মিমি চক্রবর্তী

মিমি চক্রবর্তী (জন্ম: ১১ ফেব্রুয়ারি ১৯৮৯) হলেন একজন ভারতীয় বাংলা চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী।[1][3][4] গানের ওপারে ধারাবাহিকের 'পুপে' চরিত্রের মাধ্যমে সবার চোখে আসেন।[2]

মিমি চক্রবর্তী
মিমি চক্রবর্তী
জন্ম
মিমি চক্রবর্তী

(1989-02-11) ফেব্রুয়ারি ১১, ১৯৮৯[1]
জলপাইগুড়ি, পশ্চিম বাংলা, ভারত
জাতীয়তাভারতীয়
নাগরিকত্বভারত
শিক্ষাস্নাতক
যেখানের শিক্ষার্থীকলকাতা বিশ্ববিদ্যালয়
পেশা
কার্যকাল২০১০বর্তমান
উল্লেখযোগ্য কর্ম
  • বোঝেনা সে বোঝেনা
  • প্রলয়
উচ্চতা ফুট ৫ ইঞ্চি (১.৬৫ মিটার)
টেলিভিশনগানের ওপারে
পিতা-মাতা
  • তাপসী চক্রবর্তী (মা)[2]

প্রারম্ভিক জীবন

তিনি জন্মেছিলেন পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে। তার শৈশবকাল কেটেছে অরুনাচল প্রদেশের তিরাপ জেলার দেওমালি শহরে। তিনি পরে পরিবারের সাথে জলপাইগুড়িতে তার পৈত্রিক বাড়িতে ফিরে আসেন।[5] তিনি জলপাইগুড়ি হলি চাইল্ড স্কুলে পড়েছেন। এরপর পড়েছেন বিন্নাগুড়ির সেন্ট জেমস স্কুলে। তারপর তিনি কলকাতায় আসেন এবং সেখান থেকে ২০০৬ সালে ইংরেজিতে স্নাতক ডিগ্রি লাভ করেন।

কর্মজীবন

মিমি চলচ্চিত্রে অভিনয় করার পূর্বে একজন মডেল ছিলেন। তিনি ফেমিনা মিস্‌ ইন্ডিয়াতে অংশগ্রহণ করেন। তার অভিনয়ের শুরু চ্যাম্পিয়ন ছবিতে[5], যদিও সে এই চলচ্চিত্রে গৌণ ভূমিকায় অভিনয় করে। তার ২য় আবির্ভাব গানের ওপারে ধারাবাহিকে। এই ধারাবাহিকের খ্যাতি তাকে আলোয় এনে দেয়। গানের ওপারের চিত্রনাট্য লেখে বিখ্যাত চলচ্চিত্রকার ঋতুপর্ণ ঘোষরবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে এ ধারাবাহিক নির্মিত হয়।[6] এই ধারাবাহিকে আরো অনেক বিখ্যাত ব্যক্তি অভিনয় করেন।[2]

৭ই ডিসেম্বর, ২০১২ তারিখে মুক্তিপ্রাপ্ত বাপি বাড়ি যা চলচ্চিত্রের মাধ্যমে তার অভিনয়ের যাত্রা শুরু।

ধারাবাহিক

গানের ওপারে মূলত দুই শিল্পীঃ বোহেমিয়ান গোরা ও পুপের রবীন্দ্রনাথের গানের প্রতি ভালবাসা ও নানা বিষয় নিয়ে তৈরি হয়। প্রসেনজিত চট্টোপাধ্যায়ের প্রোডাকশনস্‌ হাউজ আইডিয়াস ক্রিয়েশনস্‌ -এর প্রযোজনায় নির্মিত এ ধারাবাহিক প্রচারিত হয় স্টার জলসায়। এই কাজে পশ্চিম বাংলার চলচ্চিত্র শিল্পের অনেকেই যুক্ত ছিলেন।

মিমি 'পুপে' চরিত্রে অভিনয় করেন। এ ধারাবাহিকে তাকে বিভিন্ন রবীন্দ্রসংগীত গাইতে দেখা যায়। বিভিন্ন স্থানে তার অভিনয় সত্যিই চমৎকার ছিল এবং সকলের প্রশংসাও অর্জন করে।[7]

চলচ্চিত্র

বাপি বাড়ি যা চলচ্চিত্রে মিমি 'দোলা' চরিত্রে অভিনয় করেন। আইডিয়াস ক্রিয়েশনস্‌ - ও শ্রী ভেঙ্কটেশ ফিল্মস এর প্রযোজনায় নির্মিত এ চলচ্চিত্র মিমির বিপরীতে ছিলেন সব্যসাচী চক্রবর্তী-এর ছেলে অর্জুন চক্রবর্তী। অর্জুন এই চলচ্চিত্রের মুখ্য অভিনেতা (বাপি) ছিলেন।[8] অর্জুন গানের ওপারেতেও অভিনয় করেছিলেন।

বোঝেনা সে বোঝেনা চলচ্চিত্র দুটি ভিন্ন জীবনের গল্পকে এক করে করা হয়েছে। এই ছবিতে মিমি ছাড়াও আরো অভিনয় করেছেন: সোহম চক্রবর্তী, আবীর চট্টোপাধ্যায়, পায়েল সরকার। মিমির বিপরীতে সোহম চক্রবর্তী অভিনয় করেন। শ্রী ভেঙ্কটেশ ফিল্মস-এর ব্যানারে নির্মিত এই ছবি পরিচালনা করেন রাজ চক্রবর্তী। ডিসেম্বর, ২০১২ সালে এই ছবি মুক্তি পায়। চলচ্চিত্রটি সমালোচক ও দর্শকমহলে ব্যাপক প্রশংসা লাভ করে।

আগস্ট, ২০১৩ সালে মুক্তি পেয়েছিল শ্রী ভেঙ্কটেশ ফিল্মস-এর ব্যানারে নির্মিত ও রাজ চক্রবর্তীর পরিচালনায় প্রলয়। এই ছবিতে আরো অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়পরাণ বন্দ্যোপাধ্যায়। সত্যি কাহিনীর ওপর নির্মিত এ চলচ্চিত্র প্রশংসিত ও বিখ্যাত হয়।

এরপরে ২০১৪ সালের জানুয়ারিতে মুক্তিপ্রাপ্ত বাঙালী বাবু ইংলিশ মেম চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। রবি কিনাগীর পরিচালনায় ও শ্রী ভেঙ্কটেশ ফিল্মস এর প্রযোজনায় এই চলচ্চিত্রে তার বিপরীতে ছিলেন সোহম চক্রবর্তী। এটি বক্স অফিসে তেমন আলোড়ন সৃষ্টি করতে না পারলেও খ্যাতি পায়।[9]

২০১৪ সালের ৪ঠা জুলাই আবারও শ্রী ভেঙ্কটেশ ফিল্মস এর প্রযোজনায় ও সোহম চক্রবর্তীর বিপরীতে গল্প হলেও সত্যি চলচ্চিত্রে অভিনয় করেন।[10] এই চলচ্চিত্রটি পরিচালনা করেন বিরসা দাশগুপ্ত[11]

২০১৪ সালে রাজ চক্রবর্তী পরিচালিত, শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত মাগাধীরার পুনঃনির্মাণ যোদ্ধা-দ্য ওয়ারিয়র চলচ্চিত্রটিতে তিনি প্রথমবারের মত অভিনয় করেছেন দেবের বিপরীতে।[12]

২০১৫ সালে তিনি দেব এর বিপরীতে শুধু তোমারি জন্য তে অভিনয় করেন। এটি প্রচুর হিট করে মানুষ এর হ্রদয় দখল করে।১৬ অক্টবর এটি মুক্তি পায়।

টেলিভিশনের কাজ

  • আকাশ বাংলা টিভিতে চ্যাম্পিয়ন
  • স্টার জলসা চ্যানেলে গানের ওপারে (২০১০-১১)

রাজনৈতিক জীবন

২০১৯ সালের ভারতের লোকসভা নির্বাচনে তাকে যাদবপুর থেকে প্রার্থী করে তৃণমূল কংগ্রেস। বর্তমানে তিনি যাদবপুর লোকসভা আসনের এমপি। [13][14][15] এর মাধ্যমে তার সক্রিয় রাজনীতিতে অভিষেক ঘটে।

ব্যক্তিজীবন

তার একটি পোষ্য কুকুর আছে, যার নাম "চিকু"। একে নিয়েই তিনি থাকেন।[16]

চলচ্চিত্র তালিকা

বছর চলচ্চিত্রমুক্তির তারিখপরিচালকসহশিল্পীপ্রযোজনাসংগীত পরিচালক
২০১২বাপি বাড়ি যাঅর্জুন চক্রবর্তীআইডিয়াস ক্রিয়েশনস্‌, শ্রী ভেঙ্কটেশ ফিল্মসজিৎ গাঙ্গুলী
২০১২বোঝেনা সে বোঝেনা২৮শে ডিসেম্বর, ২০১২রাজ চক্রবর্তীসোহম চক্রবর্তী, আবীর চট্টোপাধ্যায়, পায়েল সরকারশ্রী ভেঙ্কটেশ ফিল্মসঅরিন্দম চট্টোপাধ্যায়, ইন্দ্রদীপ দাশগুপ্ত
২০১৩প্রলয়৯ই আগস্ট, ২০১৩রাজ চক্রবর্তীপরমব্রত চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, পরাণ বন্দ্যোপাধ্যায়শ্রী ভেঙ্কটেশ ফিল্মসইন্দ্রদীপ দাশগুপ্ত
২০১৩বাঙালী বাবু ইংলিশ মেমজানুয়ারি, ২০১৪রবি কিনাগীসোহম চক্রবর্তীশ্রী ভেঙ্কটেশ ফিল্মসইন্দ্রদীপ দাশগুপ্ত
২০১৩গল্প হলেও সত্যি৪ঠা জুলাই, ২০১৪বিরসা দাশগুপ্তসোহম চক্রবর্তী, রজতাভ দত্ত, সায়নী ঘোষশ্রী ভেঙ্কটেশ ফিল্মসইন্দ্রদীপ দাশগুপ্ত
২০১৪যোদ্ধা-দ্য ওয়ারিয়র১৯শে অক্টোবররাজ চক্রবর্তীদেবশ্রী ভেঙ্কটেশ ফিল্মসইন্দ্রদীপ দাশগুপ্ত, স্যাভি গুপ্ত
২০১৪খাদ৭ই নভেম্বরকৌশিক গঙ্গোপাধ্যায়সাহেব ভট্টাচার্যশ্রী ভেঙ্কটেশ ফিল্মস, সুরিন্দর ফিল্মসইন্দ্রদীপ দাশগুপ্ত
২০১৫জামাই ৪২০২২এ মে, ২০১৫রবি কিনাগীসোহম চক্রবর্তী, অঙ্কুশ হাজরা, হিরণ চট্টোপাধ্যায়, নুসরাত জাহান, পায়েল সরকারশ্রী ভেঙ্কটেশ ফিল্মস, সুরিন্দর ফিল্মসদেব সেন, ডাব্বু
২০১৫শুধু তোমারই জন্য১৬ই সেপ্টেম্বর ২০১৫বিরসা দাশগুপ্তদেব, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সোহম চক্রবর্তীশ্রী ভেঙ্কটেশ ফিল্মসঅরিন্দম চট্টোপাধ্যায়,

ইন্দ্রদীপ দাশগুপ্ত

২০১৫কাটমুণ্ডু[17]১৬ই অক্টোবর ২০১৫রাজ চক্রবর্তীসোহম চক্রবর্তী, আবীর চট্টোপাধ্যায়, শ্রাবন্তীগ্রীনটাচ এন্টারটেইনমেন্টঅনুপম রায়
২০১৬কি করে তোকে বলবো ১২ই ফেব্রুয়ারী ২০১৬রবি কিনাগীঅঙ্কুশ হাজরাশ্রী ভেঙ্কটেশ ফিল্মসজিৎ গাঙ্গুলী, দেব সেন
২০১৬কেলোর কীর্তি৬ই জুলাই ২০১৬রাজা চন্দযীশু সেনগুপ্ত, অঙ্কুশ হাজরা, দেব, কৌশানি মুখার্জী, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, নুসরাত জাহানশ্রী ভেঙ্কটেশ ফিল্মসসুরিন্দর ফিল্মসদেব সেন
২০১৬ গ্যাংস্টার ৭ জুলাই ২০১৬ বিরসা দাশগুপ্ত যশ দাশগুপ্ত শ্রী ভেঙ্কটেশ ফিল্মস অরিন্দম চ্যাট্যার্জী
২০১৮ টোটাল দাদাগিরি ১৯ জানুয়ারী ২০১৮ পথিকৃৎ বসু যশ দাশগুপ্ত শ্রী ভেঙ্কটেশ ফিল্মস জিৎ গাঙ্গুলী
২০১৮ ভিলেন ১২ অক্টোবর ২০১৮ বাবা যাদব অঙ্কুশ, ঋত্বিকা সেন শ্রী ভেঙ্কটেশ ফিল্মস দেব সেন
২০১৯ মন জানে না ২১ মার্চ ২০১৯ শাগুফতা রফিক যশ দাশগুপ্ত শ্রী ভেঙ্কটেশ ফিল্মস ডাব্বু, লিংকন
২০১৯খেলা যখন ঘোষিত হবেঘোষিত হবেঅনির্বান চ্যাটার্জীশ্রী ভেঙ্কটেশ ফিল্মসঘোষিত হবে
২০১৯সিদুর খেলা ঘোষিত হবেঘোষিত হবেঅঙ্কুশ হাজরাশ্রী ভেঙ্কটেশ ফিল্মসঘোষিত হবে

পুরস্কার এবং স্বীকৃতি

  • টেলিসম্মান অ্যাওয়ার্ড, ২০১১-টেলিকণ্যা
  • বিগ বাংলা রাইজিং স্টার অ্যাওয়ার্ড, ২০১১-রাইজিং স্টার (নারী)[18]

আরো দেখুন

তথ্যসূত্র

  1. "Mimi Chakraborty celebrates birthday in orphanage"The Times of India। ১১ ফেব্রুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০১৬
  2. "The sound of music The lead pair of STAR Jalsha's mega Gaaner Oparey."The Telegraph। ২৫ জুন ২০১২। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০১২
  3. Sarkar, Tithi (১ জুন ২০১১)। "Bright young thing"India Today। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০১৬Its leading lady Mimi Chakraborty, 22, became a household name almost overnight.
  4. "মিমি কি টলিউডে আগামী দিনের সেরা বাজি?"এইসময়। ৭ ডিসেম্বর ২০১২। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০১২
  5. NAG, KUSHALI (৭ জুলাই ২০১১)। "'I miss the lights and camera'"The Telegraph India। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১২
  6. "Ganer Opare Serial Songs, Casting"। bhalobasa.in। ৫ ডিসেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০১২
  7. Ganguly, Ruman (১৭ মার্চ ২০১১)। "Pupé injured"The Times Of India Kolkata। ২৫ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১২
  8. "DHAMAKA JODI! Now catch Pupe and Gora — Mimi Chakraborty and Arjun Chakrabarty — in film from Prosenjit's production house"Times of India। ৪ অক্টোবর ২০১১। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০১২
  9. Biswas, Jaya (ফেব্রুয়ারি ৩, ২০১৪)। "Bengali Babu English Mem"The Times of India। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০১৪
  10. "Galpo Holeo Sotti is not plagiarized:Birsa Dasgupta"। The Times of India। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০১৩
  11. ""আমার মধ্যে শয়তানিটা রয়ে গিয়েছে"। Ebela। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০১৪
  12. "মিমি যখন যুদ্ধে"সংবাদ প্রতিদিন। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০১৪
  13. Kumar, Sweety। "Lok Sabha polls: TMC's two new faces from Tollywood caught in middle of a social media storm"The Indian Express। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০১৯
  14. "রাজনীতিতে মিমি নুসরাত"কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ৯ এপ্রিল ২০১৯
  15. "ভারতে নির্বাচনের ময়দানে নারী"ডয়েচে ভেলে বাংলা। সংগ্রহের তারিখ ৯ এপ্রিল ২০১৯
  16. ""রাজের সঙ্গে আমার সম্পর্কটা একান্ত ব্যক্তিগত"। Anandalok। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০১৪
  17. "স্বীকারোক্তির কাঠমান্ডু"দ্য টাইমস অব ইন্ডিয়া। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০১৪
  18. "BIG Bangla Rising Star Awards 2011"। Frontier India Portal। ১৪ এপ্রিল ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০১২

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.