পরাণ বন্দ্যোপাধ্যায়

পরাণ বন্দ্যোপাধ্যায় (English: Paran Bandopadhyay) [lower-greek 1] ভারতীয় বাংলা চলচ্চিত্রের একজন খ্যাতনামা শিল্পী। তিনি বাংলায় অনেক চলচ্চিত্রে অভিনয় করেছেন। সন্দীপ রায় পরিচালিত সত্যজিৎ রায়-এর গল্পের ওপর ভিত্তি করে নির্মিত যেখানে ভূতের ভয় [1] চলচ্চিত্রে তিনি তাড়িনীখুড়ো চরিত্রে অভিনয় করেছেন [2] । এছাড়া তিনি জি বাংলার জনপ্রিয় কমেডি অনুষ্ঠান মীরাক্কেলের [lower-greek 2]) একজন নিয়মিত বিচারক। বর্তমানে তিনি জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক বয়েই গেলোতে অভিনয় করছেন।[3]

পরাণ বন্দ্যোপাধ্যায়
পরাণ বন্দ্যোপাধ্যায়
জাতীয়তা ভারতীয়
অন্যান্য নামপরাণ ব্যানার্জী
পেশাঅবসরপ্রাপ্ত পশ্চিমবঙ্গের সরকারি চাকুরে ও অভিনয়শিল্পী

প্রথম জীবন

পরান বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের যশোরে জন্মগ্রহণ করেন। তিনি খুব কমবয়সে মাতৃহারা হন এবং তার বাবা তাকে ছেড়ে চলে যান। এরপর তিনি তার পিসির মাধ্যমে বড় হন। তার সাথেই দমদম কলকাতায় পরাণ বন্দ্যোপাধ্যায় তার শৈশব অতিবাহিত করেন। সেখানে তিনি ছোট-খাটো নাটকে অভিনয় করতেন। ১৯৬২ সালে তিনি পশ্চিম বাংলার পিডব্লিউ রোডে কাজ করা শুরু করেন। [4]

চলচ্চিত্র জীবন

২০০০ সালে পরাণ বন্দ্যোপাধ্যায় চাকরি থেকে অবসর গ্রহণ করেন। তারপর থেকে ২০১০ সাল পর্যন্ত তিনি প্রায় ৩৫টি বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন। এরমধ্যে বিখ্যাত কিছু ছবি যেমন ভূতের ভবিষ্যত, নোবেল চোর উল্লেখযোগ্য।

চলচ্চিত্র

বছরচলচ্চিত্রপরিচালকসহশিল্পীপ্রযোজক
২০১৯পূর্ব পশ্চিম দক্ষিণরাজর্ষী দেআরিয়ান ভৌমিক, রাজেশ শর্মা, কমলেশ্বর মুখোপাধ্যায়জিও স্টুডিও
২০১৪বাদশাহী আংটি[5] সন্দীপ রায়সৌরভ দাস, আবীর চট্টোপাধ্যায়, রজতাভ দত্তশ্রী ভেঙ্কটেশ ফিল্মস
২০১৪চারসন্দীপ রায়শাশ্বত চট্টোপাধ্যায়, শ্রীলেখা মিত্রশ্রী ভেঙ্কটেশ ফিল্মস, সুরিন্দার ফিল্মস
২০১৩ছায়াময়হারানাথ চক্রবর্তীগৌরব চক্রবর্তী, সব্যসাচী চক্রবর্তীরোজভ্যালি ফিল্মস
২০১৩গয়নার বাক্সঅপর্ণা সেনকঙ্কনা সেন শর্মা, শাশ্বত চট্টোপাধ্যায়, মৌসুমী চট্টোপাধ্যায়, শ্রাবন্তীশ্রী ভেঙ্কটেশ ফিল্মস
২০১৩প্রলয় (চলচ্চিত্র)রাজ চক্রবর্তীপরমব্রত চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তীশ্রী ভেঙ্কটেশ ফিল্মসরাজ চক্রবর্তীস প্রোডাকশনস্‌
২০১৩কিডন্যাপার
২০১২যেখানে ভূতের ভয়সন্দীপ রায়আবীর চট্টোপাধ্যায় ও আরো অনেকেশ্রী ভেঙ্কটেশ ফিল্মসসুরিন্দার ফিল্মস
২০১২ভূতের ভবিষ্যত[6]অনীক দত্তস্বস্তিকা মুখোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, শ্রীলেখা মিত্র ও আরো অনেকে
২০১২নোবেল চোরমিঠুন চক্রবর্তী ও আরো অনেকে
২০১১চলো পটল তুলি
২০১১বিন্দাস প্রেম
২০১১রয়েল বেঙ্গল রহস্যসন্দীপ রায়সব্যসাচী চক্রবর্তী (ফেলুদা) ও আরো অনেকেশ্রী ভেঙ্কটেশ ফিল্মস
২০১১গোঁসাইবাগানের ভূতনীতীশ রায়
২০১০দ্য জাপানিজ ওয়াইফরাইমা সেন ও আরো অনেকে
২০১০শোনো মন বলি তোমায়
২০১০টিনটোরেটোর যিশুসন্দীপ রায়সব্যসাচী চক্রবর্তী (ফেলুদা), পরমব্রত চট্টোপাধ্যায় (তোপসে) ও আরো অনেকে
২০০৮হচ্ছেটা কি?
২০০৬ভালবাসার অনেক নামতরুণ মজুমদার
২০০৩বোম্বাইয়ের বোম্বেটেসন্দীপ রায়সব্যসাচী চক্রবর্তী (ফেলুদা), পরমব্রত চট্টোপাধ্যায় (তোপসে) ও আরো অনেকে
২০০২মন্দ মেয়ের উপাখ্যান
২০০১দেখা

তথ্যসূত্র

  1. "Paran Bandopadhyay profile"। Bengali Movies। ২২ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১২
  2. "Tarini Khuro's screen saga"Times of India। ৭ জুন ২০১২। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১২
  3. "জম্পেশ টিভি ধারাবাহিক"। ২৮ জানুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ 01 August 2013 এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  4. "Paran Bandopadhyay, 70"http://www.harmonyindia.org/। ২১ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১২ |প্রকাশক= এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)
  5. "Abir to play Feluda in Badshahi Angti adaptation"দ্য টাইমস অব ইন্ডিয়া। ২০১৪। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০১৩
  6. "Bhooter Bhobishyot review Comedy of no errors"Deccan Herald। ১৪ জুন ২০১২। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১২

কিছু কথা

  1. Spelling according to Times of India and Telegraph, Calcutta. We'll follow this spelling.
  2. Spelling according to Zee Bangla website

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.