স্বপন সাহা

স্বপন সাহা (জন্মঃ ১০ই জানুয়ারী ১৯৩০) হলেন বাংলা চলচ্চিত্রের একজন প্রখ্যাত পরিচালক, যিনি প্রায় ১০০-টির কাছাকাছি চলচ্চিত্র পরিচালনা করেছেন। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে বেশ কয়েকটি বাণিজ্যিকভাবে সফল পরিচালনার সূত্রপাত স্বপন সাহার হাত ধরে ঘটে। সাম্প্রতিকালে তিনি আর সিনেমা বানাননা।[1][2]

স্বপন সাহা
জন্ম (1930-01-10) ১০ জানুয়ারি ১৯৩০
জাতীয়তাভারতীয়
পেশাচলচ্চিত্র পরিচালক
কার্যকাল১৯৯২-২০১৭

চলচ্চিত্রের তালিকা

  • বেদেনীর প্রেম (১৯৯২)
  • মান সম্মান (১৯৯৩)
  • বিশ্বাস অবিশ্বাস (১৯৯৪)
  • দাঙ্গা (১৯৯৪)
  • সুজন সখী (১৯৯৫)
  • নাগিনকন্যা (১৯৯৫)
  • ভাই আমার ভাই (১৯৯৬)
  • ঝিনকুমালা (১৯৯৬)
  • সখী তুমি কার (১৯৯৬)
  • অবুঝ মন (১৯৯৬)
  • আদরের বোন (১৯৯৭)
  • কমলার বনবাস (১৯৯৭)
  • বকুল প্রিয়া (১৯৯৭)
  • মায়ের দিব্বি (১৯৯৭)
  • তোমাকে চাই (১৯৯৭)
  • পিতা মাতা সন্তান (১৯৯৭)
  • নিষ্পাপ আসামী (১৯৯৭)
  • সবার উপরে মা (১৯৯৭)
  • মায়ার বাধন (১৯৯৭)
  • মাটির মানুষ (১৯৯৭)
  • প্রাণের চেয়েও প্রিয় (১৯৯৮)
  • নয়নের আলো (১৯৯৮)
  • নাগ নাগিনী (১৯৯৮)
  • ঘরের লক্ষ্মী (১৯৯৮)
  • বাবা কেন চাকর (১৯৯৮)
  • সুন্দরী (১৯৯৮)
  • শিমুল পারুl (১৯৯৮)
  • স্বামীর আদেশ (১৯৯৮)
  • তোমায় পাবো বলে (১৯৯৯)
  • স্বামীর ঘর (১৯৯৯)
  • সত্যম শিবম সুন্দরম (১৯৯৯)
  • সন্তান যখন শত্রু (১৯৯৯)
  • মানুষ কেন বেইমান (১৯৯৯)
  • মধু মালতি (১৯৯৯)
  • কাঞ্চনমালা (১৯৯৯)
  • সাতভাই (২০০০)
  • গরিবের সংসার (২০০০)
  • এই ঘর এই সংসার (২০০০)
  • ভালোবাসি তোমাকে (২০০০)
  • জবাব চাই (২০০১)
  • গুরু শিষ্য (২০০১)
  • স্ত্রীর মর্যাদা (২০০২)
  • শত্রুর মোকাবিলা (২০০২)
  • কুরুক্ষেত্র (২০০২)
  • সুক দুঃখের সংসার (২০০৩)
  • স্নেহের প্রতিদান (২০০৩)
  • সবুজ সাথী (২০০৩)
  • কর্তব্য (২০০৩)
  • গুরু (২০০৩)
  • ত্যাগ (২০০৪)
  • সজনী (২০০৪)
  • কুলি (২০০৪)
  • অন্যায় অত্যাচার (২০০৪)
  • অগ্নি (২০০৪)
  • রাজমহল (২০০৫)
  • দেবী (২০০৫)
  • অগ্নিশপথ (২০০৬)
  • স্বার্থপর (২০০৬)
  • সকাল সন্ধ্যা (২০০৬) - তামিল চলচ্চিত্র உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் এর পুনর্করণ
  • এমএলএ ফাটাকেষ্ট (২০০৬)
  • হিরো (২০০৬) - কন্নড় চলচ্চিত্র আপ্পু এর পুনর্করণ
  • হাঙ্গামা (২০০৬)
  • ঘটক (২০০৬) - তামিল চলচ্চিত্র தூள் এর পুনর্করণ
  • অভিমন্যু (২০০৬)
  • টাইগার (২০০৭) - তামিল চলচ্চিত্রரமணா এর পুনর্করণ
  • গ্রেফতার (২০০৭)
  • মিনিস্টার ফাটাকেষ্ট (২০০৭)
  • টক্কর (২০০৮)
  • জোর (২০০৮) - তেলুগু চলচ্চিত্র ఒక్కడు এর পুনর্করণ
  • জন্মদাতা (২০০৮)
  • গোলমাল (২০০৮) - মালয়ালম চলচ্চিত্রে തെങ്കാശിപ്പട്ടണം এর পুনর্করণ
  • আমার প্রতিজ্ঞা (২০০৮)
  • রাজকুমার (মুক্তি পায়েনি) (২০০৮)
  • অচেনা প্রেম (২০১১) - কন্নড় চলচ্চিত্র ಮುಸ್ಸಂಜೆ ಮಾತು এর পুনর্করণ
  • শ্রেষ্ঠ বাঙালি (২০১৭)

প্রযোজক হিসেবে

  • মানুষ কেন বেইমান (১৯৯৯)

তথ্যসূত্র

  1. "Filmmaker Swapan Saha joins TV- Buzz18 Entertainment"। buzz18.in.com। সংগ্রহের তারিখ ২০০৮-১০-২৭
  2. "SWAPAN SAHA: Film Database - CITWF"। www.citwf.com। ২০১২-০২-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-১০-২৭

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.