসোমক মুখোপাধ্যায়
প্রযোজনা
কোম্পানি
শ্রীজন আর্টস
মুক্তি১১ই জুলাই, ২০১০
দৈর্ঘ্য১২৮ মিনিট
দেশভারত
ভাষাবাংলা
নির্মাণব্যয়১.৫ কোটি টাকা
আয়২ কোটি টাকা

ভারতীয় ক্রিকেট বিষয়ক এই চলচ্চিত্রে আছে বন্ধুত্ব, ভালবাসা, ঘটি-বাঙাল প্রতিদ্বন্দিতা। ১১ই জুলাই, ২০১০ সালে[2] মুক্তিপ্রাপ্ত এই চলচ্চিত্রটি বছরের অন্যতম ব্লকবাস্টার হয় এবং রাজ চক্রবর্তীকে একজন বিখ্যাত পরিচালক হিসেবে সুপ্রতিষ্ঠিত করে।

কাহিনী

১১ বুলেট উত্তর কলকাতার একটি বাজে ক্রিকেট দল। এই দলের সবাই-ই প্রায় স্থানীয় এবং বিভিন্ন পেশায় নিয়োজিত। চলচ্চিত্রটি ১১ বুলেট ও দক্ষিণ কলকাতার একটি ম্যাচ দিয়ে শুরু হয়। আবীর (দেব) একাই ১১ বুলেটকে উড়িয়ে দেয়। ১১ বুলেটের খেলোয়াড়দের স্থানীয়রা তিরষ্কার করে। ইতিমধ্যে আবীর-এর পরিবার দর্জিপাড়া নামক এক স্থানে বসবাস শুরু করে, যা ১১ বুলেটের এলাকায় পড়ে। যেহেতু এক বিরাট সাংষ্কৃতিক পার্থক্য রয়েছে, আবীর ঐ এলাকায় চলাচলে অস্বস্তি বোধ করে। আবীরদের পরিবারের সাথে তাদের প্রতিবেশীদের রোজই ঝগড়া হয়। একদিন আবীর জানতে পারে স্থানীয় এক রাজনৈতিক নেতা দর্জিপাড়ার তাদের পাশের বাড়িটি দখল করতে চায়। কিন্তু ঐ বাড়ির মালিক বাড়িটি বেঁচতে চায় না। আবীর স্থানীয়দেরকে বোঝায় যে প্রতিবাদ না করলে তারা বাঁচতে পারবে না। এভাবে স্থানীয়রা আবীর-এর ও আবীর স্থানীয়দের নিকটে চলে আসে।

এরই মধ্যে আবীর রাণীপায়েল সরকার সাথে অন্তরঙ্গ হয়ে পড়ে, যা রাণীর বড় ভাই রজত (ঋত্বিক চক্রবর্তী) পছন্দ করে না। এদিকে শঙ্কর নামের ঐ রাজনৈতিক নেতার লোক রাণীর অবিবাহিত বড় বোন রত্নার সাথে জড়িয়ে পড়ে। কিন্তু পরে রত্না জানতে পারে শঙ্কর ভালবাসে রাণীকে, তাকে নয়। সে আত্মহত্যা করে। এদিকে নেতা দর্জিপাড়া দখল করতে এগিয়ে আসে। আবীর তাকে একটি ক্রিকেট ম্যাচের চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়। সেই ম্যাচটিই ঠিক করবে দর্জিপাড়ার ভবিষ্যৎ। শেষে আবীর ও ১১ বুলেট সেই ম্যাচে জয়লাভ করে এবং পুরো দর্জিপাড়া এবং রাণীকে পায়।[1][3][4]

অভিনয়ে

সংগীত

লে ছক্কা
ইন্দ্রদীপ দাশগুপ্ত কর্তৃক সংগীত
মুক্তির তারিখ১৪ মে ২০১০ (2010-05-14)
শব্দধারণের সময়২০১০
ঘরানাচলচ্চিত্রের গান
সঙ্গীত প্রকাশনীফাইভ স্টার

এই চলচ্চিত্রের সংগীত পরিচালনা করেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। ১৪ই মে, ২০১০ সালে ভারতে সংগীত মুক্তি দেয়া হয়। চলচ্চিত্রের গান রচনা করেন প্রিয় চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ মুখোপাধ্যায় এবং শ্রীজাত[7]

মুক্তির পরপরই এই চলচ্চিত্রের গান অত্যন্ত জনপ্রিয় হয় এবং অনেকে একে দুর্দান্তরকিং অ্যালবাম নামেও অভিহিত করে।

নংগানসংগীতশিল্পী (রা)সময় (মিনিট:সেকেন্ড)লেখা
"উয়া উয়া রে"শান, জুন বন্দ্যোপাধ্যায়৪:৫৬প্রিয় চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ মুখোপাধ্যায় এবং শ্রীজাত
"শাব্বা রাব্বা রেবা রু"কুনাল গঞ্জাওয়ালা, মোনালি ঠাকুর৫:০০প্রিয় চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ মুখোপাধ্যায় এবং শ্রীজাত
"আলী মওলা"শ্রেয়া ঘোষাল, শান, শাহাদাব হোসেন৬:০৪প্রিয় চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ মুখোপাধ্যায় এবং শ্রীজাত
"একটা বিন্দাস পাড়া"কুনাল গঞ্জাওয়ালা, শাহাদাব হোসেন, প্রসেনজিৎ মুখোপাধ্যায়৪:৩৮প্রিয় চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ মুখোপাধ্যায় এবং শ্রীজাত
"লে ছক্কা"কুনাল গঞ্জাওয়ালা প্রসেনজিৎ মুখোপাধ্যায়৪:২৪প্রিয় চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ মুখোপাধ্যায় এবং শ্রীজাত

ব্যবসা

এই চলচ্চিত্রটি অত্যন্ত দর্শকপ্রিয়তা পায় ও ব্লকবাস্টার আখ্যা পায়। আইএমডিবি র‍্যাঙ্কিঙে ৫.২/১০ পায়।[8]

বক্স অফিস

গোটা বাংলায় চলচ্চিত্রটি খুবই জনপ্রিয় হয়।

তথ্যসূত্র

  1. "LEY CHAKKA (2010) Bengali Movie Review"Calcutta Tube। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১০
  2. "Release Date of Le Chakka in IMDb"
  3. "Dev - The Man Of The Match"
  4. "Full Story"। ১২ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৪
  5. "Cast List of Le Chakka in IMDb"
  6. "Le Chakka (2010)"
  7. "LE CHAKKA (2010) Audio Music Launch by DEV-Payel Sarkar"Washington Banglar Radio। সংগ্রহের তারিখ ২০ জুন ২০১০
  8. "Le Chakka Ranking in IMDb"
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.