ভুবন মাঝি

ভুবন মাঝি ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত নাট্য-চলচ্চিত্র। ছবিটি রচনা ও পরিচালনা করছেন ফাখরুল আরেফিন খান। এটি তার পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। ছবিটিতে অভিনয় করেছেন কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায় ও বাংলাদেশের অপর্ণা ঘোষ। ১৯৭০ সাল থেকে ২০১৩ সালের কিছু সত্য ঘটনার ওপর ভিত্তি করে ছবির গল্প সাজানো হয়েছে।[1]

ভুবন মাঝি
ভুবন মাঝি চলচিত্রের পোস্টার
পরিচালকফাখরুল আরেফিন খান
রচয়িতাফাখরুল আরেফিন খান
শ্রেষ্ঠাংশে
সুরকারকালিকাপ্রসাদ ভট্টাচার্য
চিত্রগ্রাহকরানা দাশগুপ্ত
সম্পাদক
  • সাইফুল ফারদিন
  • পার্থ সারথি মদক
মুক্তি৩ মার্চ ২০১৭
দেশবাংলাদেশ
ভাষাবাংলা ভাষা

২০১৭ সালের ১ মার্চ ঢাকার স্টার সিনেপ্লেক্সে চলচ্চিত্রটির উদ্বোধনী প্রদর্শনী হয়[2] এবং ৩ মার্চ সারা বাংলাদেশে ১৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।[3][4]

কাহিনী সংক্ষেপ

চলচ্চিত্রটি একজন সাধারণ সংগ্রামী মানুষের জীবনে বিদ্রোহী হয়ে ওঠার গল্প। গল্পের শুরু ১৯৭০ সাল, শেষ ২০১৩। ১৯৭০ সালের নির্বাচনের অল্প কিছুদিন পূর্বে নহির গ্রাম থেকে কুষ্টিয়া শহরে ডিগ্রি পড়তে আসে। দেশজুড়ে নির্বাচন আর স্বাধীনতার আন্দোলন তাকে বিন্দুমাত্র বিচলিত করেনি। বরং চাচাত বোনের বান্ধবী ফরিদা বেগম আর থিয়েটার ছিল তার ধ্যান-জ্ঞান। কিন্তু ধীরে ধীরে স্বাধীনতা সংগ্রাম ও বাংলাদেশের জন্মের বহু ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়ে যায় সে। ১৯৭১ থেকে ২০১৩ সাল পর্যন্ত বিস্তৃত ইতিহাস ও প্রেম, বিদ্রোহ ও মানবিকতা, স্বাধীনতা ও সংস্কৃতি এসব নিয়ে গড়ে উঠেছে ভুবন মাঝির গল্প।

শ্রেষ্ঠাংশে

নির্মাণ

ভুবন মাঝি চলচ্চিত্রটি বাংলাদেশ সরকার এর অনুদান লাভ করার পর ২০১৬ সালের ১৯ জানুয়ারি ছবিটির মহরত হয়। ৪ ফেব্রুয়ারি থেকে ছবিটির শুটিং শুরু হয়।[5]

সঙ্গীত

ভুবন মাঝি চলচ্চিত্রের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন কালিকাপ্রসাদ ভট্টাচার্য। এই চলচ্চিত্র দিয়ে তার সঙ্গীত পরিচালনায় অভিষেক হয়।[6] ছবি মুক্তি পর ৭ মার্চ এক সড়ক দুর্ঘটনায় তিনি মারা গেলে ছবিটি তাকে উৎসর্গ করা হয়।[7] ছবিটিতে ছয়টি গান রয়েছে, যার গীত রচনা করেছেন কালিকাপ্রসাদ ভট্টাচার্য ও আকাশ চক্রবর্তী। এছাড়া দ্বিজেন্দ্রলাল রায় এর "ধনধান্য পুষ্পভরা" গানটিও এই ছবিতে ব্যবহৃত হয়েছে। গানে কণ্ঠ দিয়েছেন সপ্তর্ষি, পরমব্রত চট্টোপাধ্যায়, শিমুল ইউসুফ, বাপ্পা মজুমদার, পার্থ বড়ুয়া, বুশরা শাহরিয়ার, কোনাল, সালমা, ও সাব্বির।

গানের তালিকা

নং.শিরোনামলেখককণ্ঠশিল্পী(রা)দৈর্ঘ্য
১."আমি তোমারই নাম গাই"কালিকাপ্রসাদ ভট্টাচার্যসপ্তর্ষি৫:১৬
২."পদ্মা নদীর নৌকা ভিড়লো"আকাশ চক্রবর্তীপরমব্রত চট্টোপাধ্যায়২:৩৯
৩."ধনধান্য পুষ্পভরা"দ্বিজেন্দ্রলাল রায়শিমুল ইউসুফ, বাপ্পা মজুমদার, পার্থ বড়ুয়া, বুশরা শাহরিয়ার, কোনাল, সালমা, সাব্বির৩:৪৫

তথ্যসূত্র

  1. "মুক্তিযুদ্ধের 'ভুবন মাঝি' ছবিতে পরমব্রত"। এনটিভি অনলাইন।
  2. "'ভুবন মাঝি'র বিশেষ প্রদর্শনী"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২৬ ফেব্রুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০১৭
  3. আনিসুর (২ মার্চ ২০১৭)। "শুক্রবার মুক্তি পাচ্ছে দুই ছবি 'ভুবন মাঝি' ও 'মিসড কল'"দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০১৭
  4. "'মিসডকল' ৬৭ 'ভুবন মাঝি' ১৫!"বাংলা ট্রিবিউন। ৩ মার্চ ২০১৭। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০১৭
  5. "শুরু হলো 'ভুবন মাঝি'"দৈনিক প্রথম আলো
  6. হক, রুদ্র (৭ মার্চ ২০১৭)। "'ভুবন মাঝি' উৎসর্গ করা হলো কালিকাপ্রসাদকে"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০১৭
  7. "কালিকাপ্রসাদকে মুক্তিযুদ্ধের ছবি 'ভুবন মাঝি' উৎসর্গ"দৈনিক ভোরের কাগজ। ৭ মার্চ ২০১৭। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০১৭

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.