স্পন্দন অডিও ভিজ্যুয়াল সেন্টার

স্পন্দন অডিও ভিজ্যুয়াল সেন্টার হচ্ছে বাংলাদেশের একটি ইসলামিক প্রযোজনা প্রতিষ্ঠান এবং রেকর্ড লেভেল কোম্পানী যেটি মুলত হামদ, নাত, তাফসির মাহফিল (ওয়াজ মাহফিল) এর ক্যাসেট, সিডি, ভিসিডি এবং ডিভিডি প্রকাশ করে থাকে।[1][2] সংস্থাটির স্বত্ত্বাধিকারী হচ্ছেন সাইফুল্লাহ মানসুর।[3][4]

স্পন্দন অডিও ভিজ্যুয়াল সেন্টার
প্রতিষ্ঠাকাল১৯৮১
প্রতিষ্ঠাতাসাইফুল্লাহ মানসুর
অবস্থাসক্রিয়
পরিবেশকসিএইচপি
ধরনপ্রকারভেদ (গান, ডকুমেন্টারী, ওয়াজ)
দেশ বাংলাদেশ
অবস্থানশপ-১১৫, নিচ তলা, কুমিল্লা টাওয়ার শপিং কমপ্লেক্স কুমিল্লা মেডিকের হাসপাতালের পাশে, লাকসাম রোড, কুমিল্লা ৩৫০০
প্রাতিষ্ঠানিক ওয়েবসাইটchpbd.net

উল্লেখযোগ্য শিল্পী

  • মতিউর রহমান মল্লিক
  • তোফাজ্জেল হোসেন খান
  • সাইফুল্লাহ মানসুর
  • মশিউর রহমান
  • রোকনুজ্জামান
  • নওশাদ শাহফুজ

উল্লেখযোগ্য অ্যালবাম

  • শিশু কিশোরদের গান - সাইমুম শিল্প গোষ্ঠী
  • জীবনের পথ - রোকনুজ্জামান
  • পদ্ম পাতার গান - প্রত্যয় শিল্প গোষ্ঠী, রাজশাহী
  • আমার প্রিয় মা - কাফেলা সাংস্কৃতিক সংসদ, খুলনা
  • বহতা নদী - সাইফুল্লাহ মানসুর
  • স্পন্দন - সাইফুল্লাহ মানসুর
  • সৃজন - সাইফুল্লাহ মানসুর

উল্লেখযোগ্য তাফসির মাহফিল (ওয়াজ)

  • ইমাম আবু হানিফা ও এক নাস্তিকের কাহিনী - আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী
  • শ্বাশুড়ী ও পুত্রবধূ সম্পর্কে - আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী
  • খাদিজা (রাঃ) এর প্রতি রাসুল (সাঃ) এর মোহাব্বাত - আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী
  • হযরত খাবাব বিন আরিফার এর কাহিনী - আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী
  • আয়শা (রাঃ) এর সাথে রাসুল (সাঃ) এর স্মৃতি - আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী
  • ইব্রাহিম (আঃ) যেভাবে তৌহিদ খুজেছেন - আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী

তথ্যসূত্র

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.