ইলিশিয়াম থিয়েটার

ইলিশিয়াম থিয়েটার ১৮৮৮ সালে ঢাকায় প্রতিষ্ঠিত একটি নাট্যদল[1]বাংলাপিডিয়া হতে প্রাপ্ত তথ্যমতে এটিই বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম নাট্যদল।

ইতিহাস

উনিশ শতকের দ্বিতীয়ার্ধে গঠিত এই দলের প্রতিষ্ঠাতা ছিলেন কৃষ্ণকিশোর বসাক এবং জগন্নাথ কলেজের অধ্যক্ষ কুঞ্জলাল নাগ ছিলেন এই দলটির পরিচালক[2]দীনবন্ধু মিত্র রচিত "নীলদর্পণ" নাটক মঞ্চস্থ করায় ইংরেজ সরকার নাটকের বিশেষ কিছু অংশের অভিনয় সম্পর্কে আপত্তি জানায় এবং অভিনয় নিয়ন্ত্রণ আইন প্রয়োগ করে এই নাটকটির অভিনয় বন্ধ করে দেয়; ফলে কালক্রমে এই নাট্যদলটি ভেঙে যায়[1]

আরও দেখুন

তথ্যসূত্র

বহি:সংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.