শহীদুজ্জামান সেলিম
শহীদুজ্জামান সেলিম (জন্ম: জানুয়ারি ৫) একজন বাংলাদেশী মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা এবং পরিচালক। তিনি প্রায় একশটির বেশি বাংলা টেলিভিশন নাটকে অভিনয় করেছেন। পাশাপাশি বেশকয়েকটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন তিনি।[1]
শহীদুজ্জামান সেলিম | |
---|---|
জন্ম | |
জাতীয়তা | বাংলাদেশ |
নাগরিকত্ব | বাংলাদেশী |
যেখানের শিক্ষার্থী | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় |
পেশা |
|
কার্যকাল | ১৯৯৩–বর্তমান |
দাম্পত্য সঙ্গী | রোজী সিদ্দিকী (বি. ১৯৯৩) |
পুরস্কার | জাতীয় চলচ্চিত্র পুরস্কার (২০১২) |
তিনি মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত মেড ইন বাংলাদেশ (২০০৬), রেদওয়ান রনি পরিচালিত চোরাবালি (২০১২), চাষী নজরুল ইসলাম পরিচালিত দেবদাস (২০১৩), জাহিদুর রহিম অঞ্জন পরিচালিত মেঘমল্লার (২০১৫) ইত্যাদী চলচ্চিত্রে অভিনয় করেন।
২০১২ সালে রেদওয়ান রনি পরিচালিত চোরাবালি চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।[2] এছাড়াও দুই দশক ধরে ছোট পর্দায় অবদানের জন্য তিনি মেরিল-প্রথম আলো পুরস্কার লাভ করেন।[3]
কর্মজীবন
ছাত্রজীবনে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন সময় শহীদুজ্জামান সেলিম যুক্ত হয়ে পড়েন নাট্য আন্দোলনের সাথে।[4] পরবর্তীতে ১৯৮৩ সালে তিনি ঢাকা থিয়েটারে মঞ্চ অভিনেতা হিসেবে যোগ দেন এবং বর্তমানকাল পর্যন্ত এই দলের অধীনে অনিয়মিতভাবে মঞ্চে অভিনয় করে আসছেন। এই থিয়েটার দলের সাথে তিনি বেশকিছু মঞ্চ নাটকে অভিনয় এবং নির্দেশনা দেন। মঞ্চে অভিনয়ের মাধ্যমে শহীদুজ্জামান সেলিমের অভিনয়ে হাতেখড়ি হলেও পরবর্তীকালে তিনি ছোটপর্দায় এবং বড়পর্দায় কাজ করেছেন।
১৯৮৯ সালে, বাংলাদেশ টেলিভিশনের জোনাকি জ্বলে নাটকে অভিনয়ের মধ্য দিয়ে তিনি ছোটপর্দায় পর্দায় অভিষেক ঘটান।[4] এরপর টেলিভিশন নাটকে নির্দেশনা দিতে শুরু করেন। তার পরিচালিত স্পর্শের বাইরে এবং রঙছুট ধারাবাহিক নাটক ছোটপর্দার দর্শক ও সমালোচকদের প্রশংসা অর্জন করেছে।[4]
ব্যক্তিগত জীবন
শহীদুজ্জামান সেলিম ডিসেম্বর ১৬, ১৯৯৩ সালে বাংলাদেশী মঞ্চ এবং টেলিভিশন অভিনেত্রী রোজী সিদ্দিকীকে বিয়ে করেন।[5][6][7] তাদের দুইটি মেয়ে রয়েছে।
চলচ্চিত্র তালিকা
![]() |
মুক্তি প্রতিক্ষিত চলচ্চিত্র উল্লেখ করে |
বছর | চলচ্চিত্র | চরিত্র | টীকা |
---|---|---|---|
২০০৬ | মেড ইন বাংলাদেশ | নওশাদ | [8] |
২০০৯ | চন্দ্র গ্রহণ | ইসমাইল ড্রাইভার | [9] |
২০১২ | চোরাবালি | আলী ওসমান | [10] |
২০১৩ | দেবদাস | চুনিলাল | [11] |
২০১৫ | মেঘমল্লার | নূরুল হুদা | |
২০১৫ | পদ্ম পাতার জল | সরফরাজ | |
২০১৫ | সুলতানা বিবিয়ানা | [12] |
টেলিভিশন ধারাবাহিক
টেলিভিশন খণ্ড নাটক
টেলিভিশন ধারাবাহিক
- সামান্তা[13]
পুরস্কার এবং মনোনয়ন
আরো দেখুন
পাদটীকা
- "Satisfying The Creative Urge"। news.priyo.com। ফেব্রুয়ারি ১১, ২০১২। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মার্চ ১৫, ২০১৫।
- "জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা"। দৈনিক প্রথম আলো। ৭ ফেব্রুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০১৭।
- "আজীবন সম্মাননা পেলেন ফিরোজা বেগম"। www.prothom-alo.com। ২৯ এপ্রিল ২০১১।
সেরা টিভি অভিনয়শিল্পী (পুরুষ) হয়েছেন শহীদুজ্জামান সেলিম। ‘কাঁটা’ নাটকে অভিনয়ের জন্য তিনি এ পুরস্কার পান।
- "জন্মদিন: শহীদুজ্জামান সেলিম"। দৈনিক ইত্তেফাক। জানুয়ারি ৩, ২০১৩। সংগ্রহের তারিখ মার্চ ১৫, ২০১৫।
- "Conversation with Rosy Siddiqui"। news.priyo.com। মার্চ ৩, ২০১২। ২৯ সেপ্টেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মার্চ ১৫, ২০১৫।
I married actor Shahiduzzaman Selim in December 1993
- "শহীদুজ্জামান সেলিম: জীবনী"। আইএমডিবি। সংগ্রহের তারিখ মার্চ ১৫, ২০১৫।
- "শহীদুজ্জামান সেলিম"। priyo.com। ১১ সেপ্টেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মার্চ ১৬, ২০১৫।
- "মেড ইন বাংলাদেশ"। আইএমডিবি। সংগ্রহের তারিখ মার্চ ১৫, ২০১৫।
- "চন্দ্র গ্রহণ"। আইএমডিবি। সংগ্রহের তারিখ মার্চ ১৫, ২০১৫।
- "চোরাবালি"। আইএমডিবি। সংগ্রহের তারিখ মার্চ ১৫, ২০১৫।
- "দেবদাস"। আইএমডিবি। সংগ্রহের তারিখ মার্চ ১৫, ২০১৫।
- "খল চরিত্রে আবার"। দৈনিক প্রথম আলো। ফেব্রুয়ারি ১০, ২০১৫। সংগ্রহের তারিখ মার্চ ১৬, ২০১৫।
- "Shahiduzzaman Selim's Eid ventures"। dhakamirror.com। আগস্ট ৬, ২০১১। সংগ্রহের তারিখ মার্চ ১৫, ২০১৫।
- খায়রুল আমিন (ফেব্রুয়ারি ১৯, ২০১৪)। "Shahiduzzaman Selim directs detective serial"। news.priyo.com। ১৭ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মার্চ ১৫, ২০১৫।
- "'Dokshinayoner Din' tonight"। news.priyo.com। মার্চ ২৯, ২০১২। ১৭ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মার্চ ১২, ২০১৫।
- রাফাত জেরিন (জানুয়ারি ২৬, ২০১২)। "The gifted actor "Shahiduzzaman Selim""। news.priyo.com। ১৭ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মার্চ ১৫, ২০১৫।
- "Serial 'Priyo' tonight"। news.priyo.com। মার্চ ১৩, ২০১২। ২০ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মার্চ ১২, ২০১৫।
- "যত কাণ্ড নেপালে!"। দৈনিক প্রথম আলো। জুন ২২, ২০১৩। সংগ্রহের তারিখ মার্চ ১৬, ২০১৫।
- "Shahiduzzaman Selim juggles four wives"। dhakatribune.com। জুন ১৯, ২০১৪। সংগ্রহের তারিখ মার্চ ১৫, ২০১৫।
- "Shahiduzzaman Selim and Farhana Mili pair up in tele-drama 'Boxer Kobi'"। দ্যা ইন্ডিপেন্ডেন্ট। জানুয়ারি ১০, ২০১৪। সংগ্রহের তারিখ মার্চ ১৫, ২০১৫।
- "Selim shares Eid schedule"। dhakamirror.com। আগস্ট ১৫, ২০১২। সংগ্রহের তারিখ মার্চ ১৫, ২০১৫।
- হাফিজ মামা' (অক্টোবর ২২, ২০১৩)। "হাফিজ মামা"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ মার্চ ১৬, ২০১৫।
- "অপেক্ষা শুধু বর্ষণের"। দৈনিক প্রথম আলো। আগস্ট ২, ২০১৪। সংগ্রহের তারিখ মার্চ ১৬, ২০১৫।
- "দস্যি মেয়ে মৌটুসি"। দৈনিক প্রথম আলো। সেপ্টেম্বর ২২, ২০১৪। সংগ্রহের তারিখ মার্চ ১৬, ২০১৫।
- "অ্যাসাইনমেন্ট"। দৈনিক প্রথম আলো। আগস্ট ২, ২০১৪। সংগ্রহের তারিখ মার্চ ১৬, ২০১৫।
- "শহীদুজ্জামান সেলিমের 'একঝাঁক মৃত জোনাকি'"। দৈনিক প্রথম আলো। জানুয়ারি ১৪, ২০১৫। সংগ্রহের তারিখ মার্চ ১৬, ২০১৫।