প্রিয়াঙ্কা ত্রিবেদী

প্রিয়াঙ্কা ত্রিবেদী (ইংরেজি: Priyanka Trivedi); হলেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী যিনি মূলত কর্ণাটক, তামিল চলচ্চিত্রে কাজ করে থাকেন। এছাড়াও তিনি বেশ কিছু তেলুগু চলচ্চিত্র এবং পশ্চিমবঙ্গের জনপ্রিয় কিছু চলচ্চিত্রে কাজ করেছেন। তবে তিনি তার কর্ণাটক চলচ্চিত্রে অভিনয়ের সুবাদে ব্যাপকভাবে জনপ্রিয় একজন অভিনেত্রী হিসেবে পরিচিত।[1]

প্রিয়াঙ্কা ত্রিবেদী
জন্ম
প্রিয়াঙ্কা ত্রিবেদী

পেশাঅভিনেত্রী
দাম্পত্য সঙ্গীউপেন্দ্র
সন্তান

ব্যক্তিগত জীবন

প্রিয়াঙ্কা কর্ণাটক চলচ্চিত্রের অভিনেতা, পরিচালক এবং স্ক্রিপ্ট লেখক উপেন্দ্রকে বিয়ে করেন। এই দম্পতির ২টি সন্তান রয়েছে। তিনি কটিগব্বা চলচ্চিত্রে বিষুবর্ধনের বিপরীতে অভিনয় করেন। এরপর তিনি উপেন্দ্র এর সাথে "র", "এইচটুও" ও "শ্রীমতি" এবং রবিচন্দ্রন এর সাথে "মাল্লা" চলচ্চিত্রে কাজ করেন।

চলচ্চিত্রের তালিকা

বছরচলচ্চিত্রভূমিকাভাষাঅন্যান্য নোটসমূহ
১৯৯৮হঠাৎ বৃষ্টি[2]বাংলা
রক্তের দোষেবাংলা
বাদা দিনহিন্দি
১৯৯৯সওতেলাহিন্দি
২০০১রালশান্তিতেলুগু
কটিগব্বাকন্নাটা
সুরিতেলুগু
মুঝে মেরি বিবি সে বাচাওসোনিয়া মালকানিহিন্দি
চুপি চুপিবাংলা
২০০২রাজ্জিয়ামআনুতামিলএপ্রিল
রাজাপ্রিয়া মহালক্সীতামিল
টক ঝাল মিষ্টি[3]দিপান্তিকাবাংলা
সাথীসোনালীবাংলা
গুরু মহাগুরুহিন্দি
দুর্গাহিন্দি
২০০৩কাদহাল সাদুগুদুকাওসালয়া চিদাম্বারামতামিল
সঙ্গীবাংলা
এইচটুওকাবেরীকন্নড়
আইসঅঞ্জলীতামিল
২০০৪রাউডি আল্লিয়াকন্নড়
মাল্লাপ্রিয়াকন্নড়
জানানামতামিল
২০০৬অগ্নীপরীক্ষাবাংলা
২০০৮আমার প্রতিজ্ঞারিনা সেনবাংলা
গোলমালচাদনী ঘোষালবাংলা
২০০৯অপরাধীবাংলা
২০১০পঞ্চরঙ্গীকন্নড়বিশেষ উপস্থিতি
২০১১শ্রীমতিকন্নড়
২০১২এনামীহিন্দি
২০১৪ক্রেজি স্টারকন্নড়

তথ্যসূত্র

  1. Nag, Kushali (২০০৮-০৫-২৪)। "Back in action"। Calcutta, India: www.telegraphindia.com। সংগ্রহের তারিখ ২০০৯-০৩-১৬
  2. "Hothat Brishti (2002)"। bengalimovies।
  3. "Tara Bangla greets the monsoon with TV premieres, film fest"। www.indiantelevision.com। সংগ্রহের তারিখ ২০০৯-০৩-০৪

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.