ইন্দ্রদীপ দাশগুপ্ত

ইন্দ্রদীপ দাশগুপ্ত একজন বিখ্যাত ভারতীয় বাংলা চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক[1] তিনি ১৭ই জানুয়ারি, ১৯৭৩-এ জন্মগ্রহণ করেন।

ইন্দ্রদীপ দাশগুপ্ত
জন্ম (1973-01-17) ১৭ জানুয়ারি ১৯৭৩
জাতীয়তাভারতীয়
কার্যকাল২০০৩-বর্তমান
পরিচিতির কারণসঙ্গীত পরিচালক

সঙ্গীত পরিচালিত চলচ্চিত্র

সালচলচ্চিত্রঅভিনয়েপ্রযোজনা
২০১৬কেলোর কীর্তিদেব, নুসরাতশ্রী ভেঙ্কটেশ ফিল্মস
২০১৪গল্প হলেও সত্যিসোহম চক্রবর্তী, মিমি চক্রবর্তীশ্রী ভেঙ্কটেশ ফিল্মস
২০১৪অভিশপ্ত নাইটিপরমব্রত চট্টোপাধ্যায়, পাওলি দাম, ইন্দ্রনীল সেনগুপ্তশ্রী ভেঙ্কটেশ ফিল্মস
২০১৩চাঁদের পাহাড়দেবশ্রী ভেঙ্কটেশ ফিল্মস
২০১৩মিশর রহস্যপ্রসেনজিত চট্টোপাধ্যায়, আরিয়ানশ্রী ভেঙ্কটেশ ফিল্মস
২০১৩প্রলয়পরমব্রত চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তীশ্রী ভেঙ্কটেশ ফিল্মসরাজ চক্রবর্তীস প্রোডাকশন
২০১৩মিসেস সেন ঋতুপর্ণা সেনগুপ্ত, রোহিত রায়, হৃশিতা ভট্ট
২০১৩কানামাছিঅঙ্কুশ হাজরা, শ্রাবণ্তীএসকে মুভিজ
২০১৩হাওয়া বদলপরমব্রত চট্টোপাধ্যায়, রাইমা সেনসারেগামা
২০১২তিন কণ্যা
২০১১চারুলতা
২০১১চ্যাপলিন
২০১১জানি দেখা হবে
২০১১ফাইটার[2]জিৎ, শ্রাবণ্তী
২০১১শত্রু[3][4]জিৎ, নুসরাত জাহানএসকে মুভিজ
২০১০লে ছক্কাদেব, পায়েল সরকারএসকে মুভিজ
২০০৯এই পৃথিবী তোমার আমার
২০০৯বিষ
২০০৯কালের রাখাল
২০০৮বর আসবে এখুনিযিশু সেনগুপ্ত, কোয়েল মল্লিক
২০০৪প্রহর
২০০৪তিন এক্কে তিন
২০০৩মহুল বনির সেরেং

তিনি কানামাছি চলচ্চিত্রের মন বাওয়ারে গানটিই শুধু পরিচালনা করেন। এছাড়া বোঝেনা সে বোঝেনা চলচ্চিত্রে তিনি ব্যাকগ্রাউন্ড সঙ্গীত দিয়েছেন।

পুরস্কার

  • বর আসবে এখুনি চলচ্চিত্রের জন্য আনন্দলোক অ্যাওয়ার্ড-এর মনোনয়ন (২০০৮)
  • লে ছক্কা চলচ্চিত্রের জন্য আনন্দলোক অ্যাওয়ার্ড-এর মনোনয়ন (২০১০)[5]
  • ২২শে শ্রাবণ চলচ্চিত্রে শ্রেষ্ঠ ব্যাকগ্রাউন্ড মিউজিক স্কোর-এর জন্য মির্‌চি মিউজিক অ্যাওয়ার্ড (২০১১)
  • মন ফকিরা অ্যালবামের জন্য মির্‌চি মিউজিক অ্যাওয়ার্ড
  • চ্যাপলিন চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক হিসেবে স্টার গাইড ফিল্ম অ্যাওয়ার্ড (২০১১)

তথ্যসূত্র

  1. http://www.imdb.com/name/nm3368685/
  2. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১০ ফেব্রুয়ারি ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৩
  3. http://www.telegraphindia.com/1100611/jsp/entertainment/story_12551403.jsp
  4. http://calcuttatube.com/ley-chakka-2010-bengali-movie-review/98782/
  5. "anondolok film award 2010"
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.