তারিক আনাম খান

তারিক আনাম একজন মঞ্চটেলিভিশন অভিনেতা, তিনি বেশকিছু চলচ্চিত্রেও অভিনয় করেছেন। তিনি একজন মুক্তিযোদ্ধাও[3]

তারিক আনাম খান
জন্ম (1953-05-10) ১০ মে ১৯৫৩[1]
জাতীয়তাবাংলাদেশী
নাগরিকত্ববাংলাদেশী
পেশাঅভিনেতা
উচ্চতা ফু ২ ইঞ্চি (১.৮৮ মি)
দাম্পত্য সঙ্গীনিমা রহমান (১৯৮৫-বর্তমান)
সন্তানছেলে:আরিক আনাম খান দীপ্র
পুরস্কারজাতীয় চলচ্চিত্র পুরস্কার

মঞ্চনাটক

তারিক আনাম ১৯৯০ সালের নাট্যকেন্দ্র নামে একটি নাটকদল প্রতিষ্ঠা করেন। অভিনয়ের পাশাপাশি নাট্যকেন্দ্র থেকে প্রযোজিত একাধিক নাটকের নির্দেশনা দিয়েছেন।[4]

চলচ্চিত্রসমূহ

সালচলচ্চিত্রচরিত্র
১৯৮০ঘুড্ডিতারিক
১৯৮১লাল সবুজের পালামধু
১৯৮৫সুরুজ মিয়াসুরুজ মিয়া
1997 আমার ঘর আমার বেহেশত
২০০৪জয়যাত্রাতরফদার
২০০৬রানীকুঠির বাকি ইতিহাসঅতিথি চরিত্রে
২০০৭মেড ইন বাংলাদেশডিসি আখতার ঊদ্দিন খান
আহা!মল্লিক সাহেব
২০০৮দ্যা লাস্ট ঠাকুরঠাকুর
২০১০জাগোকোচ সফু
২০১২ঘেটুপুত্র কমলাজমিদার চৌধুরী হেকমত আলী
২০১৪জোনাকির আলো
দেশা: দ্য লিডারহাসান হায়দার
২০১৫জিরো ডিগ্রি
পদ্ম পাতার জলশাহবাজ নেওয়াজ খান
রান আউটসাদিক
অমি ও আইসক্রিমওয়ালা
২০১৭ভালোবাসা এমনই হয়
আঁখি ও তার বন্ধুরা
২০১৯আবার বসন্ত
নোলককাদের তালুকদার

পুরস্কার ও মনোনয়ন

বছর পুরস্কারের নাম বিভাগ নাটক ফলাফল সূত্র
১৯৯৯ মেরিল-প্রথম আলো পুরস্কার শ্রেষ্ঠ টিভি অভিনেতা (সমালোচক) বিজয়ী
২০১৬ জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ খল অভিনয়শিল্পী দেশা: দ্য লিডার বিজয়ী [5]
২০১৭ মেরিল-প্রথম আলো পুরস্কার শ্রেষ্ঠ টিভি অভিনেতা (সমালোচক) মাধবীলতা গ্রহ আর না মনোনীত
২০১৯ আরটিভি স্টার অ্যাওয়ার্ড ১ ঘণ্টার নাটক ও টেলিফিল্মে শ্রেষ্ঠ অভিনেতা - কেন্দ্রীয় চরিত্র উবার মনোনীত [6]

তথ্যসূত্র

  1. আইএমডিবি তে তারিক আনাম খানের বায়োগ্রাফি
  2. বিবিসি বাংলায় দেয়া সাক্ষাতকার
  3. "সাতক্ষীরা জেলাঃ এই যুদ্ধে অংশগ্রহণ করেন যারা"। ৫ এপ্রিল ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০১৯
  4. দুই যুগে নাট্যকেন্দ্র: দৈনিক আমাদের সময়
  5. "জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৪ ঘোষণা"দৈনিক জনকণ্ঠ। ঢাকা, বাংলাদেশ। ২৬ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৬
  6. "৯ম আরটিভি স্টার এ্যাওয়ার্ড ২০১৯"আরটিভি অনলাইন। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৯

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.