জাজ মাল্টিমিডিয়া

জাজ মাল্টিমিডিয়া হচ্ছে একটি বাংলাদেশী চলচ্চিত্র স্টুডিও, পরিবেশক ও বৃহত্তম চলচ্চিত্র প্রযোজনা সংস্থা।[3][4][5][6] ২০১১ সালে আব্দুল আজিজ কর্তৃক কোম্পানীটি প্রতিষ্ঠা করা হয় এবং ২০১২ সালের অক্টোবরে তাদের প্রথম চলচ্চিত্র মুক্তি দেওয়া হয়। এটি বাংলা ভাষার বৃহত্তম চলচ্চিত্র স্টুডিও যা এক বছরে গড়ে দশটির উপরে চলচ্চিত্র নির্মাণ করে থাকে।[7] নো বেড অব রোজেস চলচ্চিত্রের মাধ্যমে স্টুডিওটি প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র হিসেবে ইরফান খাননুসরাত ইমরোজ তিশা এর সাথে চুক্তিবদ্ধ হন।[8][9][10] চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মোস্তফা সরয়ার ফারুকী

জাজ মাল্টিমিডিয়া
প্রাইভেট
শিল্পবিনোদন
প্রতিষ্ঠাকালঢাকা, বাংলাদেশ ২০১১
প্রতিষ্ঠাতাশীষ মনোয়ার[1][2]
সদরদপ্তরঢাকা, বাংলাদেশ
প্রধান ব্যক্তি
পণ্যসমূহচলচ্চিত্র
মিউজিক
ওয়েবসাইটজাজ মাল্টিমিডিয়া

প্রাথমিক বছর

জাজ মাল্টিমিডিয়া ২০১১ সালে আব্দুল আজিজ প্রতিষ্ঠা করেন।[1][2] চলচ্চিত্রের এই প্রতিষ্ঠানটি ভালোবাসার রঙ, অন্যরকম ভালোবাসা, পোড়ামন, ভালোবাসা আজকাল এবং অগ্নির মত উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ প্রযোজনা করেছেন।[11][12][13]

চলচ্চিত্রের তালিকা

বছর চলচ্চিত্রসহ-প্রযোজনাপরিচালক শ্রেষ্ঠাংশে মুক্তির তারিখপুনঃনির্মানমন্তব্য
২০১২ভালোবাসার রঙশাহীন ও সুমনবাপ্পি চৌধুরী, মাহিয়া মাহী, রাজ্জাক৫ অক্টোবার ২০১২
২০১৩অন্যরকম ভালবাসাবাপ্পি চৌধুরী, মাহিয়া মাহী, সারা জেরিন, রাজ্জাক১৫ ফেব্রুয়ারী ২০১৩
রোমিও ২০১৩রাজু চৌধুরীবাপ্পি চৌধুরী, সারা জেরিন৭ জুন ২০১৩
পোড়ামনজাকির হোসেন রাজুসায়মন সাদিক, মাহিয়া মাহী, আনিসুর রহমান মিলন১৪ জুন ২০১৩
ভালোবাসা আজকালপিএ কাজলশাকিব খান, মাহিয়া মাহী৯ আগষ্ট ২০১৩
তবু ভালোবাসিমনতাজুর রহমান আকবরবাপ্পি চৌধুরী, মাহিয়া মাহী২৭ সেপ্টেম্বর ২০১৩
২০১৪ অগ্নিইফতেখার চৌধুরীআরেফিন শুভ, মাহিয়া মাহী১৪ ফেব্রুয়ারি ২০১৪
দবির সাহেবের সংসারজাকির হোসেন রাজুবাপ্পি চৌধুরী, মাহিয়া মাহী৪ এপ্রিল ২০১৪
হানিমুনসাফি উদ্দিন সাফি২৯ জুলাই ২০১৪
অনেক সাধের ময়নাজাকির হোসেন রাজু৭ নভেম্বর ২০১৪
দেশা: দ্য লিডারসৈকত নাসিরশিপন মিত্র, মাহিয়া মাহী২৬ ডিসেম্বর ২০১৪
২০১৫রোমিও বনাম জুলিয়েটএসকে মুভিজআব্দুল আজিজ অঙ্কুশ,মাহিয়া মাহী
অগ্নি ২ইফতেখার চৌধুরী মাহিয়া মাহী, ওম।
আশিকীঅশোক পতি অঙ্কুশ, ফারিয়া।
লালচরনাদের চৌধুরী আনিসুর রহমান মিলন
২০১৬রক্তএসকে মুভিজওয়াজেদ আলী সুমনপরীমনি, রোশান১৩ সেপ্টেম্বর, ২০১৬
নিয়তিজাকির হোসেন রাজুআরেফিন শুভ,ফাল্গুনি রহমান জলি
২০১৭ডুবমোস্তফা সরয়ার ফারুকী ইরফান খান, নুসরাত ইমরোজ তিশা ২৭ সেপ্টেম্বর, ২০১৭
২০১৮পোড়ামন ২রায়হান রাফিপূজা চেরি, সিয়াম আহমেদজুন ২০১৮
দহন৩০ নভেম্বর, ২০১৮

পুরস্কার এবং মনোনয়ন

বছর পুরস্কার বিভাগ চলচ্চিত্র ফলাফল
২০১৩বিনোদন ধারা পারফরমেন্স অ্যাওয়ার্ডশ্রেষ্ঠ চলচ্চিত্র প্রযোজনা সংস্থাবিজয়ী[14]

আরো দেখুন

তথ্যসূত্র

  1. "Charmian Message"Jaaz Multimedia। ৬ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০১৬
  2. "CEO Message"Jaaz Multimedia। ২৯ মে ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০১৬
  3. "জাজ মাল্টিমিডিয়া"jagonews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-১৮
  4. প্রতিবেদক, গ্লিটজ। "'মাসুদ রানার' খোঁজে জাজ মাল্টিমিডিয়া"bangla.bdnews24.com। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-১৮
  5. "৮৩ কোটি টাকায় বাংলাদেশি সিনেমা"The Daily Star Bangla। ২০১৯-০৭-২২। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-১৮
  6. "জাজের সিনেমায় মুন"রাইজিংবিডি.কম (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-১৮
  7. "বাংলাদেশে চালু হচ্ছে ডিজিটাল সিনেমা হল"। tech.priyo.com। ১ ফেব্রুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০১৩
  8. "মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে 'ডুব'"NTV Online। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-১৮
  9. হোসেন, আহ্‌রার (২০১৭-০২-১৮)। "'ডুব' কি হুমায়ূন আহমেদের জীবনী না কাল্পনিক?" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-১৮
  10. "কোথায় কোথায় 'ডুব' দেবেন তাঁরা"The Daily Star। ২০১৭-১০-১৬। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-১৮
  11. "জাজ মাল্টিমিডিয়া"। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০১৩
  12. "দীর্ঘ হচ্ছে ছবি মুক্তির তালিকা"। ২০১২-১২-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০১৩
  13. "Golden deer of digitalisation"New Age (ইংরেজি ভাষায়)। ঢাকা। ২০১৪-০৫-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০১৩
  14. "বিনোদন ধারা পারফরমেন্স অ্যাওয়ার্ড প্রদান"

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.