জিৎ (অভিনেতা)

জিৎ নামে পরিচিত জিতেন্দ্র মদনানী ভারতের বিশেষত পশ্চিমবঙ্গের একজন বিখ্যাত অভিনেতা। তিনি ২০০২ সালে তার অভিনীত প্রথম চলচ্চিত্র সাথী-তে তার ভূমিকার জন্য বি.এফ.জে.এ সবচেয়ে সম্ভাবনাময় অভিনেতার পুরস্কার পান। এই ছবিটি বাণিজ্যিক সাফল্যও লাভ করে। তিনি স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড লাভ করেন, টিভি শো কোটি টাকার বাজি রিয়েলিটি শো-এ সঞ্চালক হওয়ার জন্য। তিনি টলিউডের সর্বোচ্চ হিট ছবিতে অভিনয়ের গৌরব অর্জন করেন। ঐ ছবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছবি হলঃ সাথী, জোশ, শত্রু, দুই পৃথিবী, ফাইটার, "পাওয়ার,"বচ্চন","১০০% লাভ, এবং ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত রেকর্ড করা ছবি আওয়ারা। তিনি ২০১২ সালের আনন্দলোক অ্যাওয়ার্ড পান এই আওয়ারা ছবিতে অভিনয়ের জন্য।

জিৎ
২০১৭-এ জিৎ
জন্ম
জিতেন্দ্র মদনানী

(1978-11-30) ৩০ নভেম্বর ১৯৭৮
পেশাঅভিনেতা
কার্যকাল২০০২–বর্তমান
উচ্চতা৫'১০"
দাম্পত্য সঙ্গীমোহনা রতলানী (২০১১-বর্তমান)

প্রথম জীবন

তিনি প্রথমে সেন্ট জোসেফ এন্ড মারি স্কুল, নিউ আলিপুর ও পরে ন্যাশনাল হাই স্কুলে পড়াশোনা করেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়-কর্তৃক পরিচালিত ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজ হতে গ্রাজুয়েট হন। পরে তিনি তার পরিবারের ব্যবসায় যোগদান করেন।[1][2] তবে সৃজনশীল কাজের প্রতি তার বরাবরই উৎসাহ ছিল। মাঝেমধ্যে তিনি বিখ্যাত অভিনেতাদের অভিনয় অনুকরন করার চেষ্টা করতেন। তার বন্ধু রাজেশ চৌধুরী সৃজনশীল দুনিয়ায় তার ভাগ্য পরীক্ষা করতে বলেন।

এরপর তিনি বিভিন্ন কাজে যোগদান করেন। এরপর তিনি বিভিন্ন সিরিয়ালে যেমনঃ বিষবৃক্ষ-এ তারাচরণ চরিত্রে, জননী-এ অনিল চরিত্রে সহ আরো কিছু সিরিয়ালে অভিনয় করেন। এরপর তিনি মুম্বাই যান এবং তার উদ্দেশ্যে কোন প্রকার বাঁধা ছাড়াই পাঁচ বছর সেখানে থাকেন।

ছুটিতে কলকাতায় আসার পর তিনি বিভিন্ন পরিচালক ও প্রযোজকদের সাথে দেখা করেন। এরপর তিনি প্রসেনিয়াম আর্ট সেন্টার নামক এক প্রতিষ্ঠানের সাথে যুক্ত হন। এই প্রতিষ্ঠানে তিনি বিভিন্ন ইংরেজি নাটকে অভিনয় করেন যেমনঃ আর্মস অ্যান্ড দ্য ম্যান, ম্যান অ্যাট দ্য ফ্লোর। তারপর তিনি আবার মুম্বাই যান এবং এক তেলেগু ছবিতে অভিনয় করেন। ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবির নাম ছিল চাঁদু এবং পরিচালক ছিল দক্ষিণ ভারতীয়। এই ছবিটি তেমন কোন পরিচয় তাকে এনে দিতে পারল না, যা তিনি আশা করেছিলেন।

২০০১ সালের অক্টোবরে তিনি আবার কলকাতায় আসেন এবং পরিচালক হারানাথ চক্রবর্তীর কাছ থেকে দেখা করার প্রস্তাব পান এন.টি.ওয়ান. স্টুডিওতে। তার কাছ থেকে তিনি ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত সাথী ছবিতে অভিনয়ের প্রস্তাব পান এবং এই ছবির দৃশ্যায়ন শুরু হয় ১৫ জানুয়ারি, ২০০২ থেকে। এই ছবি জিৎকে বাংলা ছবির জগতে এক বিশেষ স্থান করে দেয়। তার স্বাভাবিক কিন্তু ভাষাসমৃদ্ধ অভিনয় দ্রুতই তাকে বাংলা চলচ্চিত্রপ্রেমীদের হৃদয়ে স্থান করে দেয়। যদিও তিনি রোমান্টিক চরিত্রে অভিনয় শুরু করেন, ক্রমশ তিনি একজন অ্যাকশন হিরো হিসেবে আত্মপ্রকাশ করেন। ২০০৫ সালে থামস্‌ আপ-এর এক বিজ্ঞাপনে অভিনয় করে তিনি আরো সুপরিচিত হন। ২০১২ সালে তিনি একজন অসফল প্রযোজক হিসেবে সমাদৃত হন, তার অভিনীত ১০০% লাভ ছবিতে প্রযোজনার মাধ্যমে। তার পরের ছবি আওয়ারা বাজারে ভালোই চলেছে।[3] তার নতুন ছবি আসছে ২০১৩ সালে। এর মধ্যে শ্রাবন্তীর বিপরীতে অভিনীত দিওয়ানা এবং শুভশ্রী গাঙ্গুলীর বিপরীতে অভিনীত বস ছবি বেশ উল্লেখযোগ্য। বস ছবিটি ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত মহেশ বাবুর পরিচালিত ব্লকবাস্টার তেলেগু ছবি বিজন্যাসম্যান ছবির পুনর্নির্মান। এই ছবিটি বাবা যাদব- এর পরিচালনা ও রিলায়েন্স এন্টারটেইনমেন্ট- এর প্রযোজনায় মুক্তি পায়।

ব্যক্তিজীবন

তিনি ২৪শে জানুয়ারি ২০১১ সালে এক স্কুলশিক্ষক মোহনা রতলানীকে বিয়ে করেন।[4] তিনি ১২ই ডিসেম্বর, ২০১২ সালে এক কন্যা সন্তানের জনক হন। মেয়ের নাম নবন্যা[1]

চলচ্চিত্র

জিৎ ২০০১ সালে তেলুগুতে চাঁদু ছবিতে প্রথম অভিনয় করেন তার পর তিনি ২০০২ সালে প্রিয়াঙ্কা ত্রিবেদীর বিপরীতে সাথী ছবিতে অভিনয়ের মাধ্যমে তার পশ্চিমবঙ্গে অভিনয় জীবন শুরু করেন। পশ্চিমবঙ্গে সব থেকে বেশি জনপ্রিয় অভিনেতা তিনি। শুধু ভারতেই নয়, বাংলাদেশেও জিৎ এর জনপ্রিয়তা অনেক। তার সর্বশেষ ছবি ইনস্পেকটর নট্টিকে আশানুরূপ ব্যবসা করতে না পারলেও তার আগের দুই বাংলায় মুক্তি প্রাপ্ত জিৎ এর বস ২ বক্সঅফিসে সাড়া ফেলতে সক্ষম হয়েছিল।

ব্যাবসায়ীক ভাবে এই অভিনেতার ভূমিকা অনেক। সাথী থেকে আজো পর্যন্ত জনপ্রিয়তার প্রথম সারিতে রয়েছে এই শক্তিমান অভিনেতা।

ভারত-বাংলাদেশের অংশগ্রহণে যৌথ প্রযোজনায় অভিনিত একাধিক চলচ্চিত্র রয়েছে তার ক্যারিয়ার এ। তার অভিনীত প্রথম যৌথ প্রযোজনার ছবি বাদশা - দ্য ডন ২০১৬ সালের বাংলাদেশের সর্বাধিক আয়কৃত সিনেমা ছিল। এবং বাংলাদেশের ইতিহাসের সেরা আয়কৃত ১০ টি সিনেমার একটি হল বাদশা - দ্য ডন। বাংলাদেশের প্রয়াত অভিনেতা মান্না অভিনীত আম্মাজান ছবিটি তাঁর প্রিয়।

চলচ্চিত্র

নামসহশিল্পীপরিচালকপ্রযোজকভাষা
প্যান্থার - হিন্দুস্থান মেরি জান শ্রদ্ধা দাস অংশুমান প্রত্যুষ Jeetz Fimworks বাংলা
শেষ থেকে শুরু কোয়েল মল্লিক,রিত্বাভরী,ত্রিধা রাজ চক্রবর্তী Jeetz Filmworks,গ্রাসরুট এন্টারটেইনমেন্ট বাংলা
বাচ্চা শ্বশুর কৌশানি মুখার্জী বিশ্বরূপ বিশ্বাস,পাভেল গ্রাসরুট এন্টারটেইনমেন্ট,Jeetz filmworks,সুরিন্দর ফিল্মস বাংলা
বাঘ বন্দি খেলা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় রাজা চন্দ, সুজিত মণ্ডল, হরনাথ চক্রবর্তী সুরিন্দর ফিল্মস বাংলা
ইন্সপেক্টর নটি কে নুসরাত ফারিয়া মাজহার অশোক পাতি Jeetz Flimworks, জাজ মাল্টিমিডিয়া, সুরিন্দার ফিল্মস বাংলা
সুলতান-দ্য সেভিয়ার বিদ্যা সিনহা সাহা মীম, প্রিয়াংকা সরকার রাজা চন্দ Jeetz Flimworks, জাজ মাল্টিমিডিয়া, সুরিন্দার ফিল্মস বাংলা
বস ২ শুভশ্রী গাঙ্গুলী, নুসরাত ফারিয়া মাজহার বাবা যাদব Jeetz Flimworks, জাজ মাল্টিমিডিয়া বাংলা
বাদশা - দ্য ডন নুসরাত ফারিয়া মাজহার, এন. এইচ. নাঈম বাবা যাদব এস্‌কে মুভিজ, জাজ মাল্টিমিডিয়া বাংলা
অভিমানসায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, শুভশ্রী গাঙ্গুলীরাজ চক্রবর্তীরিলায়েন্স এন্টারটেইনমেন্ট, গ্রাসরুট এন্টারটেইনমেন্টবাংলা
পাওয়ারসায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, নুসরাত জাহানরাজিব বিশ্বাসশ্রী ভেঙ্কটেশ ফিল্মসবাংলা
বেশ করেছি প্রেম করেছি [5]কোয়েল মল্লিক, আরিয়ান ভৌমিকরাজা চন্দশ্রী ভেঙ্কটেশ ফিল্মসবাংলা
বচ্চনঐন্দ্রিতা রায়, পায়েল সরকাররাজা চন্দরিলায়েন্স এন্টারটেইনমেন্ট, গ্রাসরুট এন্টারটেইনমেন্টবাংলা
গেমশুভশ্রী গাঙ্গুলীবাবা যাদবরিলায়েন্স এন্টারটেইনমেন্ট, গ্রাসরুট এন্টারটেইনমেন্টবাংলা
রয়েল বেঙ্গল টাইগারশ্রদ্ধা দাস, আবীর চট্টোপাধ্যায়, প্রিয়াঙ্কা সরকারনীরাজ পাণ্ডেরিলায়েন্স এন্টারটেইনমেন্ট, ভিয়াকম ১৮, ফ্রাইডে ফিল্মওয়ার্কবাংলা
বসশুভশ্রী গাঙ্গুলীবাবা যাদবরিলায়েন্স এন্টারটেইনমেন্ট, গ্রাসরুট এন্টারটেইনমেন্টবাংলা
দিওয়ানাশ্রাবন্তী চট্টোপাধ্যায়রবি কিনাগীরিলায়েন্স এন্টারটেইনমেন্টবাংলা
আওয়ারাসায়ন্তিকা ব্যানার্জীরবি কিনাগীশ্রী ভেঙ্কটেশ ফিল্মসবাংলা
হেমলক সোসাইটিবিশেষ আবির্ভাবসৃজিত মুখার্জীশ্রী ভেঙ্কটেশ ফিল্মসবাংলা
১০০% লাভকোয়েল মল্লিকরবি কিনাগীশ্রী ভেঙ্কটেশ ফিল্মস, গ্রাসরুট এন্টারটেইনমেন্টবাংলা
হ্যালো মেমসাহেবপ্রিয়াঙ্কা ত্রিভেদীশিবুপ্রসাদ মুখার্জীএস্‌কে মুভিজবাংলা
শত্রুনুসরাত জাহানরাজ চক্রবর্তীএস্‌কে মুভিজবাংলা
ফাইটারশ্রাবন্তী চট্টোপাধ্যায়রবি কিনাগীএস্‌কে মুভিজবাংলা
দুই পৃথিবীকোয়েল মল্লিকরাজ চক্রবর্তীশ্রী ভেঙ্কটেশ ফিল্মসবাংলা
জোশশ্রাবন্তী চট্টোপাধ্যায়রবি কিন্নাগীশ্রী ভেঙ্কটেশ ফিল্মসবাংলা
নটবর নট আউটবিশেষ আবির্ভাবঅমিত সেনগুপ্তঅমিত সেনগুপ্তবাংলা
ওয়ান্টেডশ্রাবন্তী চট্টোপাধ্যায়রবি কিনাগীএস্‌কে মুভিজবাংলা
নীল আকাশের চাঁদনীযিশু সেনগুপ্ত, কোয়েল মল্লিকসুজিত গুহপ্রিন্স এন্টারটেইনমেন্টবাংলা
সাত পাকে বাঁধাকোয়েল মল্লিক,লকেট চট্টোপাধ্যায়সুজিত মন্ডলসুরিন্দার ফিল্মস, শ্রী ভেঙ্কটেশ ফিল্মসবাংলা
হাসি খুশী ক্লাববর্ষা প্রিয়দর্শিনীশঙ্খ ব্যানার্জীদ্য ভয়েজবাংলা
পার্টনারস্বস্তিকা মুখার্জীশংকর রায়নিউ হরাইজন ফিল্মসবাংলা
পেয়ার জব কেহু সে হো জালাদিয়া দেশাইওমর খানশ্রী ভেঙ্কটেশ ফিল্মসভোজপুরি
জোরবর্ষা প্রিয়দর্শিনীস্বপন সাহাটি.সরকার প্রোডাকশনবাংলা
কৃষ্ণকান্তের উইলস্বস্তিকা মুখোপাধ্যায়, মোনালি ঠাকুররাজা সেননীলকান্ত নির্মন প্রাঃ লিঃবাংলা
পিতৃভূমিস্বস্তিকা মুখোপাধ্যায়, শুভশ্রী গাঙ্গুলীপ্রভাত রায়রোজ ভ্যালি মোশন পিকচারবাংলা
বিধাতার লেখাপ্রিয়াংশু চট্টোপাধ্যায়, হৃশিতা ভাট্টরাজা মুখার্জীজে.আর.এন্টারটেইনারসবাংলা
ঘাতককোয়েল মল্লিকস্বপন সাহাসুরিন্দার ফিল্মসবাংলা
ক্রান্তিস্বস্তিকা মুখোপাধ্যায়রিঙ্গো ব্যানার্জীশ্রী ভেঙ্কটেশ ফিল্মসবাংলা
প্রিয়তমাস্বস্তিকা মুখোপাধ্যায়প্রভাত রায়নিকিতা আর্ট মুভিজবাংলা
সাথীহারাস্বস্তিকা মুখোপাধ্যায়বীরেশ চ্যাটার্জীলক্ষী চিত্রমবাংলা
হিরোকোয়েল মল্লিকস্বপন সাহাসুরিন্দার ফিল্মসবাংলা
চোরে চোরে মাসতুতো ভাইবিশেষ আবির্ভাবঅনুপ সেনগুপ্তবাংলা
শুভদৃষ্টিকোয়েল মল্লিক, পরমব্রত চ্যাটার্জীপ্রভাত রায়শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, রাজশ্রী প্রোডাকশনসবাংলা
যুদ্ধমিঠুন চক্রবর্তী, কোয়েল মল্লিকরবি কিনাগীশ্রী ভেঙ্কটেশ ফিল্মসবাংলা
মানিককোয়েল মল্লিকপ্রভাত রায়প্রদীপ ভট্টাচার্যবাংলা
শক্তিরাইমা সেনসাবা সিম্বা রাওবিজয় ফিল্মসবাংলা
বন্ধনকোয়েল মল্লিকরবি কিনাগীশ্রী ভেঙ্কটেশ ফিল্মসবাংলা
মাস্তানস্বস্তিকা মুখোপাধ্যায়রবি কিনাগীসুরিন্দার ফিল্মস, শ্রী ভেঙ্কটেশ ফিল্মসবাংলা
প্রেমযিশু সেনগুপ্ত, চন্দনা শর্মারবি কিনাগীসুরিন্দার ফিল্মস, শ্রী ভেঙ্কটেশ ফিল্মসবাংলা
আক্রোশঋতুপর্ণা সেনগুপ্তপ্রশান্ত নন্দীপ্রতীক প্রোডাকশনসবাংলা
সোনার শাখালিস্বস্তিকা মুখোপাধ্যায়রবি কিনাগীতাড়িনী সিনে আর্টসওড়িয়া
সঙ্গীপ্রিয়াঙ্কা ত্রিবেদী, শিলাজিৎ মজুমদারহারানাথ চক্রবর্তীশ্রী ভেঙ্কটেশ ফিল্মসবাংলা
আমার মায়ের শপথরেশমী ঘোষদুলাল ভৌমিকআফতাব পিকচারসবাংলা
নাটের গুরুকোয়েল মল্লিকহারানাথ চক্রবর্তীশ্রী ভেঙ্কটেশ ফিল্মসবাংলা
চ্যাম্পিয়নশ্রাবন্তীরবি কিনাগীশ্রী ভেঙ্কটেশ ফিল্মসবাংলা
সাথীপ্রিয়াঙ্কা ত্রিবেদীহারানাথ চক্রবর্তীশ্রী ভেঙ্কটেশ ফিল্মসবাংলা
চাঁদুঅনুঅজানাঅজানাতেলুগু

তথ্যসূত্র

  1. "Bengali Actor Jeet"। ১৮ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১৩
  2. "Bengali Actor Jeet"। ১৪ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০১৩
  3. "বোল বচ্চন করে লাভ নেই, কাজ করে যাও"আনন্দবাজার পত্রিকা। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০১২
  4. "Jeet Marriage"। ১৪ আগস্ট ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০১৩
  5. "প্রত্যাশা অনেক, পুরণও হবে"এই সময়। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০১৫

বহিঃসংযোগ

টেমপ্লেট:জিৎ-কোয়েল চলচ্চিত্র

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.