সাউন্ডটেক

সাউন্ডটেক হচ্ছে বাংলাদেশের একটি প্রখ্যাত রেকর্ড লেভেল কোম্পানী।[1][2][3] কোম্পানীটির স্বত্তাধিকারী হচ্ছেন সুলতান মাহমুদ।

সাউন্ডটেক
প্রতিষ্ঠাকাল১৯৯২
প্রতিষ্ঠাতাসুলতান মাহমুদ
অবস্থাসক্রিয়া
পরিবেশকসাউন্ডটেক মিডিয়া
ধরনপ্রকারভেদ (গান, চলচ্চিত্র, নাটক)
দেশবাংলাদেশ
অবস্থান৬২, দোকান: ২১, ২য় তলা, মুন কমপ্লেক্স, রাবিয়া-এলাচ মার্কেট, পাটুয়াটুলী, ঢাকা-১১০০
প্রাতিষ্ঠানিক ওয়েবসাইটsoundtek.com

ইতিহাস

১৯৮২ সালে সুলতান মাহমুদ সাউন্ডেক প্রতিষ্ঠা করেন।[4][5] সাইন্ডটেকের ইউটিউব চ্যানেল মাত্র ১ বছরে ১ মিলিয়র সাবস্ক্রাইবার পার করে। ১৯৯২ সাল এখনো পর্যন্ত প্রতিষ্ঠানটি প্রায় ১৫০০ এর উপরে অ্যালবাম প্রকাশ করেছে।[6]

ধরণ

  • অডিও অ্যালবাম এবং ভিডিও অ্যালবাম, মিউজিক ভিডিও.[7][8][9]
  • কবিতা সিডি এবং ডিভিডি
  • চলচ্চিত্র সিডি এবং ডিভিডি (পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র),
  • চলচ্চিত্রের গান (বাংলা)
  • নাটক (বাংলা)
  • লিরিকাল ভিডিও

উল্লেখযোগ্য অ্যালবাম

তথ্যসূত্র

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.