হিরণ চট্টোপাধ্যায়

হিরণ চট্টোপাধ্যায় (জন্ম: ১৯শে ডিসেম্বর, ১৯৮২) একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা,রাজনীতিবিদ, গায়ক,লেখক, প্রযোজক।[1]

হিরণ চট্টোপাধ্যায়
হিরণ চট্টোপাধ্যায়
জন্ম
হিরণ চট্টোপাধ্যায়

(1982-12-19) ১৯ ডিসেম্বর ১৯৮২
পেশাঅভিনেতা, গায়ক, প্রযোজক
কার্যকাল২০০৭-২০১৮
উচ্চতা১৭৮ সেন্টিমিটার (৫ ফুট ১০ ইঞ্চি)
দাম্পত্য সঙ্গীঅনিন্দিতা চট্টোপাধ্যায়
সন্তাননিয়াশা চট্টোপাধ্যায়
ওয়েবসাইটহিরণ চট্টোপাধ্যায়

জীবনী

হিরণ রোমান্টিক, কমেডি এবং অ্যাকশন সব রকম চলচ্চিত্রে দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে অভিনয় করেছেন। তার ডাকনাম পাপাই। তার স্ত্রীর নাম অনিন্দিতা চট্টোপাধ্যায়, মেয়ের নাম নিয়াসা এবং তার একজন বোন রয়েছে। তিনি টালিগঞ্জে পরিবারসহ বাস করেন। তার জন্ম হাওড়ার উলুবেরিয়ায় যেখানে তিনি অস্বছলতার মধ্য দিয়ে বেড়ে উঠেছেন। শৈশবেই তিনি পিতা-মাতাকে হারান। উলুবেরিয়ায় ১৪ বছর পড়াশোনা করেন। তিনি পড়াশুনায়ও বেশ ভালো ছিলেন। পরে তিনি মানিকটোলা আশ্রম-এ বসবাস শুরু করেন, বেঁচে থাকার তাগিদে। 'রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে তিনি সন্ধ্যার ক্লাস করতেন এবং সে সময় দিনের বেলায় একটি জাহাজ কোম্পানিতে কাজ করতেন। এরপর তিনি রিলায়েন্স কোম্পানিতে যোগদান করে মুম্বাই চলে যান। সেখানে 'লজিস্টিক, সাপ্লাই চেইন এন্ড ল' ইন কাস্টমস' (Logistics, Supply Chain And Law In Customs) বিষয়ে ম্যানেজমেন্ট পাস করেন। এরপর অভিনয়ের নেশায় তিনি এই চাকরি ছেড়ে দিয়ে কলকাতায় ফিরে আসেন।

চলচ্চিত্র জীবন

তার প্রথম ছবি কোয়েল মল্লিকের বিপরীতে নবাব নন্দিনীহারানাথ চক্রবর্তী পরিচালিত এই ছবি তাকে প্রচুর খ্যাতি এনে দেয়। টলিউডে তাকে এক জনপ্রিয় মুখে পরিণত করে এই ছবি। এরপর তিনি ভালবাসা ভালবাসাচিরসাথী ছবিতে অভিনয় করেন। ভালবাসা ভালবাসা ছবিটি বেশ নাম করে এবং তাকে লোক চকোলেট বয় বলে ডাকতে শুরু করেন। এরপর তার অভিনীত 'জ্যাকপটরিস্ক সমালোচক কর্তৃক প্রশংসিত হয়। এরপর তার অভিনীত ছবি লে হালুয়া লেমাচো মুস্তানালে হালুয়া লে বেশ জনপ্রিয় হয়।

অভিনীত চলচ্চিত্র

বছরচলচ্চিত্রভূমিকাপরিচালকসহশিল্পীভাষাপ্রযোজক
২০০৭নবাব নন্দিনীনবাবহারানাথ চক্রবর্তীকোয়েল মল্লিকবাংলাজগদীশ পান্ডে
২০০৮ভালবাসা ভালবাসাসিদ্ধার্থরবি কিনাগীশ্রাবন্তী চট্টোপাধ্যায়বাংলাএসকে মুভিজ
২০০৮চিরসাথীরাজুহারানাথ চক্রবর্তীকোয়েল মল্লিকবাংলাজি ফিল্মস্‌
২০০৯জ্যাকপটঅর্ক্যকৌশিক গাঙ্গুলীকোয়েল মল্লিকবাংলাশ্রী ভেঙ্কটেশ ফিল্মস
২০০৯মা আমার মাসূর্যহরনাথ চক্রবর্তীদীপান্বিতা পাত্রবাংলাব্রান্ড ভ্যালু কমিউনিকেশন্স লিমিটেড
২০০৯ওলট পালটরোহানস্বপন সাহাশ্রেয়া সরণবাংলাজি ফিল্মস্‌
২০০৯রিস্করনিরিঙ্গো বন্দ্যোপাধ্যায়প্রিয়াঙ্কা সরকারবাংলাইনক্স ও আর.কে.কে মোশন পিকচারস্
২০১০মন যে করে উড়ু উড়ুরাহুলসুজিত গুহকোয়েল মল্লিকবাংলাসুরিন্দর ফিল্মস
২০১০বড় একা লাগেসিদ্ধার্থগোবিন্দ শিলটুয়াবাংলাড্রিম ওয়েজ মুভিজ এন্টারটেইনমেন্ট (প্রাঃ) লিমিটেড
২০১২মাচো মাস্তানা [2]নবাবরেশমী মিত্রপূজা বোসবাংলারেম্যাক ফিল্মজ
২০১২লে হালুয়া লেরাহুলরাজা চন্দপায়েল সরকার, সোহম চক্রবর্তীবাংলাশ্রী ভেঙ্কটেশ ফিল্মস
২০১২ভুলভাল...টোটাল কনফিউশানবিশেষ আবির্ভাবশঙ্কর ঘোষবাংলাএনকেশ এন্টারটেইনমেন্ট লিমিটেড
২০১২মিষ্টি ছেলের দুষ্টুমিবিশেষ আবির্ভাবপার্থ মান্নাবাংলানুপুর ক্রিয়েশন্স
নভেম্বর ২০১৩মজনুঅভিকরাজীব বিশ্বাসশ্রাবন্তী চট্টোপাধ্যায়বাংলাশ্রী ভেঙ্কটেশ ফিল্মসসুরিন্দর ফিল্মস
২০১৭মেহের আলিমেহের আলিঅরিন্দম দেঅমৃতা চট্টোপাধ্যায়, শতরূপা পাইনবাংলানিয়াসা ফিল্ম পিভিটি এলটিডি ও আনুস্কা আর্ট
২০১৭জিও পাগলাআনন্দরবি কিনাগীপায়েল সরকারবাংলাসুরিন্দর ফিল্মস

গায়ক হিরণ

তিনি বিন্দাস নামে একটি ভিডিও গানের সিডি বের করেছেন। এখানে তিনি এবং তার স্ত্রী অভিনয় করেছেন এবং গান গেয়েছেন। ভিডিওটি ইতিমধ্যে ইউটিউবে মুক্তি পেয়েছে।

পুরস্কার

  • নবাব নন্দিনী চলচ্চিত্রের জন্য আনন্দলোক সেরা অ্যাকশন হিরো পুরষ্কার।
  • ভালবাসা ভালবাসা ছবির জন্য বি.এফ.জে.এ সবচেয়ে প্রতিজ্ঞাবদ্ধ নায়ক পুরষ্কার।
  • মাচো মুস্তানার জন্য উত্তম কলাকার পুরস্কার ২০১২

সামাজিক কার্যকলাপ

তিনি ভয়েস অফ ওয়ার্ল্ড নামক একটি এন.জি.ও'র সাথে যুক্ত। তিনি এখানের একজন নিয়মিত দাতা এবং তিনি সত্যিকার অর্থেই একজন সমাজসেবক। তার এ ভূমিকা সত্যিই প্রশংসনীয়।

হিরণ,ভয়েস অফ ওয়ার্ল্ডের ছাত্রছাত্রীদের সঙ্গে নিজের জন্মদিনের উৎসবে।

তথ্যসূত্র

  1. "The Telegraph"
  2. "হিরণের 'দাদা'"আনন্দবাজার পত্রিকা। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০১২

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.