উলুবেড়িয়া
উলুবেড়িয়া ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া জেলার একটি শহর ও পৌরসভা এলাকা।
উলুবেড়িয়া উলুবেড়িয়া | |
---|---|
![]() ![]() উলুবেড়িয়া | |
স্থানাঙ্ক: ২২.৪৭° উত্তর ৮৮.১১° পূর্ব | |
দেশ | ![]() |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
জেলা | হাওড়া |
উচ্চতা | ১ মিটার (৩ ফুট) |
জনসংখ্যা (২০০১) | |
• মোট | ২,০২,০৯৫ |
ভাষাসমূহ | |
• সরকারী | বাংলা, ইংরাজি |
সময় অঞ্চল | IST (ইউটিসি+5:30) |
লোকসভা নির্বাচন কেন্দ্র | উলুবেড়িয়া |
বিধানসভা নির্বাচন কেন্দ্র | উলুবেড়িয়া পূর্ব |
জনসংখ্যার উপাত্ত
ভারতের ২০০১ সালের আদম শুমারি অনুসারে উলুবেড়িয়া শহরের জনসংখ্যা হল ২০২,০৯৫ জন।[1] এর মধ্যে পুরুষ ৫২% এবং নারী ৪৮%।
এখানে সাক্ষরতার হার ৬৪%। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৭০% এবং নারীদের মধ্যে এই হার ৫৮%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে উলুবেড়িয়া এর সাক্ষরতার হার বেশি।
এই শহরের জনসংখ্যার ১৩% হল ৬ বছর বা তার কম বয়সী। পৌরসভার তথ্য অনুযায়ী, ৩৩.৭২ বর্গ/কিমি এলাকায় ২ লক্ষ ৩২ হাজার ২৯০ জন (সেনসাস,২০১১) জনসংখ্যা নিয়ে গঠিত উলুবেড়িয়া পৌরসভা। উক্ত জনসংখ্যার মধ্যে বার্ধক্য ভাতা পায় ৬৪৮৭ জন (এর মধ্যে ৫৮৫জন ৮০ বছরের উর্দ্ধে), বিধবা ভাতা পায় ২৮০১ জন ও প্রতিবন্ধী ভাতা পায় ২৬৩ জন। মোট ৯৫৫১ জন বিধবা ভাতা, বার্ধক্য ভাতা ও প্রতিবন্ধী ভাতা পায় উলুবেড়িয়া পৌরসভা থেকে।
তথ্যসূত্র
- "ভারতের ২০০১ সালের আদম শুমারি"। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০০৬।