ভিলেন (২০১৮-এর চলচ্চিত্র)

ভিলেন হলো ২০১৮ সালে মুক্তি পাওয়া বাংলা ভাষার থ্রিলার অ্যাকশন চলচ্চিত্র। এটির পরিচালনা করেন কোরিওগ্রাফার ও পরিচালক বাবা যাদব[1] চলচ্চিত্রটির শ্রেষ্ঠাংশে অভিনয় করেন অঙ্কুশ, মিমি এবং ঋত্বিকা সেন। ভিলেন চলচ্চিত্রটি ২০১৬ সালের তেলেগু ভাষার চলচ্চিত্র জেন্টেলম্যান থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা।

ভিলেন
ভিলেন চলচ্চিত্রের পোস্টার
পরিচালকবাবা যাদব
প্রযোজকশ্রী ভেঙ্কটেশ ফিল্মস
রচয়িতাসংলাপ রুদ্রনীল ঘোষ
চিত্রনাট্যকাররমন কে জঙ্গল
কাহিনীকারআর. ডেভিড নাথান মোহন কৃষ্ণা ইন্দ্রাগান্ধী
শ্রেষ্ঠাংশেঅঙ্কুশ

মিমি চক্রবর্তী

ঋত্বিকা সেন
সুরকারসাউন্ড ট্র্যাক :

জ্যাম৮ দেব সেন অম্লান চক্রবর্তী ব্যাকগ্রাউন্ড মিউজিক:

এ. এস আবুসেলভান
চিত্রগ্রাহকসৌমিক হালদার
সম্পাদকএমডি. কালাম
প্রযোজনা
কোম্পানি
এসভিএফ এন্টারটেইনমেন্ট
পরিবেশকএসভিএফ এন্টারটেইনমেন্ট
মুক্তি১২ই অক্টোবর ২০১৮
দেশভারত
ভাষাবাংলা

শ্রেষ্ঠাংশে

সাউন্ড ট্র্যাক

ভিলেন
জ্যাম৮, দেব সেনঅম্লান চক্রবর্তী কর্তৃক সাউন্ড ট্র্যাক
মুক্তির তারিখ২০১৮
শব্দধারণের সময়২০১৭
ঘরানাচলচ্চিত্রের সাউন্ড ট্র্যাক
সঙ্গীত প্রকাশনীশ্রী ভেঙ্কটেশ ফিল্মস
প্রযোজকশ্রী ভেঙ্কটেশ ফিল্মস
ভিলেন থেকে একক গান
  1. "শুধু তুই"
    মুক্তির তারিখ: ৮ সেপ্টেম্বর ২০১৮
  2. "পিয়ার কি দোষ"
    মুক্তির তারিখ: ১৭ সেপ্টেম্বর ২০১৮
  3. "ভোলেই বাবা"
    মুক্তির তারিখ: ২৪শে সেপ্টেম্বর ২০১৮
  4. "সুন্দরী কমলা"
    মুক্তির তারিখ: ৪ অক্টোবর ২০১৮

ভিলেন চলচ্চিত্রের গানসমূহ কম্পোজ করেন জ্যাম৮, দেব সেন ও অম্লান চক্রবর্তী।[3]

ট্র্যাক তালিকায়ন
নং.শিরোনামগীতিকারসুরকারগায়কদৈর্ঘ্য
১."শুধু তুই"প্রসেনঅম্লান চক্রবর্তীরাজ বর্মণ and ত্রিশা চ্যাটার্জি৪:২৮
২."পি কি দোষ"রিভোদেব সেনআরমান মালিক৩:২৭
৩."ভোলেই বাবা"সঞ্জীব তিওয়ারিসুবদ্বীপ মিত্র (জ্যাম৮)বাদশাহ ও নিখিতা গান্ধী৪:৩০
৪."সুন্দরী কমলা"সঞ্জীব তিওয়ারিসুবদ্বীপ মিত্র (জ্যাম৮)অন্তরা মিত্র ও আরমান মালিক৩:১৩

তথ্যসূত্র

  1. "Ankush-Mimi starrer Villain's poster is out", Times of India
  2. "Ankush starts shooting for 'Villain'", Times of India
  3. "'Shudhu Tui', first song from film Villain released", Times of India

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.