সঙ্গীতা মিউজিক

সঙ্গীতা মিউজিক হচ্ছে বাংলাদেশের একটি প্রখ্যাত রেকর্ড লেভেল কোম্পানী, যেটি ১৯৮২ সাল থেকে মিডিয়াতে অডিও ভিডিও বিভাগে সেবা দিয়ে আসছে।[1][2] সংস্থাটির স্বত্ত্বাধিকারী দায়িত্ব পালন করে আসছেন সেলিম খান।[3][4]

সঙ্গীতা মিউজিক
প্রতিষ্ঠাতাসেলিম খান
অবস্থাসক্রিয়
পরিবেশকসেলিম খান মিডিয়া
ধরনপ্রকারভেদ (গান, চলচ্চিত্র, নাটক, ইসলামী)
দেশবাংলাদেশ
অবস্থান৫০ পুরনো পল্টন লাইন, ঢাকা, বাংলাদেশ
প্রাতিষ্ঠানিক ওয়েবসাইটsangeetamusic.com

ইতিহাস

১৯৮২ সালে সেলিম খান কর্তৃক সঙ্গীতা মিউজিক এর প্রতিষ্ঠা করা হয়।[5] সঙ্গীতা বাংলাদেশের প্রাচীনতম রেকর্ড কোম্পানীগুলোর মধ্যে একটি।[3][5][6][7][8]

উল্লেখযোগ্য অ্যালবাম

  • বলতে বলতে চলতে চলতে - ইমরান
  • মাটির দেহ - বারী সিদ্দিকী
  • দু'চোখে ঘুম আসেনা - বেবী নাজনীন
  • ফেলে আসা ভালবাসা - সনু নিগম
  • ইন্দুবালা - ফজলুর রহমান বাবু
  • মিস্টি মেয়ে - আসিফ আকবর এবং ডলি শায়ন্তনী
  • দুঃখ দিলে দুঃখ পাবি - বারি সিদ্দীকি
  • নান্টু ঘটক - মমতাজ
  • মরার কোকিলে - বেবী নাজনীন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.