অঞ্জন দত্ত

বাংলা গান এর জগতে অঞ্জন দত্ত একজন জনপ্রিয় শিল্পী। জীবনমুখী গান নামে বাংলা গান এর যে ধারা প্রচলিত, অঞ্জন দত্ত সেই ধারার গান লেখেন, সুর করেন এবং গেয়ে থাকেন। তার ছেলেবেলা কেটেছে দার্জিলিং-এ। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে মাস্টারস্‌ করেছেন। তার গান এর সহজবোধ্যতা সবাই কে আকৃষ্ট করে। তার ছেলেবেলার কথা তার গান এ ভীষণভাবে ফুটে উঠেছে। তার সবচাইতে জনপ্রিয় গান '2441139'। তিনি চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং চলচ্চিত্র পরিচালনাও করেছেন। তার পরিচালিত একটি ছবির নাম হল দ্য বঙ কানেকশন। সমসামায়িক অঞ্জন দত্তের একটা ছবি হল "রঞ্জনা আমি আর আসবনা"।

অঞ্জন দত্ত
অঞ্জন দত্ত
প্রাথমিক তথ্য
জন্ম (1953-01-19) জানুয়ারি ১৯, ১৯৫৩
কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত
পেশাশহুর লোক, বাংলা আধুনিক, অভিনেতা, পরিচালক
কার্যকাল১৯৮১-বর্তমান

অঞ্জন দত্ত'র গানের এ্যালবাম

  • ০১. শুনতে কি চাও? - ১৯৯৪
  • ০২. পুরোনো গিটার -১৯৯৫
  • ০৩. ভালবাসি তোমায় - ১৯৯৬
  • ০৪. কেউ গান গায় - ১৯৯৭
  • ০৫. প্রিয় বন্ধু (বাংলাদেশে "গানে গানে ভালবাসা" শিরোনামে মুক্তিপ্রাপ্ত; অঞ্জন দত্ত, নিমা রহমান ও পরশপাথর) - ১৯৯৮
  • ০৬. চলো বদলাই - ১৯৯৮
  • ০৭. হ্যালো বাংলাদেশ - ১৯৯৯
  • ০৮. কলকাতা-১৬ - ১৯৯৯
  • ০৯. Bandra Blues (ইংরেজি এ্যালবাম) - ২০০০
  • ১০. অসময় - ২০০০
  • ১১. রং পেন্সিল - ২০০১
  • ১২. অনেকদিন পর (অঞ্জন দত্ত ও কবির সুমন) - ২০০৪
  • ১৩. ইচ্ছে করেই একসাথে (অঞ্জন দত্ত ও বাপ্পা মজুমদার) - ২০০৫
  • ১৪. The Bong Connection (ছায়াছবির গান) - ২০০৭
  • ১৫. আমি আর গদদ (নীল দত্ত ও অঞ্জন দত্ত) - ২০০৭
  • ১৬. আবার পথে দেখা (অঞ্জন দত্ত, বাপ্পা মজুমদার ও এস, আই টুটুল) - ২০০৭
  • ১৭. ঊনষাট -২০১৪

পরিচালিত ছবি

  • ০১. বড়দিন - ১৯৯৮
  • ০২. বো ব্যারাকস ফরএভার - ২০০৪
  • ০৩. কলকাতা - ২০০৫
  • ০৪. দ্য বঙ কানেকশন - ২০০৬
  • ০৫. চলো, লেটস গো! - ২০০৮
  • ০৬. চৌরাস্তা ক্রসরোডস অফ লাভ - ২০০৯
  • ০৭. ম্যাডলি বাঙ্গালী - ২০০৯
  • ০৮. ব্যোমকেশ বক্সী - ২০১০
  • ০৯. রঞ্জনা আমি আর আসবোনা- ২০১১
  • ১০. আবার ব্যোমকেশ - ২০১২
  • ১১. দত্ত ভার্সেস দত্ত - ২০১২
  • ১২. গণেশ টকিস - ২১ জুন, ২০১৩
  • ১৩. শেষ বলে কিছু নেই - ২০১৪
  • ১৪. ব্যোমকেশ- ২০১৫
  • ১৫. ব্যোমকেশ ও চিড়িয়াখানা - ২০১৬
  • ১৬. হেমন্ত - ২০১৬
  • ১৭. ব্যোমকেশ ও অগ্নিবাণ - ২০১৭

তথ্যসূত্র

    বহিঃসংযোগ

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.