শফিক তুহিন

শফিক তুহিন (জন্ম: ২৭ জুলাই, ১৯৭৫) বাংলাদেশের জনপ্রিয় গীতিকার, সুরকার ও সংগীত শিল্পী। সেরা গীতিকার হিসেবে তিনি ২০১১ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। [1] এছাড়া শ্রেষ্ঠ গীতিকার ও সুরকার হিসেবে তিনবার সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস পুরস্কার পেয়েছেন। [2][3] তিনি সহস্রাধিক গান রচনা করেছেন এবং দুই শতাধিক গানের সুরারোপ করেছেন।

শফিক তুহিন
জন্ম২৭ জুলাই, ১৯৭৫
জাতীয়তাবাংলাদেশী
নাগরিকত্ব বাংলাদেশ
পরিচিতির কারণগীতিকার, সুরকার, শিল্পী

জন্ম ও শিক্ষাজীবন

শফিক তুহিনের জন্ম চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার সাদেক আলী মল্লিক পাড়ায়। তার বাবার নাম এম, এ সবুর এবং মায়ের নাম হালিমা খাতুন। পরিবারের সদস্য চার ভাই দুই বোন। তিনি দর্শনা কেরু উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং ঢাকা বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পড়াশোনা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মৃত্তিকা বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন তিনি। [4]

কর্মজীবন

শফিক তুহিন বর্তমানে গীতিকার, সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী হিসেবে কাজ করছেন।

জনপ্রিয় গান

  • এর বেশি ভালোবাসা যায় না
  • সূর্য মুচকি হাসে
  • জ্বলে জ্বলে জোনাকি
  • তোমার চোখের আঙ্গিনায়
  • পাগলামী
  • সুস্মিতা
  • অন্যরকম ভালোবাসা

অ্যালবাম

  • স্বপ্ন এবং তুমি [5]
  • এর বেশি ভালোবাসা যায়না (ভিডিও)
  • শফিক তুহিন ডট কম
  • পাগলামী [6]
  • পবিত্র প্রেম

প্রকাশিত বই

  • এর বেশি ভালবাসা যায় না (২০১১)

পুরস্কার ও সম্মাননা

২০১১ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে অন্যান্য বিজয়ীদের সঙ্গে শফিক তুহিন

তথ্যসূত্র

  1. "Daily Bartoman -- Most Popular Daily Newspaper in Bangladesh"Daily Bartoman
  2. BanglaNews24.com। "bangla news and entertainment 24x7 - banglanews24.com"banglanews24.com। ২ মে ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০১৩
  3. "দৈনিক জনকন্ঠ"
  4. "প্রিয় ডট কম"। ১৫ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০১৩
  5. "দৈনিক কালের কন্ঠ"। ২ মে ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০১৩
  6. "শফিক তুহিনের ৩ নম্বর"

বহি:সংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.