তারিক আনাম খান
তারিক আনাম একজন মঞ্চ ও টেলিভিশন অভিনেতা, তিনি বেশকিছু চলচ্চিত্রেও অভিনয় করেছেন। তিনি একজন মুক্তিযোদ্ধাও।[3]
তারিক আনাম খান | |
---|---|
![]() | |
জন্ম | [1] | ১০ মে ১৯৫৩
জাতীয়তা | বাংলাদেশী |
নাগরিকত্ব | বাংলাদেশী |
পেশা | অভিনেতা |
উচ্চতা | ৬ ফু ২ ইঞ্চি (১.৮৮ মি) |
দাম্পত্য সঙ্গী | নিমা রহমান (১৯৮৫-বর্তমান) |
সন্তান | ছেলে:আরিক আনাম খান দীপ্র |
পুরস্কার | জাতীয় চলচ্চিত্র পুরস্কার |
মঞ্চনাটক
তারিক আনাম ১৯৯০ সালের নাট্যকেন্দ্র নামে একটি নাটকদল প্রতিষ্ঠা করেন। অভিনয়ের পাশাপাশি নাট্যকেন্দ্র থেকে প্রযোজিত একাধিক নাটকের নির্দেশনা দিয়েছেন।[4]
চলচ্চিত্রসমূহ
সাল | চলচ্চিত্র | চরিত্র |
---|---|---|
১৯৮০ | ঘুড্ডি | তারিক |
১৯৮১ | লাল সবুজের পালা | মধু |
১৯৮৫ | সুরুজ মিয়া | সুরুজ মিয়া |
1997 | আমার ঘর আমার বেহেশত | |
২০০৪ | জয়যাত্রা | তরফদার |
২০০৬ | রানীকুঠির বাকি ইতিহাস | অতিথি চরিত্রে |
২০০৭ | মেড ইন বাংলাদেশ | ডিসি আখতার ঊদ্দিন খান |
আহা! | মল্লিক সাহেব | |
২০০৮ | দ্যা লাস্ট ঠাকুর | ঠাকুর |
২০১০ | জাগো | কোচ সফু |
২০১২ | ঘেটুপুত্র কমলা | জমিদার চৌধুরী হেকমত আলী |
২০১৪ | জোনাকির আলো | |
দেশা: দ্য লিডার | হাসান হায়দার | |
২০১৫ | জিরো ডিগ্রি | |
পদ্ম পাতার জল | শাহবাজ নেওয়াজ খান | |
রান আউট | সাদিক | |
অমি ও আইসক্রিমওয়ালা | ||
২০১৭ | ভালোবাসা এমনই হয় | |
আঁখি ও তার বন্ধুরা | ||
২০১৯ | আবার বসন্ত | |
নোলক | কাদের তালুকদার |
পুরস্কার ও মনোনয়ন
বছর | পুরস্কারের নাম | বিভাগ | নাটক | ফলাফল | সূত্র |
---|---|---|---|---|---|
১৯৯৯ | মেরিল-প্রথম আলো পুরস্কার | শ্রেষ্ঠ টিভি অভিনেতা (সমালোচক) | বিজয়ী | ||
২০১৬ | জাতীয় চলচ্চিত্র পুরস্কার | শ্রেষ্ঠ খল অভিনয়শিল্পী | দেশা: দ্য লিডার | বিজয়ী | [5] |
২০১৭ | মেরিল-প্রথম আলো পুরস্কার | শ্রেষ্ঠ টিভি অভিনেতা (সমালোচক) | মাধবীলতা গ্রহ আর না | মনোনীত | |
২০১৯ | আরটিভি স্টার অ্যাওয়ার্ড | ১ ঘণ্টার নাটক ও টেলিফিল্মে শ্রেষ্ঠ অভিনেতা - কেন্দ্রীয় চরিত্র | উবার | মনোনীত | [6] |
তথ্যসূত্র
- আইএমডিবি তে তারিক আনাম খানের বায়োগ্রাফি
- বিবিসি বাংলায় দেয়া সাক্ষাতকার
- "সাতক্ষীরা জেলাঃ এই যুদ্ধে অংশগ্রহণ করেন যারা"। ৫ এপ্রিল ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০১৯।
- দুই যুগে নাট্যকেন্দ্র: দৈনিক আমাদের সময়
- "জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৪ ঘোষণা"। দৈনিক জনকণ্ঠ। ঢাকা, বাংলাদেশ। ২৬ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৬।
- "৯ম আরটিভি স্টার এ্যাওয়ার্ড ২০১৯"। আরটিভি অনলাইন। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৯।
বহিঃসংযোগ
- ইন্টারনেট মুভি ডেটাবেজে তারিক আনাম খান (ইংরেজি)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.