ঋত্বিকা সেন

ঋত্বিকা সেন একজন ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেত্রী। ২০১২ সালে ১০০% লাভ চলচ্চিত্রের মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করেন।২০১৪ সালে রাজ চক্রবর্তী পরিচালিত বরবাদ চলচ্চিত্রে বনি সেনগুপ্তের বিপরীতে অভিনয় করে সকলের নজরে আসেন ও চলচ্চিত্রটি ব্যবসায়ীক ভাবে সফল হয়। এর পর তিনি ২০১৫ সালে আরশিনগর চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি "কলকাতা টাইমস" দ্বারা তৈরি "সর্বাধিক কাঙ্খিত নারী ২০১৫"-এর তালিকায় ছিলেন।.[1]

ঋত্বিকা সেন
আরশিনগর চলচ্চিত্রের একটি দৃশ্যে ঋত্বিকা সেন
জন্ম (1991-12-05) ৫ ডিসেম্বর ১৯৯১
জাতীয়তাভারতীয়
পেশাঅভিনেত্রী, মডেল
কার্যকাল২০১২-বর্তমান
পরিচিতির কারণবরবাদ, আরশিনগর
আদি নিবাসকলকাতা
উচ্চতা ফুট ৪ ইঞ্চি (১.৬৩ মিটার)

প্রথম জীবন

কর্মজীবন

২০১২ সালে '১০০% লাভ' চলচ্চিত্রের ঋত্বিকা সেন চলচ্চিত্রশিল্পে যাত্রা শুরু করেন। এই চলচ্চিত্রে তিনি জিত এবং কোয়েল মল্লিকের সাথে একটি শিশু অভিনেত্রী হিসাবে অভিনয় করেছিলেন। একই বছরে দেব ও পূজা বসের সঙ্গে 'চ্যালেঞ্জ ২' চলচ্চিত্রে ঋত্বিকা উপস্থিত ছিলেন। ২০১৪ সালে রাজ চক্রবর্তী পরিচালিত চলচ্চিত্র 'বরবাদ' চলচ্চিত্রে তিনি মূল ভূমিকায় অভিনয় করেন। একই বছরে, ঋতিকা অভিনীত 'মাসুম' চলচ্চিত্র মুক্তি পায় প্রেক্ষাগৃহে।

২০১৫ সালের পর, তিনি দেবের সাথে 'আর্শিনগর' চলচ্চিত্রে ক্যারিয়ারের সাফল্য অর্জন করেন। সিনেমা বক্স অফিসে হিট ছিল এবং অভিনেত্রী সমালোচকদের এবং দর্শকদের কাছ থেকে ইতিবাচক প্রচার পেয়েছিলাম। তিনি বাংলাদেশী চলচ্চিত্র 'গদ্দার' তে অভিনয় করবেন যা বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগী নির্মিত চলচ্চিত্র।

চলচ্চিত্র তালিকা

বছরচলচ্চিত্রপরিচালকপ্রযোজকসহ-অভিনেতাভাষা
২০১২১০০% লাভশ্রী ভেঙ্কটেশ ফিল্মসসুরিন্দর ফিল্মসবাংলা
২০১২চ্যালেঞ্জ ২রাজা চন্দশ্রী ভেঙ্কটেশ ফিল্মসবাংলা
২০১৪বরবাদরাজ চক্রবর্তীশ্রী ভেঙ্কটেশ ফিল্মসবনি সেনগুপ্তবাংলা
২০১৫আরশিনগরঅপর্ণা সেনশ্রী ভেঙ্কটেশ ফিল্মসদেববাংলা
২০১৮রাজা রানী রাজীরাজীব কুমার বিশ্বাসশ্রী ভেঙ্কটেশ ফিল্মসবনি সেনগুপ্তবাংলা
বাঘ বন্দি খেলা হরনাথ চক্রবর্তী সুরিন্দর ফিল্মস এবং জলসা মুভিস প্রসেনজিত, সোহম, জিত বাংলা
২০১৯ শাহজাহান রিজেন্সি সৃজিত মুখোপাধ্যায় এস ভি এফ এন্টারটেনমেন্ট আবির,পরমব্রত বাংলা
ভুতচক্র প্রা লি হরনাথ চক্রবর্তী সুরিন্দর ফিল্মস বাংলা

তথ্যসূত্র

  • Dev as Romeo ,Ritika as Juliet টাইমস ওফ ইন্ডিয়া| প্রকাশিত ২০ অক্টবর ২০১৪| সংগৃহীত ৭ জুলাই ২০১৬
  1. "Presenting, Calcutta Times Most Desirable Women 2015 - Times of India"The Times of India। এপ্রিল ২০১৬। সংগ্রহের তারিখ ১৭ সেপ্টেম্বর ২০১৬
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.