সঙ্গী (চলচ্চিত্র)

সঙ্গী ২০০৩ সালে মুক্তি পাওয়া ভারতীয় বাংলা চলচ্চিত্র।যেটি হরনাথ চক্রবর্তী পরিচালনা করেন।চলচ্চিত্রের শ্রেষ্ঠাংশে অভিনয় করেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা জিৎপ্রিয়াঙ্কা ত্রিবেদী[2]"সঙ্গী" চলচ্চিত্রটি ছিলো মূলত তামিল ভাষার চলচ্চিত্র "কানেধীরে থনড্রিনাল" এর পুনর্নির্মাণ।

সঙ্গী
সঙ্গী চলচ্চিত্রের পোস্টার
পরিচালকহরনাথ চক্রবর্তী
প্রযোজকশ্রী ভেঙ্কটেশ ফিল্মস
শ্রেষ্ঠাংশেজিৎ
প্রিয়াঙ্কা ত্রিবেদী
রঞ্জিত মল্লিক
সুরকারএস.পি ভেঙ্কটেশ
মুক্তি১৪ ই জুন ২০০৩
দেশভারত
ভাষাবাংলা
নির্মাণব্যয়১ কোটি
আয়২.২৫ কোটি[1]

কাহিনী সংক্ষেপ

উচ্চতর শিক্ষার জন্য বিজয় শিলিগুড়ি থেকে কলকাতায় আসে।সেখানে রানার সাথে তার দেখা হয় এবং তারা দুজনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে।এদিকে সে(বিজয়) রুপা নামের এক মেয়ের প্রেমে পড়ে।কিছুদিন পর বিজয় জানতে পারলো যে রুপা তার বন্ধু রানার ছোট বোন।ফলে সে তার বন্ধুত্বকে টিকিয়ে রাখতে সে তার ভালোবাসাকে বিসর্জন দেয় এবং সে তার বাড়ীতে চলে যাওয়ার জন্য রেল স্টেশনে যায়।এদিকে রুপা বিজয়কে প্রথমে ভালো না বাসলেও পরবর্তীতে সেও বিজয়ের প্রেমে পড়ে।বিজয় যেহেতু তার ভালোবাসা বিসর্জন দিয়ে চলে যায় তাই রুপা বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করে এবং খবরটি শুনে বিজয় আবার চলে আসে এবং ঘটনার প্লট পাল্টে যায়।

অভিনয়ে

গান

সবগুলি গানের গীতিকার গৌতম সুস্মিত

নং.শিরোনামগীতিকারসুরকারগানদৈর্ঘ্য
১."আলতো ছোঁয়াতে"গৌতম সুস্মিতএস.পি ভেঙ্কটেশমানু, অনুরাধা শ্রীরাম 
২."বোম্বে কাপিয়ে"গৌতম সুস্মিতএস.পি ভেঙ্কটেশবাবুল সুপ্রিয় 
৩."হোক না সে অভিনয়"গৌতম সুস্মিতএস.পি ভেঙ্কটেশকবিতা কৃষ্ণমূর্তি 
৪."যদি মাথায় ঘোমটা"গৌতম সুস্মিতএস.পি ভেঙ্কটেশঅনুরাধা শ্রীরাম, মানু 
৫."কেরে নিলি(হ্যাপী)"গৌতম সুস্মিতএস.পি ভেঙ্কটেশমানু,বাবু সুপ্রিয় 
৬."কেরে নিলি(স্যাড)"গৌতম সুস্মিতএস.পি ভেঙ্কটেশমানু 
৭."সহসা বর্ষায়"গৌতম সুস্মিতএস.পি ভেঙ্কটেশমানু,অনুরাধা শ্রী রাম 

তথ্যসূত্র

  1. https://www.imdb.com/title/tt4251142/business
  2. "Sangee (2003) Movie"। সংগ্রহের তারিখ ২০০৮-১০-৩১

বহিসঃযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.