শাশ্বত চট্টোপাধ্যায়

শাশ্বত চট্টোপাধ্যায় (অপু নামে সমধিক পরিচিত) ভারতীয় বাংলা চলচ্চিত্র এবং টেলিভিশনের একজন উজ্জ্বল তারকা। তার পিতা বিখ্যাত অভিনেতা শুভেন্দু চট্টোপাধ্যায়। তিনি সমরেশ মজুমদারের কালপুরুষ উপন্যাসের ওপর ভিত্তি করে শৈবাল মিত্র কর্তৃক নির্মিত ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে এ জগতে প্রবেশ করেন।[2] সন্দীপ রায়ের পরিচালনায় ফেলুদা ধারাবাহিকে তিনি তপেশ চরিত্রে অভিনয়ের মাধ্যমে বিখ্যাত হন। ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত সুজয় ঘোষের বিখ্যাত চলচ্চিত্র কাহানির মাধ্যমে তিনি খ্যাতির শিখরে আরোহণ করেন। এতে তিনি খুনী 'বব বিশ্বাস'-এর চরিত্রে অভিনয় করেন। এই চলচ্চিত্রে তার অভিনয় মোগাম্বো এবং গব্বর সিং-এর সাথে তুলনা করা হয়। এতে অভিনয়ের ফলে তিনি আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র আকাদেমি পুরষ্কার (আইআইএফএ)-এর জন্য মনোনিত হন (খলনায়ক হিসেবে)। মেঘে ঢাকা তারা চলচ্চিত্রে তার অভিনয় সর্বত্র প্রশংসিত হয়। এখানে তিনি ঋত্বিক ঘটকের চরিত্রে অভিনয় করেন। এটি বর্তমান সময়ের অন্যতম প্রশংসিত ছবি।

শাশ্বত চট্টোপাধ্যায়
জন্ম
শাশ্বত চট্টোপাধ্যায়

১৯শে ডিসেম্বর, ১৯৭০[1]
কলকাতা, পশ্চিম বাংলা, ভারত
পেশাঅভিনেতা
কার্যকাল১৯৯৫-বর্তমান
দাম্পত্য সঙ্গীড. মহুয়া চট্টোপাধ্যায়
পিতা-মাতাসুব্যেন্দু চট্টোপাধ্যায়

প্রথম জীবন

শাশ্বত ১৯শে ডিসেম্বর, ১৯৭০ সালে জন্মগ্রহণ করেন।[3] শৈশব থেকেই তিনি থিয়েটার এবং অন্যান্য অভিনয় দেখতে পছন্দ করতেন। তিনি আয়নার সামনে অভিনয়ও করতেন। পিতা শুভেন্দু চট্টোপাধ্যায় কখনোই শাশ্বতকে কোন বিষয়ে চাপ দেননি। তিনি নিজেই অভিনয়কে পেশা হিসেবে নির্বাচন করেন।

ব্যক্তিজীবন

শাশ্বত কলকাতায় বাস করেন। তিনি স্কুলশিক্ষিকা মহুয়াকে বিয়ে করেন। এই দম্পতির এক কন্যা রয়েছে।[4]

অভিনয় জীবন

তিনি শৈবাল মিত্রের ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে এই ভুবনে প্রবেশ করেন।[2] সন্দীপ রায়ের ফেলুদায় তোপসের চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি জনপ্রিয়তা লাভ করেন। ধীরে ধীরে তিনি আরো জনপ্রিয় হয়ে উঠতে থাকেন।[5] ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত তুমুল জনপ্রিয় চলচ্চিত্র কাহানিতে অভিনয় করে তিনি সারা ভারত জুড়ে বিখ্যাত হন। এখানে তার বিপরীতে অভিনয় করেন বিদ্যা বালান। এই চলচ্চিত্রে তিনি ঠান্ডা মাথার খুনীর চরিত্রে অভিনয় করেন। বব বিশ্বাস নামক এই চরিত্র সম্পর্কে তিনি বলেনঃ

এই চরিত্রটি ফেসবুক এবং টুইটারেও জনপ্রিয় হয়। ববের চরিত্রকে মাথায় রেখে একটি উপন্যাসও তৈরি হচ্ছে।[6]

১৪ই জুন, ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র মেঘে ঢাকা তারা অত্যন্ত বিখ্যাত হয়। কমলেশ্বর বন্দ্যোপাধ্যায়-এর পরিচালনায় এই চলচ্চিত্রে তিনি বিখ্যাত পরিচালক ঋত্বিক ঘটকের চরিত্রে অভিনয় করেন। এই চলচ্চিত্রে তৎকালীন সমাজের সামাজিক-রাজনৈতিক বিভিন্ন ব্যাপার অত্যন্ত নিপুণভাবে তুলে ধরা হয়েছে। এতে তিনি নীলকন্ঠ বাগচীর চরিত্রে (মুখ্য চরিত্র) অভিনয় করেন। তিনি এই চরিত্রে নিজেকে সাবলীলভাবে উপস্থাপনের উদ্দেশ্যে তার অনেক চলচ্চিত্র এবং প্রামাণ্যচিত্র দেখেছেন।[7] একটি ইন্টারভিউয়ে তিনি বলেন যে এই চরিত্রে অভিনয়ের জন্য তিনি এত পরিশ্রম করেছিলেন যে নিজের স্ত্রীর সাথেও কথা বলতে অসুবিধায় পড়তেন।[8]

অভিনয়

সালচলচ্চিত্রপরিচালকসহশিল্পীচরিত্রের নামপ্রযোজনা
২০১৮আসছে আবার শবরঅরিন্দম শীলইন্দ্রনীল সেনগুপ্ত, গৌরব চক্রবর্তী, লোতিকা চট্টোপাধ্যায় সহ আরো অনেকেশবর দাশগুপ্তশ্রী ভেঙ্কটেশ ফিল্মস
২০১৬ঈগলের চোখ অরিন্দম শীলজয়া আহসান, পায়েল সরকার, জুন মালিয়া সহ আরো অনেকেশবর দাশগুপ্তশ্রী ভেঙ্কটেশ ফিল্মস
২০১৫এবার শবরশবর দাশগুপ্ত
২০১৪চারসন্দীপ রায়পরাণ বন্দ্যোপাধ্যায়ডাক্তারশ্রী ভেঙ্কটেশ ফিল্মসসুরিন্দার ফিল্মস
২০১৪বাড়ি তার বাংলারূপচাঁদ সেন
২০১৪বঙ্কু বাবুবঙ্কু বাবু
২০১৩আবর্ত
২০১৩তিয়াশা
২০১৩সি/ও স্যারসব্যসাচী চক্রবর্তী, সুদিপ্তা চক্রবর্তীজয়ব্রত রায়
২০১৩প্রলয় (চলচ্চিত্র)রাজ চক্রবর্তীপরমব্রত চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তীশ্রী ভেঙ্কটেশ ফিল্মসরাজ চক্রবর্তীস প্রোডাকশনস
২০১৩আশ্চর্য প্রদীপঅনীক দত্তরজতাভ দত্ত, শ্রীলেখা মিত্র, মুমতাজ সরকারঅনিলাভ গুপ্তব্রান্ড ভ্যালু কমিউনিকেশনস
২০১৩গয়নার বাক্সঅপর্ণা সেনকঙ্কনা সেনশর্মা, পরাণ বন্দ্যোপাধ্যায়শ্রী ভেঙ্কটেশ ফিল্মস
২০১৩নামতে নামতেরজতাভ দত্তরানা দত্ত
২০১৩ডামাডোলসমদর্শী দত্ত, সাহেব ভট্টাচার্য
২০১৩মেঘে ঢাকা তারাকমলেশ্বর মুখোপাধ্যায়অনন্যা চট্টোপাধ্যায়নীলকণ্ঠ বাগচীশ্রী ভেঙ্কটেশ ফিল্মস
২০১২যেখানে ভূতের ভয়সন্দীপ রায়পরাণ বন্দ্যোপাধ্যায়প্রদীপ সরকারশ্রী ভেঙ্কটেশ ফিল্মসসুরিন্দার ফিল্মস
২০১২বালুকাবেলা ডট কমপার্থ সেনরুদ্রনীল ঘোষসুবিমল দত্তগুপ্ত
২০১২ল্যাপটপকৌশিক গাঙ্গুলিঅনন্যা চট্টোপাধ্যায়, অপরাজিতা আঢ্য, রাহুল বসুঅরুন মুখার্জি
২০১২ভূতের ভবিষ্যৎঅনীক দত্তস্বস্তিকা মুখোপাধ্যায়, পরাণ বন্দ্যোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তীহাতকাটা কার্তিক
২০১২আবার ব্যোমকেশঅঞ্জন দত্তআবীর চট্টোপাধ্যায়অজিত বন্দ্যোপাধ্যায়
২০১২কাহানিসুজয় ঘোষবিদ্যা বালানবব বিশ্বাস
২০১২নোবেল চোরমিঠুন চক্রবর্তীহরি
২০১২ভালবাসা অফ রুটে
২০১২গোড়ায় গন্ডগোল
২০১১দ্য ফরলোর্ন (স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র)ড. সম্বিত চ্যাটার্জি
২০১১রঙ মিলান্তিদ্বীপজয় মিত্র/অনুপম ঘটক
২০১১গোঁসাইবাগানের ভূতভেলু ডাক্তার
২০১১উড়ো চিঠিমনীশ
২০১১গেট টু গেদার
২০১০ব্যোমকেশ বক্সীঅঞ্জন দত্তআবীর চট্টোপাধ্যায়অজিত বন্দ্যোপাধ্যায়
২০০৯চৌরাস্তা ক্রসরোড অফ লাভ
২০০৯ক্রস কানেকশানস্বপ্নীল বসু
২০০৮চলো লেটস গোঅসীম
২০০৭দ্য বং কানেকশানভাই-দা
২০০৭শুধু তোমার জন্য
২০০৬দোসর
২০০৬তিন ইয়ারি কথা
২০০৫কর্কট রাশি (টিভি)প্রফেসর
২০০৪আবার আসিব ফিরে
২০০৪তিন এক্কে তিনতিনকড়ি
২০০৩আবার অরণ্যশাশ্বত বন্দ্যোপাধ্যায়
২০০২আমার ভুবননূর
২০০০শেষ ঠিকানা
১৯৯৯খেলাঘর
১৯৯৯তুমি এলে তাই
১৯৯৯জাহাঙ্গীরের স্বর্নমুদ্রাসন্দীপ রায়সব্যসাচী চক্রবর্তী, বিভূ ভট্টাচার্য, রঞ্জিত মল্লিকতোপসে
১৯৯৮আত্মজা
১৯৯৬নয়নতারা
১৯৯৬বাক্স রহস্যসন্দীপ রায়সব্যসাচী চক্রবর্তী, রবি ঘোষতোপসে

পুরষ্কার ও মনোনয়ন

পুরষ্কার

  • দ্য ফোরলোর্ন চলচ্চিত্রের জন্য 'ইমফ্যাল আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব (২০১২)-শ্রেষ্ঠ সহযোগী অভিনেতা
  • ব্যোমকেশ বক্সী চলচ্চিত্রের জন্য জি বাংলার গৌরব (২০১১)-শ্রেষ্ঠ সহযোগী অভিনেতা (চলচ্চিত্র)
  • বিএফজেএ (২০০৩)-শ্রেষ্ঠ সহযোগী অভিনেতা পুরষ্কার
  • আনন্দলোক অ্যাওয়ার্ড (১৯৯৮)-বিশেষ জুরি পুরষ্কার

মনোনয়ন

  • কাহানি চলচ্চিত্রের জন্য জি সিনে অ্যাওয়ার্ড (২০১২)-শ্রেষ্ঠ খলনায়ক
  • কাহানি চলচ্চিত্রের জন্য স্টারডাস্ট অ্যাওয়ার্ড (২০১২)-শ্রেষ্ঠ খলনায়ক
  • কাহানি চলচ্চিত্রের জন্য আইআইএফএ অ্যাওয়ার্ড (২০১২)-খারাপ চরিত্রে অভিনয়ের জন্য

তথ্যসূত্র

  1. Firstpost.Bollywood (২৭ মার্চ ২০১২)। "Bob Biswas : I even scared my wife"। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০১২
  2. The Telegraph (৯ জুন ২০১১)। "A Director's Actor"। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১১
  3. IANS (৫ জুলাই ২০০৭)। "Bengali actor Subhendu Chatterjee dead"। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০০৯
  4. "Bob Biswas gets even bigger"। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০১৩
  5. Trans World Features (২২ জানুয়ারি ২০০৮)। "The legend of Feluda"। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০০৯
  6. "Kahaani's Bob Biswas a rage on FB, Twitter"। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০১৩
  7. "Ritwik Ghatak Meghe Dhaka Tara"Telegraph, Calcutta। ১৬ জুন ২০১২। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০১৩
  8. "A few scenes of Meghe Dhaka Tara gave me jitters: Saswata Chatterjee"The Times of India। ৪ জুন ২০১৩। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০১৩

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.