ভিলেন (২০১৮-এর চলচ্চিত্র)
ভিলেন হলো ২০১৮ সালে মুক্তি পাওয়া বাংলা ভাষার থ্রিলার অ্যাকশন চলচ্চিত্র। এটির পরিচালনা করেন কোরিওগ্রাফার ও পরিচালক বাবা যাদব।[1] চলচ্চিত্রটির শ্রেষ্ঠাংশে অভিনয় করেন অঙ্কুশ, মিমি এবং ঋত্বিকা সেন। ভিলেন চলচ্চিত্রটি ২০১৬ সালের তেলেগু ভাষার চলচ্চিত্র জেন্টেলম্যান থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা।
ভিলেন | |
---|---|
![]() ভিলেন চলচ্চিত্রের পোস্টার | |
পরিচালক | বাবা যাদব |
প্রযোজক | শ্রী ভেঙ্কটেশ ফিল্মস |
রচয়িতা | সংলাপ রুদ্রনীল ঘোষ |
চিত্রনাট্যকার | রমন কে জঙ্গল |
কাহিনীকার | আর. ডেভিড নাথান মোহন কৃষ্ণা ইন্দ্রাগান্ধী |
শ্রেষ্ঠাংশে | অঙ্কুশ ঋত্বিকা সেন |
সুরকার | সাউন্ড ট্র্যাক :
জ্যাম৮ দেব সেন অম্লান চক্রবর্তী ব্যাকগ্রাউন্ড মিউজিক: এ. এস আবুসেলভান |
চিত্রগ্রাহক | সৌমিক হালদার |
সম্পাদক | এমডি. কালাম |
প্রযোজনা কোম্পানি | এসভিএফ এন্টারটেইনমেন্ট |
পরিবেশক | এসভিএফ এন্টারটেইনমেন্ট |
মুক্তি | ১২ই অক্টোবর ২০১৮ |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
শ্রেষ্ঠাংশে
- অঙ্কুশ - জয় ও রাজা চরিত্রে[2]
- মিমি চক্রবর্তী - রিয়া
- ঋত্বিকা সেন - নিহা
- মৌসুমী সাহা
- সুভদ্র জায়েদ
- রাজা দত্ত
- জয়েদ আহমেদ
- আরায়ান
সাউন্ড ট্র্যাক
ভিলেন | |
---|---|
জ্যাম৮, দেব সেন ও অম্লান চক্রবর্তী কর্তৃক সাউন্ড ট্র্যাক | |
মুক্তির তারিখ | ২০১৮ |
শব্দধারণের সময় | ২০১৭ |
ঘরানা | চলচ্চিত্রের সাউন্ড ট্র্যাক |
সঙ্গীত প্রকাশনী | শ্রী ভেঙ্কটেশ ফিল্মস |
প্রযোজক | শ্রী ভেঙ্কটেশ ফিল্মস |
ভিলেন থেকে একক গান | |
|
ভিলেন চলচ্চিত্রের গানসমূহ কম্পোজ করেন জ্যাম৮, দেব সেন ও অম্লান চক্রবর্তী।[3]
ট্র্যাক তালিকায়ন | |||||
---|---|---|---|---|---|
নং. | শিরোনাম | গীতিকার | সুরকার | গায়ক | দৈর্ঘ্য |
১. | "শুধু তুই" | প্রসেন | অম্লান চক্রবর্তী | রাজ বর্মণ and ত্রিশা চ্যাটার্জি | ৪:২৮ |
২. | "পি কি দোষ" | রিভো | দেব সেন | আরমান মালিক | ৩:২৭ |
৩. | "ভোলেই বাবা" | সঞ্জীব তিওয়ারি | সুবদ্বীপ মিত্র (জ্যাম৮) | বাদশাহ ও নিখিতা গান্ধী | ৪:৩০ |
৪. | "সুন্দরী কমলা" | সঞ্জীব তিওয়ারি | সুবদ্বীপ মিত্র (জ্যাম৮) | অন্তরা মিত্র ও আরমান মালিক | ৩:১৩ |
তথ্যসূত্র
- "Ankush-Mimi starrer Villain's poster is out", Times of India
- "Ankush starts shooting for 'Villain'", Times of India
- "'Shudhu Tui', first song from film Villain released", Times of India
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.