এসকে মুভিজ

এসকে মুভিজ একটি ভারতীয় চলচ্চিত্র প্রযোজনা সংস্থা ও বিতরণ কোম্পানি যেটির প্রতিষ্ঠাতা কর্ণধার হলেন হিমাংশু ধানুকা এবং অশোক ধানুকা। কলকাতার পশ্চিমবঙ্গে প্রযোজনা সংস্থাটির সদর দফতর অবস্থিত। মূলত প্রতিষ্ঠানটির মূল উদ্দেশ্য হল বাংলা ভাষার চলচ্চিত্রসমূহ নির্মাণ নিয়ে কাজ করা। [1]

এসকে মুভিজ
Eskay Movies
মিডিয়া ও এন্টারটেইনমেন্ট কোম্পানি
প্রতিষ্ঠাকালএসকে ভিডিও প্রাইভেট লিমিটেড ফেব্রুয়ারী ১৯৮৮
সদরদপ্তরকলকাতা, পশ্চিম বঙ্গ, ভারত
প্রধান ব্যক্তি
অশোক ধানুকা
হিমাংশু ধানুকা
ওয়েবসাইটএসকে মুভিজ

চলচ্চিত্র নির্মাণ

বছর চলচ্চিত্র ভাষা শ্রেষ্ঠাংশে পরিচালক মন্তব্য
২০০৭ পাগল প্রেমী বাংলা যশ দাশগুপ্ত , অর্পিতা পাল , ঋত্বিক চক্রবর্তী হর পাটনায়েক আরিয়া এর রিমেক
২০১২ বিক্রম সিংহ: দ্যা লায়ন ইজ ব্যাক প্রসেনজিত চট্টোপাধ্যায়, রিচা গঙ্গোপাধ্যায় রাজ চক্রবর্তী বিক্রমাকুডু এর রিমেক
২০১৩ খোকা ৪২০ দেব, শুভশ্রী গাঙ্গুলী, নুসরাত জাহান রাজিব বিশ্বাস বৃন্দাবনাম এর রিমেক
খিলাড়ি অঙ্কুশ হাজরা, নুসরাত জাহান অশোক পতি দেনিকাইনা রেডি এর রিমেক
কানামাছি অঙ্কুশ হাজরা, শ্রাবন্তী চট্টোপাধ্যায় রাজ চক্রবর্তী আসল
২০১৪ আমি শুধু চেয়েছি তোমায় অঙ্কুশ হাজরা, শুভশ্রী গাঙ্গুলী অশোক পতি আর্য ২ এর রিমেক
২০১৫ রোমিও বনাম জুলিয়েট অঙ্কুশ হাজরা, মাহিয়া মাহী সিং বনাম কর এর রিমেক , সহ-প্রযোজনা জাজ মাল্টিমিডিয়া
অগ্নি ২ ওম,মাহিয়া মাহী ইফতকার চৌধুরী, হিমাংশু ধানুকা সহ-প্রযোজনা - জাজ মাল্টিমিডিয়া
আশিকী - ট্রু লাভ অঙ্কুশ হাজরা, নুসরাত ফারিয়া মাজহার অশোক পতি ইষ্ক এর রিমেক ,সহ প্রযোজনা - জাজ মাল্টিমিডিয়া
মায়ের বিয়ে সায়নী ঘোষ, শ্রীলেখা মিত্র অভিজিৎ গুহ,সুদেশনা রয় কমেডি চলচ্চিত্র
২০১৬ অঙ্গার ওম, ফাল্গূনী রহমান জলি ওয়াজেদ আলি সুমন অপ্পয়া এর রিমেক,সহ প্রযোজনা- জাজ মাল্টিমিডিয়া
হিরো ৪২০ ওম, নুসরাত ফারিয়া মাজহার, রিয়া সেন সুজিত মণ্ডল মস্কা এর রিমেক,সহ প্রযোজনা - জাজ মাল্টিমিডিয়া
নিয়তি আরিফিন শুভ, ফাল্গূনী রহমান জলি জাকির হুছেইন রাজু সহ প্রযোজনা - জাজ মাল্টিমিডিয়া
বাদশা - দ্যা ডন জিৎ, নুসরাত ফারিয়া মাজহার, শ্রদ্ধা দাস বাবা যাদব ডন সিনু এর রিমেক , সহ প্রযোজনা - জাজ মাল্টিমিডিয়া
শিকারী শাকিব খান, শ্রাবন্তী চট্টোপাধ্যায় জয়দীপ মুখার্জী, জাকির হুছেইন সহ প্রযোজনা - জাজ মাল্টিমিডিয়া
রক্ত জিয়াউল রোশন, পরিমনি মালেক আফসারী
প্রেম কি বুঝিনি ওম, শুভশ্রী গাঙ্গুলী সিদ প্রযোজনা জাজ মাল্টিমিডিয়া
খিলাড়ি রিটার্নছ অঙ্কুশ হাজরা, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় রবি কিনাগী
২০১৭ নবাব শাকিব খান, শুভশ্রী গাঙ্গুলী জয়দীপ মুখার্জী
২০১৮ চালবাজ শাকিব খান, শুভশ্রী গাঙ্গুলী
ভাইজান এলো রে শাকিব খান, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, পায়েল সরকার
ঘোষিত হবে ডিটেকটিভ আরিফিন শুভ,নুসরাত ফারিয়া মাজহার তপন আহমেদ বাংলাদেশপশ্চিমবঙ্গের সহ প্রযোজনা

আরো দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

ইন্টারনেট মুভি ডেটাবেসে (আইএমডিবি) এসকে মুভিজ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.