রবি কিনাগী

রবি কিনাগী (en: Rabi Kinnagi) ভারতীয় উপমহাদেশের একজন প্রখ্যাত পরিচালক। তিনি চিত্রনাট্যও রচনা করেন।[1] তিনি বাংলা ছাড়াও বেশকিছু ওড়িয়া ছবিও পরিচালনা করেছেন। তিনি টলিউডের দুই সুপারস্টার দেবজিৎ কে নিয়ে বেশকিছু ছবি নির্মাণ করেছেন।

রবি কিনাগী অধিকারী
জাতীয়তাভারতীয়
পেশাপরিচালক
কার্যকাল১৯৯০-বর্তমান

চলচ্চিত্র জীবন

পরিচালনা

বছরচলচ্চিত্রঅভিনেতা/অভিনেত্রীভাষা
২০১৬ কি করে তোকে বলবো অঙ্কুশ হাজরা, মিমি চক্রবর্তী বাংলা
২০১৫ জামাই ৪২০ সোহম চক্রবর্তী, হিরণ চট্টোপাধ্যায়, অঙ্কুশ হাজরা, পায়েল সরকার, মিমি চক্রবর্তী, নুসরাত জাহান বাংলা
হিরোগিরি দেব, কোয়েল মল্লিক, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, মিঠুন চক্রবর্তী বাংলা
২০১৪ বাঙালী বাবু ইংলিশ মেম সোহম চক্রবর্তী, মিমি চক্রবর্তী, লাবণী সরকার বাংলা
২০১৩ দিওয়ানা জিৎ, শ্রাবন্তী চট্টোপাধ্যায় বাংলা
২০১২ আওয়ারা বাংলা
১০০% লাভ বাংলা
২০১১ ফাইটার বাংলা
২০১০ জোশ বাংলা
ওয়ান্টেড বাংলা
২০০৯ পরাণ যায় জ্বলিয়া রে বাংলা
২০০৮ ভালবাসা ভালবাসা বাংলা
প্রেমের কাহিনী বাংলা
২০০৭ আই লাভ ইউ বাংলা
২০০৬ অগ্নিপরীক্ষা বাংলা
২০০৫ যুদ্ধ বাংলা
২০০৪ বন্ধন বাংলা
মাস্তান বাংলা
প্রেমী বাংলা
২০০৩ চ্যাম্পিয়ন বাংলা
সোনার শাখালী ওড়িয়া
২০০২ অন্নদাতা বাংলা
২০০১ সিঁদুর নিয়ে খেলা বাংলা
১৯৯৮ পুতুলের প্রতিশোধ বাংলা
সোনার খাঁচা বাংলা
১৯৯০ জীবনসঙ্গিনী বাংলা

সম্পাদক

সংলাপ

  • ভালবাসা ভালবাসা

ওড়িয়া চলচ্চিত্র

  • আমা ঘরে (১৯৯০)
  • পরদেশী চাঁদ হ্যায় (১৯৯২)
  • ভাই হেলা ভাগারি (১৯৯৪)
  • সুনা পাঞ্জুরি (১৯৯৫)
  • সুনা চাঁদ হ্যায় (১৯৯৮)
  • স্ত্রী (১৯৯৮)
  • সি্দুরা নিহেয় খেলা ঘরে (২০০২)

মতভেদ

রবি কিনাগীর নির্মিত চলচ্চিত্র নিয়ে অনেক কথা হয়েছে। এর প্রধান কারণ তার নির্মিত প্রায় সব চলচ্চিত্র হিন্দি, তামিল, কানন্দা প্রভৃতি ভাষার ছবির পুনঃনির্মাণ। শুধু তাই নয়, এ ধরনের বেশকিছু ছবি প্রায় হুবহু নকল বলা যায়। আগস্ট, ২০০৯-এ তার নির্মিত পরাণ যায় জ্বলিয়া রে কলকাতা হাই কোর্টের মাধ্যমে নিষিদ্ধ করে দেয়া হয়, কারণ এই ছবিটি হিন্দি নমস্তে লন্ডন ছবির সাথে হুবহু সাদূশ্যপূর্ণ। তিনি সালমান খান অভিনীত ম্যায়নে পেয়ার কিয়া ছবিটির পুনঃনির্মাণ আই লাভ ইউ করেন।

তথ্যসূত্র

  1. "Rabi Kinagi"www.citwf.com। ২০১২-০৩-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০২-১৪

বহিঃসংযোগ

টেমপ্লেট:Rabi Kinagi Films

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.