শ্রাবন্তী চট্টোপাধ্যায়

শ্রাবন্তী চট্টোপাধ্যায় ভারতীয় বাংলা চলচ্চিত্রের একজন অভিনেত্রী।[4][5] তিনি দেব, জিৎ, সোহম চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায়, শাকিব খান সহ আরো বেশ কয়েকজন বিখ্যাত অভিনেতার সাথে অভিনয় করেন।

শ্রাবন্তী চট্টোপাধ্যায়
জন্ম১৩ই আগস্ট, ১৯৮৭
পেশাঅভিনেত্রী
কার্যকাল১৯৯৭-বর্তমান
দাম্পত্য সঙ্গী
  • রাজীব কুমার বিশ্বাস (বি. ২০০৩; বিচ্ছেদ. ২০১৬)
  • ক্রিষাণ ভ্রাজ (বি. ২০১৬; বিচ্ছেদ. ২০১৭)
  • রোশান সিং (বি. ২০১৯)
[1][2][3]

চলচ্চিত্র জীবন

শ্রাবন্তী ভারতীয় বাংলা চলচ্চিত্রের একজন সফল অভিনেত্রী। তিনি ১৯৯৭ সালে মায়ার বাঁধন-এ অভিনয়ের মাধ্যমে তার বর্নালী জীবন শুরু করেন। ২০০৩ সালে তার প্রথম বড় ধরনের কাজ চ্যাম্পিয়ন। তিনি পরিচালক রাজিব বিশ্বাসকে বিয়ে করেন। এরপর তিনি পুরোপুরি সংসারি হয়ে যান এবং ২০০৮ সালে আবারও ভালবাসা ভালবাসাতে অভিনয়ের মাধ্যমে ফিরে আসেন। ২০১৩ সালে তিনি রবি কিনাগী পরিচালিত জিতের বিপরীতে দিওয়ানা এবং অপর্ণা সেন পরিচালিত গয়নার বাক্স-এ অভিনয় করেন। পরবর্তীতে অভিনীত অন্যান্য চলচ্চিত্রের মধ্যে অন্যতম দেবের বিপরীতে বিন্দাসরাজ চক্রবর্তীর পরবর্তী চলচ্চিত্র কাঠমাণ্ডুতেও তিনি অভিনয় করেছেন।

শিকারী নামের যৌথ প্রযোজনার (ভারতবাংলাদেশ ) একটি চলচ্চিত্রতে অভিনয় করেছেন।[6]

এছাড়াও তিনি বাংলাদেশের একক প্রযোজনার ছবি যদি একদিন-এও অভিনয় করেছেন।

ব্যক্তিজীবন

তিনি ভারতের কলকাতায় জন্মগ্রহণ করেন। ২০০৩ সালে পরিচালক রাজিব বিশ্বাসকে বিয়ে করেন। এই দম্পতির ঝিনুক নামে এক ছেলে রয়েছে। সম্প্রতি এই দম্পতির সম্পর্কের অবনতি ঘটেছে। শ্রাবন্তী রাজিব বিশ্বাসকে ডিভোর্স দিয়েছেন। এছাড়াও তিনি কৃষাণ ব্রজ নামক একজন সুপার মডেলকে বিয়ে করলেও পরবর্তীতে তাদের বিবাহ বিচ্ছেদ হয়।[7][8]

চলচ্চিত্র

বছরচলচ্চিত্রপরিচালকভাষাসহশিল্পী
১৯৯৭মায়ার বাঁধনস্বপন সাহাবাংলাপ্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অভিষেক চট্টোপাধ্যায়, শতাব্দি রায়
২০০৩চ্যাম্পিয়নরবি কিনাগীবাংলাজিৎ, সন্ধিতা চট্টোপাধ্যায়
২০০৮ভালবাসা ভালবাসারবি কিনাগীবাংলাহিরণ চট্টোপাধ্যায়
২০০৯দুজনেরাজিব বিশ্বাসবাংলাদেব, শুভজিত গাঙ্গুলী
২০১০ওয়ান্টেডরবি কিনাগীবাংলাজিৎ
২০১০অমানুষরাজিব বিশ্বাসবাংলাসোহম চক্রবর্তী
২০১০জোশরবি কিনাগীবাংলাজিৎ
২০১০সেদিন দেখা হয়েছিলসুজিত মন্ডলবাংলাদেব
২০১১ফাইটাররবি কিনাগীবাংলাজিৎ
২০১১ফান্দে পড়িয়া বগা কান্দে রেসৌমিক চট্টোপাধ্যায়বাংলাসোহম চক্রবর্তী
২০১২ইডিয়টরাজিব বিশ্বাসবাংলাঅঙ্কুশ হাজরা
২০১৩দিওয়ানারবি কিনাগীবাংলাজিৎ
২০১৩কানামাছিরাজ চক্রবর্তীবাংলাআবীর চট্টোপাধ্যায়, অঙ্কুশ হাজরা, সায়নী ঘোষ
২০১৩গয়নার বাক্সঅপর্ণা সেনবাংলাকঙ্কণা সেনশর্মা, মৌসুমী চট্টোপাধ্যায়
২০১৩মজনুরাজিব বিশ্বাসবাংলাহিরণ চট্টোপাধ্যায়
২০১৪বিন্দাসরাজিব বিশ্বাসবাংলাদেব, সায়ন্তিকা ব্যানার্জী
২০১৪বুনো হাঁসঅনিরুদ্ধ রায় চট্টোপাধ্যায়বাংলাদেব, তনুশ্রী চক্রবর্তী
২০১৫কাটমুণ্ডুুরাজ চক্রবর্তীবাংলাসোহম চক্রবর্তী, আবীর চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ,

মিমি চক্রবর্তী

২০১৫শুধু তোমারই জন্যবিরসা দাশগুপ্তবাংলাদেব, সোহম চক্রবর্তী, মিমি চক্রবর্তী
২০১৬শিকারীজয়দেব মুখোপাধ্যায়, জাকির হোসেন সিমান্তবাংলাশাকিব খান
২০১৬শেষ সংবাদপল্লব গুপ্ত বাংলা পার্থ সারথি, লাবণী সরকার, দুলাল লাহিড়ী
২০১৭বীরপুরুষরাজর্ষি দে বাংলাস্বস্তিকা মুখোপাধ্যায়, পায়েল সরকার
২০১৭জিও পাগলারবি কিনাগী বাংলাযিশু সেনগুপ্ত, সোহম চক্রবর্তী, হিরণ চট্টোপাধ্যায়, বনি সেনগুপ্ত, পায়েল সরকার, কৌশানি মুখার্জি, ঋত্বিকা সেন
২০১৮ প্রিয়া রে ওভিমনু মুখারজী বাংলা সোহম চক্রবর্তী
২০১৮উমাসৃজিত মুখোপাধ্যায় বাংলাযিশু সেনগুপ্ত, সায়ন্তিকা ব্যানার্জী
২০১৮ বাঘ বন্দি খেলা শুজিত মন্ডল,হরনাথ চক্রবরতী,রাজা চন্দ্র বাংলা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সোহম চক্রবর্তী,জিৎ(অভিনেতা)
২০১৮ ভাই জান এলো রে জয়দীপ মুখারজি বাংলা শাকিব খান
২০১৮ যদি একদিন মোস্তফা কামাল বাংলা তাহসান খান
২০১৮ গুগলি অভিমন্যু মুখোপাধ্যায় বাংলা সোহম চক্রবর্তী
২০১৮দৃশ্যান্তররানা বন্দ্যোপাধ্যায় বাংলাভিকি দেব,ইন্দ্রানী হালদার
২০১৯ ভূত চক্র পাইভেট লিঃ হরনাথ চক্রবরতী বাংলা সোহম চক্রবর্তী,বনি সেনগুপ্ত,গোরভ চক্রবর্তী,রিতিকা সেন
২০১৯হুল্লোড়অভিমন্যু মুখোপাধ্যায় বাংলাসোহম চক্রবর্তী,দর্শনা বণিক,ওম প্রকাশ সাহানি
২০১৯ নবজীবন বীমা কোম্পানী স্বরূপ ঘোষ বাংলা সোহম চক্রবর্তী
২০১৯ ঊরান ত্রিদিব রমন বাংলা শাহেব ব্যানার্জী
২০১৯ টেকো অভিমন্যু মুখোপাধ্যায় বাংলা রিত্তিক ঘোটক

তথ্যসূত্র

  1. "Srabanti Chatterjee dating a cabin crew supervisor?"Times of India। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০১৯
  2. Nag, Kushali (২০০৯-০১-০৫)। "Pati, patni aur woh"। Calcutta, India: www.telegraphindia.com। সংগ্রহের তারিখ ২০০৯-০২-১৪
  3. "Srabanti, Dev pair for the first time"। sify.com। সংগ্রহের তারিখ ২০০৯-০২-১৪
  4. "10 questions"। Calcutta, India: www.telegraphindia.com। ২০০৮-১১-১০। ২০১১-০৫-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০২-১৪
  5. "Finds of the year"। Calcutta, India: www.telegraphindia.com। ২০০২-১২-৩১। সংগ্রহের তারিখ ২০০৯-০২-১৪
  6. "বাংলাদেশী ছবিতে অভিনয় করতে যাচ্ছেন কলকাতার জনপ্রিয় চিত্রনায়িকা শ্রাবন্তী"
  7. "জানতাম এই পরিণতিই হবে"। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০১৩
  8. "আমার জীবনে একজন থাকলে ওর জীবনে আছে দশজন"। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০১৩

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.