অনেক সাধের ময়না
অনেক সাধের ময়না ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী চলচ্চিত্র। চলচ্চিত্রটির পরিচালক জাকির হোসেন রাজু এবং এর চিত্রনাট্য লিখেছেন ফারজানা। পরিবেশক ও প্রচারক হিসেবে কাজ করেছেন জাজ মাল্টিমিডিয়া। চলচ্চিত্রটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন মাহিয়া মাহী এবং বাপ্পি চৌধুরী।[1][2]
অনেক সাধের ময়না | |
---|---|
![]() অনেক সাধের ময়না চলচ্চিত্রের পোস্টার | |
পরিচালক | জাকির হোসেন রাজু |
প্রযোজক | আব্দুল আজিজ |
রচয়িতা | ফারজানা |
শ্রেষ্ঠাংশে | মাহিয়া মাহী বাপ্পি চৌধুরী আনিসুর রহমান মিলন |
সুরকার | ইমন সাহা শফিক তুহিন |
প্রযোজনা কোম্পানি | |
পরিবেশক | জাজ মাল্টিমিডিয়া |
মুক্তি | ৭ নভেম্বর ২০১৪ |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
নির্মাণব্যয় | ৫০ লাখ টাকা |
আয় | ৭০ লাখ টাকা |
কাহিনীভাগ
ময়না গ্রামের সুন্দরী মেয়ে, মতি গ্রামের শিক্ষিত ছেলে এবং মনা গ্রামের একজন সাধারণ এবং নির্বোধ ছেলে। যখন ময়না তাদের উভয়ের জীবন থেকে হারিয়ে যায় তখন সবকিছুই পরিবর্তন হয়ে যায়। এই প্রেমের গল্প কি সবসময়ই ভালোভাবে শেষ হতে হবে? অথবা একটি দুঃখজনক বা উভয় হতে হবে?
অভিনয়ে
- মাহিয়া মাহী ময়না হিসেবে
- বাপ্পি চৌধুরী মতি হিসেবে
- আনিসুর রহমান মিলন মনা হিসাবে
- বিপাশা
- আলীরাজ
সংগীত
ক্রমিক. | শিরোনাম | শিল্পী | গীতিকার | সুর |
---|---|---|---|---|
১ | আমার এ প্রাণ বলেছে | পলাশ ও খেয়া | শাহ্ আলম সরকার | ইমন সাহা |
২ | এদিকে ওদিকে | শফিক তুহিন ও বিউটি দাস | আবু সায়েম চৌধুরী | শফিক তুহিন |
তথ্যসূত্র
- আজ থেকে 'অনেক সাধের ময়না'। বাংলাদেশ প্রতিদিন।
- "Mahi's "Onek Sadher Moyna" releases today" (ইংরেজি ভাষায়)।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.