রাজীব কুমার বিশ্বাস
রাজীব কুমার বিশ্বাস (রাজীব বিশ্বাস বা রাজিব কুমার নামেও পরিচিত) একজন ভারতীয় চলচ্চিত্র পরিচালক, যিনি বাংলা চলচ্চিত্রে কাজ করে থাকেন।
রাজীব কুমার বিশ্বাস | |
---|---|
রাজীব কুমার বিশ্বাস | |
পেশা | চলচ্চিত্র পরিচালক |
কার্যকাল | ২০০৯ - বর্তমান |
দাম্পত্য সঙ্গী | শ্রাবন্তী চট্টোপাধ্যায় (বিচ্ছেদ. ২০১৬) |
ব্যক্তিগত জীবন
বিশ্বাস বাংলা চলচ্চিত্র অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে বিয়ে করেন।
চলচ্চিত্রের তালিকা
পরিচালক
চলচ্চিত্রগুলো এখন মুক্তি পায় নি |
বছর | চলচ্চিত্র | অভিনয় | প্রযোজনা | টিকা |
২০০৯ | দুজনে | দেব, শ্রাবন্তী চট্টোপাধ্যায় | এসকে মুভিজ | তেলুগু চলচ্চিত্র নুভভু নেনো থেকে পুনরায় নির্মাণ। |
২০১০ | অমানুষ[1] | সোহম চক্রবর্তী, শ্রাবন্তী চট্টোপাধ্যায় | শ্রী ভেঙ্কটেশ ফিল্মস | তামিল চলচ্চিত্র কাধাল কন্দেইন এর পুনরায় নির্মাণ। |
২০১১ | পাগলু[2] | দেব, কোয়েল মল্লিক | সুরিন্দার ফিল্মস | তেলেগু চলচ্চিত্র দেভাদাসু এর পুনরায় নির্মাণ। |
২০১২ | বিক্রম সিংহ: দ্য লায়ন[3] | প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রিচা গঙ্গোপাধ্যায় | এসকে মুভিজ | তেলেগু চলচ্চিত্র ভিক্রমারকুডু এর পুনরায় নির্মাণ। |
ইডিয়ট | অঙ্কুশ হাজরা, শ্রাবন্তী চট্টোপাধ্যায় | এসকে মুভিজ | তামিল চলচ্চিত্র থিরুভিলাইযাওদল আরামবাম এর পুনরায় নির্মাণ। | |
২০১৩ | খোকা ৪২০ | দেব, শুভশ্রী গাঙ্গুলী, নুসরাত জাহান | এসকে মুভিজ | তেলেগু চলচ্চিত্র ব্রিন্দাভানাম এর পুনরায় নির্মাণ। |
মজনু | হিরণ চট্টোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায় | শ্রী ভেঙ্কটেশ ফিল্মস এবং সুরিন্দর ফিল্মস | তেলেগু চলচ্চিত্র নুভভু নায়াক্কু নাচাভ এর পুনরায় নির্মাণ। | |
২০১৪ | বিন্দাস[4] | দেব, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় | শ্রী ভেঙ্কটেশ ফিল্মস এবং জলসা মুভিজ | তেলেগু চলচ্চিত্র মিরচি এর পুনরায় নির্মাণ। |
২০১৫ | অমানুষ ২ | সোহম চক্রবর্তী, পায়েল সরকার | শ্রী ভেঙ্কটেশ ফিল্মস | তামিল চলচ্চিত্র নান এর পুনরায় নির্মাণ। |
২০১৬ | পাওয়ার[5] | জিৎ, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, নুসরাত জাহান | শ্রী ভেঙ্কটেশ ফিল্মস এবং সুরিন্দর ফিল্মস | তেলেগু চলচ্চিত্র পাওয়ার এর পুনরায় নির্মাণ। |
লাভ এক্সপ্রেস[6] | দেব, নুসরাত জাহান | শ্রী ভেঙ্কটেশ ফিল্মস এবং সুরিন্দর ফিল্মস | তেলেগু চলচ্চিত্র ভেনকাতাদারি এক্সপ্রেস এর পুনরায় নির্মাণ। | |
২০১৭ | তোমাকে চাই | বনি সেনগুপ্ত, কৌশানী মুখোপাধ্যায় | শ্রী ভেঙ্কটেশ ফিল্মস এবং সুরিন্দর ফিল্মস | কনড়া চলচ্চিত্র সাঞ্জু ওয়েডস গিথা এর পুনরায় নির্মাণ। |
২০১৮ | রাজা রানী রাজী | বনি সেনগুপ্ত, ঋত্বিকা সেন, যশ দাশগুপ্ত | শ্রী ভেঙ্কটেশ ফিল্মস | তামিল চলচ্চিত্র বস ইনগিরা ভাসকারান এর পুনরায় নির্মাণ। |
নাকাব | শাকিব খান, নুসরাত জাহান, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় | শ্রী ভেঙ্কটেশ ফিল্মস এবং জাজ মাল্টিমিডিয়া | তামিল চলচ্চিত্র মাসু ইনগিরা মাসিলামানি এর পুনরায় নির্মাণ। [7] | |
তথ্যসূত্র
- "Amanush Movie Review"। Times of India। Retrieved 2016-8-29
- "Paglu vs Shatru"। Telegraph India। Retrieved 2016-8-29
- "Bikram Singha The Lion is Back"। Outlook India। Retrieved 2016-8-29
- "Bindaas Movie Review"। Times of India। Retrieved 2016-8-29
- "Me and Prosenjit have separate fan followings : Jeet"। New Kerala। Retrieved 2016-8-29
- "Love Express"। Allnewsview। ২১ অক্টোবর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০১৯। Retrieved 2016-8-29
- Naqaab Movie: Showtimes, Review, Trailer, Posters, News & Videos | eTimes, সংগ্রহের তারিখ ২০১৮-০৮-২৩
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.