হেলাল খান

হেলাল খান একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা এবং প্রযোজক। তার প্রথম চলচ্চিত্র ছিল প্রিয় তুমি (১৯৯৫)। তিনি তার কর্মজীবনে ৫০টিরও বেশি ছবিতে কাজ করেছেন। খান ২০০২ এবং ২০০৩ সালে দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন

হেলাল খান
জন্ম২৫ নভেম্বর
বেণী বাজার, সিলেট, বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
পেশাঅভিনেতা, চলচ্চিত্র পরিচালক, চলচ্চিত্র প্রযোজক
কার্যকাল১৯৯৪-বর্তমান
উল্লেখযোগ্য কর্ম
জুয়ারি, হাসন রাজা
পুরস্কারজাতীয় চলচ্চিত্র পুরস্কার (২ বার)

চলচ্চিত্রের তালিকা

  • প্রিয় তুমি
  • বাজিগর
  • সাগরিকা
  • আশা আমার আশা
  • হাসন রাজা
  • মমতাজ
  • জুয়ারী
  • গুরু ভাই
  • কুখ্যাত খুনি
  • নাকফুল
  • আপসহীন

নাটক লেইট মেরেজ নাটক মেঘের অনেক রং নাটক প্রানের ময়না

পুরস্কার এবং অর্জনসমূহ

বছর পুরস্কার বিভাগ চলচিত্র ফলাফল
২০০২ জাতীয় চলচিত্র পুরস্কার সেরা প্রযোজক  হাছন রাজা বিজয়ী
২০০৩ জাতীয় চলচিত্র পুরস্কার সেরা খল অভিনেতা জুয়ারী বিজয়ী

তথ্যসূত্র

    বহিঃসংযোগ

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.