পরমব্রত চট্টোপাধ্যায়
পরমব্রত চট্টোপাধ্যায় ভারতীয় চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র। তিনি একাধারে একজন সফল অভিনেতা এবং পরিচালক। বাংলা টেলিফিল্ম ও চলচ্চিত্র, উভয় স্থানেই তিনি আপন প্রতিভার সাক্ষর রেখেছেন [1]। বিদ্যা বালানের বিপরীতে কাহানি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি একজন বিখ্যাত অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন। তিনি একই অভিনেত্রীর বিপরীতে ভালো থেকো ছবিতেও অভিনয় করেছেন। [2][3]
পরমব্রত চট্টোপাধ্যায় | |
---|---|
![]() ২০১২ সালে পরমব্রত চট্টোপাধ্যায় | |
জন্ম | পরমব্রত চট্টোপাধ্যায় ২৭ জুন, ১৯৮১ |
পেশা | অভিনেতা |
কার্যকাল | ২০০৩-বর্তমান |
দাম্পত্য সঙ্গী | অবিবাহিত |
ব্যক্তিজীবন
তিনি পশ্চিমবঙ্গ এর কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটকের নাতি। [4][5]
শিক্ষাজীবন
তিনি কলকাতার পাঠ ভবন স্কুলে লেখাপড়া করেন ও পড়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্য বিষয়ে মাস্টার্স করেন।
চলচ্চিত্র জীবন
জিয়ো কাকা চলচ্চিত্রের মধ্যদিয়ে তার পরিচালনা শুরু হয়। রাইমা সেন,ঋতুপর্ণ ঘোষ ও ইন্দ্রনীল ঘোষ এই ছবিতে অভিনয় করেন। কাহানি চলচ্চিত্রের সাত মাস ধরে চলা সাফল্যের পর তিনি অস্কার জয়ী পরিচালক জেফরি ডি. ব্রাউনের সোল্ড (Sold) ছবিতে অভিনয় করার প্রস্তাব পান। [6][7]
প্রযোজনা প্রতিষ্ঠান
সম্প্রতি তিনি তার দীর্ঘ অভিনয় জীবনের সাথী রুদ্রনীল ঘোষ এবং শিল্পপতি দীপক রাহার সাথে যৌথভাবে প্রযোজনা প্রতিষ্ঠান ওয়র্কশপ খুলেছেন। [8]
চলচ্চিত্র
বছর | চলচ্চিত্র | ভূমিকা | পরিচালক | সহশিল্পী | কিছু কথা | |
---|---|---|---|---|---|---|
২০০৩ | বোম্বাইয়ের বোম্বেটে | তপেশ (তোপ্সে) | ||||
২০০৩ | ভালো থেকো | |||||
২০০৩ | হেমন্তের পাখি | বাবাই | ||||
২০০৪ | স্বপ্নসুন্দরী[9] | টেলিফিল্ম | ||||
২০০৫ | শুভদৃষ্টি | রমেন | ||||
২০০৫ | নিশিযাপন | শ্যামল | ||||
২০০৬ | অঙ্কুশ | রাহুল | ধারাবাহিক | |||
২০০৬ | দ্য বং কানেকশান | অপু | ||||
২০১২ | তিন ইয়ারী কথা | অন্তু | ২০০৬-এ প্রিমিয়ারড | |||
২০০৬ | দোসর | |||||
২০০৬ | আমরা | |||||
২০০৭ | কৈলাসে কেলেঙ্কারি | তোপসে[10] | ||||
২০০৮ | ১০:১০ | বিশেষ আবির্ভাব | ||||
২০০৮ | চলো লেটস্ গো | |||||
২০০৮ | টিনটোরেটোর যিশু | তোপসে | ||||
২০০৯ | ব্রেক ফেল | |||||
২০০৯ | একবার বলো উত্তম কুমার | |||||
২০০৯ | ০৩৩ | |||||
২০০৯ | বক্স নাম্বার ১৩১৩ | |||||
২০০৯ | কালবেলা | অনিমেষ মিত্র | ||||
২০০৯ | কালের রাখাল | সুবাল | ||||
২০১০ | থানা থেকে আসছি | |||||
২০১১ | জানি দেখা হবে | |||||
২০১১ | বাইশে শ্রাবণ | অভিজিৎ | ||||
২০১১ | জিয়ো কাকা | |||||
২০১২ | হেমলক সোসাইটি | আনন্দ কর | ||||
২০১২ | ভূতের ভবিষ্যত | অয়ন সেনগুপ্ত | ||||
২০১২ | কাহানি | সত্যাকি সিনহা (রানা) | হিন্দি চলচ্চিত্র | |||
২০১২ | একলা আকাশ | |||||
২০১২ | যুদ্ধ পরিস্থিতি[11] | |||||
২০১২ | বালুকাবেলা.কম | আকাশ | ||||
২০১৩ | মাছ মিষ্টি এন্ড মোর | রনি | ||||
২০১৩ | হাওয়া বদল | জিৎ | ||||
২০১৩ | বসন্ত উৎসব | |||||
২০১৩ | প্রলয় | বরুন বিশ্বাস | রাজ চক্রবর্তী | |||
২০১৪ | অভিশপ্ত নাইটি | |||||
২০১৪ | অপুর পাঁচালী | |||||
২০১৪ | হাইওয়ে | |||||
২০১৪ | চতুষ্কোণ | জয় | ||||
২০১৫ | মহাভারত | |||||
২০১৫ | গ্ল্যামার | |||||
২০১৫ | ট্রাফিক | |||||
২০১৬ | বাস্তুশাপ | |||||
২০১৭ | যকের ধন | বিমল | ||||
২০১৭ | ভুবন মাঝি | নহির | ||||
২০১৭ | ভয়ংকর সুন্দর | মাকু |
পুরষ্কার
বছর | প্রতিষ্ঠান | বিভাগ | চলচ্চিত্র | ফলাফল |
---|---|---|---|---|
২০০৬ | বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন | সবচেয়ে প্রতিজ্ঞাবদ্ধ অভিনেতা | জয়ী | |
২০১৩ | জি সিনে অ্যাওয়ার্ড | সেরা অভিনেতা | কাহানি | মনোনীত |
২০১৩ | স্ক্রীন অ্যাওয়ার্ড | সেরা সাপোর্টিং চরিত্র (পুরুষ) | কাহানি | মনোনীত |
তথ্যসূত্র
- "Parambrata"। Calcutta, India: www.telegraphindia.com। ২০০৮-০৬-২৪। সংগ্রহের তারিখ ২০০৮-১১-১২।
- "'Soumitrada overshadowed Uttam Kumar in Jhinder Bondi'"। Rediff.com। 29 Match 2012। সংগ্রহের তারিখ 22 April 2012। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=
(সাহায্য) - Nivas, Namita (মার্চ ২৩, ২০১২)। "I'm not thinking of future in Bollywood: Parambrata Chatterjee"। The Indian Express।
- Actor, Top (১৮ নভেম্বর ২০০৫)। "Direct action!"। The Telegraph। Calcutta, India। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০১২।
- "Who is Parambrata Chatterjee"। IBN Live। মার্চ ১৪, ২০১২।
- K Jha, Subhas (১৮ সেপ্টেম্বর ২০১২)। "Parambrata headed for Hollywood"। Times of India। Mumbai Mirror। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০১২।
- Nag, Kushali (৫ জানুয়ারি ২০০৮)। "Three boys & a babe"। The Telegraph। Calcutta, India। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০০৮।
- Workshop
- Sengupta, Reshmi (২০০৪-০৭-২১)। "Director's diary"। Calcutta, India: www.telegraphindia.com। সংগ্রহের তারিখ ২০০৮-১১-১২।
- Nag, Kushali (২০০৮-০৯-০৩)। "The return of the sleuth"। Calcutta, India: www.telegraphindia.com। সংগ্রহের তারিখ ২০০৮-১১-১২।
- "Parambrata Chatterjee's directorial next is political story 'Juddho Poristhiti'"। মুভিরিভিউজ।
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে পরমব্রত চট্টোপাধ্যায় সংক্রান্ত মিডিয়া রয়েছে। |