মামুনুর রশীদ

মামুনুর রশীদ (জন্ম: ফেব্রুয়ারি ২৯ ১৯৪৮) একজন প্রখ্যাত বাংলাদেশী নাট্যকার, অভিনেতা ও নাট্য পরিচালক। স্বাধীনতা উত্তর বাংলাদেশের মঞ্চ আন্দোলনের পথিকৃত। তার নাট্যকর্মে প্রখর সমাজ সচেতনতা লক্ষনীয়। শ্রেণী সংগ্রাম তার নাটকের এক গুরুত্বপূর্ণ বিষয়বস্তু। তিনি টিভির জন্যেও অসংখ্য নাটক লিখেছেন এবং অভিনয় করেছেন। বিভিন্ন সামাজিক ইস্যূ নিয়ে, শ্রেণী সংগ্রাম, ক্ষুদ্র জাতিসত্তা অধিকার আদায়ের নানা আন্দোলন নিয়ে নাটক রচনা ও নাট্য পরিবেশনা বাংলাদেশের নাট্য জগতে মামুনুর রশিদকে একটা আলাদা স্থান করে দিয়েছে।[1] মামুনুর রশিদ এর জন্ম ২৯ ফেব্রুয়ারী ।লিপইয়ার হওয়ায় দিনটি ৪ বছর পরপর আসে । নাট্যকলায় বিশেষ অবদানের জন্য ২০১২ সালে তিনি একুশে পদকে ভুষিত হন।[2][3][4]

মামুনুর রশীদ
রাজশাহী কলেজে মামুনুর রশীদ(ফেব্রুয়ারী, ২০১৭)
জন্ম (1948-02-29) ২৯ ফেব্রুয়ারি ১৯৪৮
ভাবনদত্ত, টাঙ্গাইল (ঘাটাইল উপজেলা)
পেশাঅভিনেতা, প্রযোজক, পরিচালক, নাট্যকার
কার্যকাল১৯৬৭–বর্তমান

প্রারম্ভিক জীবন

নাট্যজীবন

১৯৬৭ সালে তিনি তদানীন্তন পূর্ব পাকিস্তানে টেলিভিশনের জন্য নাটক লিখতে শুরু করেন যার বিষয়বস্তু ছিল মূলত পারিবারিক। সেসময় কমেডি নাটকও তিনি লিখতেন। নাট্যশিল্পের প্রতি তার প্রকৃত ভালবাসা শুরু হয় টাঙ্গাইলে তার নিজ গ্রামে যাত্রা ও লোকজ সংস্কৃতির সঙ্গে তার নিবিড় পরিচয়ের সূত্র ধরে। তার যাত্রার অভিনয় অভিজ্ঞতা তার নাট্যভাবনাকে খুবই প্রভাবিত করেছিল। ১৯৭১ সালে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে যোগ দেন এবং জড়িত হন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সঙ্গে। মুক্তিযুদ্ধকালীন তিনি তার প্রথম রচিত নাটক ‘পশ্চিমের সিঁড়ি’ কলকাতার রবীন্দ্রসদনে মঞ্চায়নের চেষ্টা করেন; কিন্তু তার আগেই ১৬ ডিসেম্বর দেশ স্বাধীনতা অর্জন করায়, নাটকটি আর তখন অভিনীত হয় নি। পরে নাটকটি ১৯৭২ সালে বাংলাদেশে অভিনীত হয়।[5] সেই সময়টাও তার নাট্যচর্চ্চায় প্রতিফলিত হয়েছে বিভিন্ন সময়ে। ১৯৭২ সালে কলকাতা থেকে স্বাধীন বাংলাদেশে ফিরে তিনি তৈরি করেন তার আরণ্যক নাট্যদল[6]

ব্যাক্তিগত জীবন

নাট্যকার

মামুনুর রশিদ স্বাধীনতা উত্তর বাংলাদেশের মঞ্চ আন্দোলনের পথিকৃত। তার নাট্যকর্মে প্রখর সমাজ সচেতনতা লক্ষনীয়। শ্রেণী সংগ্রাম তার নাটকের এক গুরুত্বপূর্ণ বিষয়বস্তু। তিনি টিভির জন্যে অসংখ্য নাটক লিখেছেন এবং অভিনয় করেছেন।

উল্লেখযোগ্য নাট্যকর্ম

বছর নাটক ভূমিকা পরিচালক সহশিল্পী নোট
১৯৭২পশ্চিমের সিঁড়িমঞ্চ নাটক
১৯৭৪গন্ধর্ব নগরীমঞ্চ নাটক
১৯৭৬ওরা কদম আলীমঞ্চ নাটক
১৯৮১ওরা আছে বলেইমঞ্চ নাটক
১৯৮৩ইবলিশমঞ্চ নাটক
১৯৮৪এখানে নোঙরমঞ্চ নাটক
১৯৮৫গিনিপিগমঞ্চ নাটক
১৯৮৬অববাহিকামঞ্চ নাটক
১৯৯১মানুষমঞ্চ নাটক
১৯৯৩পাথরমঞ্চ নাটক
১৯৯৪পাবলিকমঞ্চ নাটক
১৯৯৫জয় জয়ন্তীমঞ্চ নাটক
১৯৯৫লেবেদেফমঞ্চ নাটক
সংক্রান্তিমঞ্চ নাটক
১৯৯৭রাষ্ট্র বনামমঞ্চ নাটক
১৯৯৯সুন্দুরিবিপাশা হায়াতধারাবাহিক টিভি নাটক
১৯৮১এখানেই নোঙ্গরআসাদ, চম্পা, হানিফ সংকেতটিভি নাটক
১৯৯৯ইতি তোমার আমিআজিজুল হাকিম, আফসানা মীমটিভি নাটক
অর্পণইমপ্রেস টেলিফিল্মইভানা, প্রমিটেলিফিল্ম
২০০৪পুত্রদায়হানিফ সংকেতজাহিদ হাসান, শমী কায়ছারটিভি নাটক
২০১০ভঙ্গবঙ্গমঞ্চ নাটক
২০১৪অলসপুরপরিচালনামামুনুর রশীদচঞ্চল চৌধুরীধারাবাহিক টিভি নাটক

পুরস্কার

মামুনুর রশিদ নাট্যাঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য বিশেষ সম্মাননা পেয়েছেন। তাকে এ সম্মাননা প্রদান করেছে 'স্বপ্ন কুঁড়ি' নামের একটি সাহিত্য-সংস্কৃতিবিষয়ক সংগঠন। নাট্যজন মামুনুর রশিদ সত্যেন সেন সম্মাননা পদকে ভূষিত হয়েছেন।

তথ্যসূত্র

  1. "একজন মামুনূর রশীদ"বিবিসি বাংলা। সংগ্রহের তারিখ ০৫-১১-২০১১ এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  2. "মামুনুর রশীদ - বিষয়"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-২৬
  3. Team, Samakal Online। "প্রথম বাংলাদেশি মামুনুর রশীদ"সমকাল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-২৬
  4. "মামুনুর রশীদের একক অভিনয়"www.prothom-alo.com। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-২৬
  5. বুলবুল, বোরহান (২০১৪)। বাংলাদেশের নাটকে নিম্নবর্গ (১৯৭১-২০০০) (প্রথম সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ৮৭। আইএসবিএন 984-07-5180-৮ |আইএসবিএন= এর মান পরীক্ষা করুন: invalid character (সাহায্য)
  6. "নাট্যাঙ্গনে মামুনুর রশীদ"বিবিসি বাংলা। সংগ্রহের তারিখ ০৫-১১-২০১১ এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.