কোয়েল মল্লিক

কোয়েল মল্লিক (জন্ম ২৮ এপ্রিল ১৯৮২) একজন ভারতীয় বাংলা চলচ্চিত্র অভিনেত্রী। তিনি অভিনেতা রঞ্জিত মল্লিকের মেয়ে।

কোয়েল মল্লিক
কোয়েল মল্লিক
জন্ম
রুখমিনি মল্লিক

(1982-04-28) ২৮ এপ্রিল ১৯৮২
জাতীয়তাভারতীয়
যেখানের শিক্ষার্থীগোখলে মেমোরিয়াল গার্লস কলেজ
পেশাঅভিনেত্রী ও পরিচালক
পরিচিতির কারণঅভিনয়
উচ্চতা১.৬৫ মিটার (৫ ফুট ৫ ইঞ্চি)
দাম্পত্য সঙ্গীনিসপাল সিং রানে (বি. ২০১৩)
পিতা-মাতারঞ্জিত মল্লিক (পিতা)
দীপা মল্লিক (মাতা)
ওয়েবসাইটকোয়েল মল্লিক

ব্যক্তিগত জীবন

কোয়েল পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম রঞ্জিত মল্লিক ও মাতার নাম দীপা মল্লিক। তিনি মেয়েদের মর্ডার্ণ হাই স্কুল থেকে তার স্কুলজীবন অতিবাহিত করে। তিনি মনোবিজ্ঞান বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত গোখলে মেমোরিয়াল গার্লস কলেজ হতে বি.এস.সি (অনার্স) করেন। ফেব্রুয়ারি, ২০১৩ তে কোয়েল মল্লিকের সাথে তার দীর্ঘসময়ের বন্ধু নিসপাল সিংহ রানের[1] বিয়ে হয়েছে[2] নিসপাল সিং রানে সুরিন্দার ফিল্মস-এর কর্ণধার এর সাথে। তার সাথে কোয়েলের দীর্ঘ পাঁচ বছরের সম্পর্ক ছিল।[3] বিয়ের অনুষ্ঠানও হয়েছে পাঁচ দিন।[3] ছিল আশীর্বাদ, সংগীত, গায়ে হলুদ, বিয়ে, বৌভাত। বিয়ে হিন্দুপাঞ্জাবি দুই নিয়মেই পালিত হয়।[3][4] অনুষ্ঠানে পশ্চিম বাংলার অনেক প্রখ্যাত অভিনয়শিল্পীরা উপস্থিত ছিলেন।[5] ২০১৪ সালের ফেব্রুয়ারিতে তাদের বিয়ের এক বছর পূর্তি হয়।

অভিনয় জীবন

চলচ্চিত্র

কোয়েল মল্লিকের পর্দায় প্রথম আবির্ভাব নাটের গুরু সিনেমায় বিখ্যাত ভারতীয় বাংলা অভিনেতা জিতের বিপরীতে। নাটের গুরু বক্স অফিসে খুবই বিখ্যাত হয়।[6] ২০০৩ সালে মুক্তি পাওয়া এই ছবির মাধ্যমেই টলিউডে কোয়েলের পদার্পণ ঘটে। এই ছবিতে জিৎ প্রধান অভিনেতা চরিত্রে অভিনয় করে। কোয়েল মনিকা নামক ২৩ বছর বয়সী এক মেয়ের চরিত্রে অভিনয় করে। এই ছবির পর থেকে জিৎ-কোয়েল জুটি এক জনপ্রিয় জুটি হিসেবে বিভিন্ন সিনেমায় অভিনয় করে (প্রায় ১১টি ছবিতে)।[7] ২০০৪ সালে কোয়েল দেবীপক্ষ, শুধু তুমি, বাদশাহ্‌, বন্ধন ছবিতে অভিনয় করে। প্রথম দুটি ছবি বক্স অফিসে তেমন কিছু করতে না পারলেও বাদশাহ্‌ খুবই হিট হয় এবং বক্স অফিসে ব্লকবাস্টার তকমা পায়। ২০০৪ সালের অন্যতম বিখ্যাত ছবিও এটা। ২০০৫ সালে কোয়েল শুভ দৃষ্টি, মানিক, যুদ্ধ, চোরে চোরে মাসতুতো ভাই ছবিতে অভিনয় করে। যুদ্ধ ছবিতে সে মিঠুন চক্রবর্তী ও দেবশ্রী রায়ের বিপরীতে অভিনয় করে। ছবিটি প্রথম সপ্তাহে ১.২ কোটি টাকা আয় করে। ২০০৬ সালে আরো গুরুত্বপূর্ন চরিত্রে, একজন সাংবাদিক হিসেবে এম.এল.এ ফাটাকেষ্ট ছবিতে অভিনয় করে। সে ১৯৭০ সালে নির্মিত লাভ স্টোরির পুননির্মান লাভ ছবিতে ২০০৮ সালে অভিনয় করে। [8] ২০০৯ সাল হতে কোয়েল নানা বিখ্যাত ছবি যেমন বলো না তুমি আমার, দুই পৃথিবী, পাগলু, ১০০% লাভ, হেমলক সোসাইটি, পাগলু ২ সহ আরো নানা ছবিতে অভিনয় করে। ২০১১ সালে দেব-কোয়েল জুটি রাজিব বিশ্বাস পরিচালিত ও সুরিন্দার ফিল্মস প্রযোজিত পাগলু ছবিতে অভিনয় করে। এই ছবিটি চ্যালেঞ্জ ২ (অক্টোবর, ২০১২) এর আগ পর্যন্ত মুক্তির প্রথম দিনে সর্বাধিক দর্শক দেখার রেকর্ড করে। স্টার জলসায় যেদিন এই ছবিটি দেখানো হয়, সেদিন এই ছবিটি এখন পর্যন্ত সর্বোচ্চ টি.আর.পি (প্রায় ১২.২৫) আয় করে। এই ছবি টি.আর.পি যুদ্ধে থ্রি ইডিয়টসকেও পিছনে ফেলে দেয়। মুক্তির প্রথম সপ্তাহে এই ছবিটি ১৬৬টি সিনেমা হলে এবং ২য় সপ্তাহে ১৬৯টি থিয়েটারে মুক্তি পায়। ১৩ই জুন, ২০১১ পর্যন্ত এর ম্যাটিনি শো ৫ কোটি টাকা আয় করে। এই ছবিটি ছিল বিনোদনমূলক। এর গান, অভিনয় সবকিছুই ছিল অসাধারণ। এই ছবি বাংলায় এতই বিখ্যাত হয় যে সালমান খানের রেডি ছবিকেও এটি পেছনে ফেলে দেয়। এর পর এই জুটি পাগলু ২ ছবিতেও অভিনয় করে। এছাড়াও এই জুটি আরো নানা ব্লকবাস্টার ছবিতে অভিনয় করে।

টেলিভিশন

কোয়েল কথা ও কাহিনী টক-শোর মাধ্যমে টেলিভিশনে তার পদার্পণ ঘটায় ও ইটিভি বাংলায় রিয়েলেটি শো ঝলক দিখলা ঝা বিপরীতে রেমো ডি' সুজার সঙ্গে ও পেয়ার ওয়ালা লাভ স্টোরি রাহুল বৈদ্যর বিপরীত। [9]

পণ্যদূত

কোয়েল বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠানের পণ্যদূত হিসেবে টিভিএস মোটর কোম্পানী, ফেয়ার এন্ড লাভলী, প্যানাসনিক, ভ্যাসলিন প্রভৃতি পণ্যের বিজ্ঞাপন করে

চলচ্চিত্রের তালিকা

বছরছবিপরিচালক সহশিল্পী ভাষা
২০১৯মিতিনমাসিঅরিন্দম শীলবিনয় পাঠক, জুন মালিয়াবাংলা
২০১৮ঘরে ও বাইরেমৈনাক ভৌমিকযিশু সেনগুপ্তবাংলা
২০১৭ককপিটকমলদেবরুক্মিণী মৈত্রবাংলা
২০১৭ ছায়া ও ছবি কৌশিক গাঙ্গুলি আবীর চট্টোপাধ্যায় , কোয়েল মল্লিকবাংলা
২০১৫বেশ করেছি প্রেম করেছি[10]রাজা চন্দজিৎবাংলা
২০১৫হিরোগিরি[11]রবি কিনাগীদেব, মিঠুন চক্রবর্তীবাংলা
২০১৪চারসন্দীপ রায়আবীর চট্টোপাধ্যায়বাংলা
২০১৪অরুন্ধতী[12]সুজিত মন্ডলইন্দ্রনীল সেনগুপ্তবাংলা
২০১৪হাইওয়েসুদিপ্ত চট্টোপাধ্যায়পরমব্রত চট্টোপাধ্যায়বাংলা
২০১৩রংবাজরাজা চন্দদেব, রজতাভ দত্তবাংলা
২০১২দশমীসুমন মৈত্রইন্দ্রনীল সেনগুপ্তবাংলা
২০১২পাগলু ২সুজিত মন্ডলদেব, টোটা রায়চৌধুরীবাংলা
২০১২হেমলক সোসাইটিসৃজিত মুখোপাধ্যায়পরমব্রত চট্টোপাধ্যায়, সাহেব চট্টোপাধ্যায়, শিলাজিৎ মজুমদারবাংলা
২০১২জানেমনরাজা চন্দসোহম চক্রবর্তী, আশীষ বিদ্যার্থীবাংলা
২০১২১০০% লাভরবি কিনাগীজিৎবাংলা
২০১১পাগলুরাজিব বিশ্বাসদেববাংলা
২০১০দুই পৃথিবীরাজ চক্রবর্তীজিৎ, দেববাংলা
২০১০হ্যাংওভারপ্রভাত রায়বিশেষ আবির্ভাববাংলা
২০১০প্রেম বাই চান্সসুদেষ্ণা রায়আবীর চট্টোপাধ্যায়বাংলা
২০১০মন যে করে উড়ু উড়ুসুজিত গুহহিরণ চট্টোপাধ্যায়বাংলা
২০১০তু থা মন জাসি রাসিশ্রীতম দাসমিহির দাস, হারা পাটনায়েকওড়িয়া
২০০৯বলো না তুমি আমারসুজিত মন্ডলদেব, টোটা রায়চৌধুরীবাংলা
২০০৯হিটলিস্টসন্দীপ রায়সাহেব চট্টোপাধ্যায়, টোটা রায়চৌধুরীবাংলা
২০০৯বর আসবে এখুনিরঞ্জন চক্রবর্তীযীশু সেনগুপ্ত, কাঞ্চন মল্লিকবাংলা
২০০৯নীল আকাশের চাঁদনীসুজিত গুহজিৎ, যীশু সেনগুপ্তবাংলা
২০০৯জ্যাকপটকৌশিক গাঙ্গুলিহিরণ চট্টোপাধ্যায়, রাহুল বন্দ্যোপাধ্যায়, সোহিনী পাল, দেববাংলা
২০০৯সাত পাকে বাঁধাসুজিত মন্ডলজিৎবাংলা
২০০৮লাভরিঙ্গো বন্দ্যোপাধ্যায়যীশু সেনগুপ্তবাংলা
২০০৮চিরসাথীহরনাথ চক্রবর্তীহিরণ চট্টোপাধ্যায়বাংলা
২০০৮মন মানে নাসুজিত গুহদেববাংলা
২০০৮প্রেমের কাহিনীরবি কিনাগীদেব, যীশু সেনগুপ্তবাংলা
২০০৭চাঁদের বাড়িতরুন চক্রবর্তীসোহম চক্রবর্তীবাংলা
২০০৭মহানায়কদেবু পাটনায়েকরাহুল দেব, অনুভব মোহান্তি, বিজয় মোহান্তিওড়িয়া
২০০৭মিনিষ্টার ফাটাকেষ্টস্বপন সাহামিঠুন চক্রবর্তীবাংলা
২০০৭নবাব নন্দিনীহরনাথ চক্রবর্তীহিরণ চট্টোপাধ্যায়, তাথৈ দেববাংলা
২০০৬এম.এল.এ ফাটাকেষ্টস্বপন সাহামিঠুন চক্রবর্তীবাংলা
২০০৬শিকড়সারান দত্তঅমিতাভ ভট্টাচার্যবাংলা
২০০৬ঘটকস্বপন সাহাজিৎবাংলা
২০০৬এরই নাম প্রেমসুজিত গুহঅনুভব মোহান্তিবাংলা
২০০৬হিরোস্বপন সাহাজিৎবাংলা
২০০৫চোরে চোরে মাসতুতো ভাইঅনুপ সেনগুপ্তযীশু সেনগুপ্ত, মিঠুন চক্রবর্তী, জিৎবাংলা
২০০৫প্রেমি নং ১দেবু পাটনায়েকরাহুল দেব, অনুভব মোহান্তিওড়িয়া
২০০৫শুভদৃষ্টিপ্রভাত রায়জিৎ, পরমব্রত চট্টোপাধ্যায়বাংলা
২০০৫যুদ্ধরবি কিনাগীমিঠুন চক্রবর্তী, জিৎবাংলা
২০০৫মানিকপ্রভাত রায়জিৎবাংলা
২০০৪দেবীপক্ষরাজা সেনঋতুপর্ণ সেনগুপ্তবাংলা
২০০৪শুধু তুমিঅভিজিত গুহ, সুদেষ্ণা রায়প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পায়েল সরকারবাংলা
২০০৪বন্ধনরবি কিনাগীজিৎবাংলা
২০০৪বাদশাহসৌরভ চক্রবর্তীপ্রসেনজিৎ চট্টোপাধ্যায়বাংলা
২০০৩নাটের গুরুহরনাথ চক্রবর্তীজিৎবাংলা

পুরষ্কার

  • চতুর্থ টেলি সিনে পুরস্কার ২০০৪
  • কলাকার পুরষ্কার
  • জী-বাংলা গৌরভ সম্মান শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার (বলো না তুমি আমার)
  • স্টার জলসা পুরস্কার (দুই পৃথিবী)
  • বিএফজেএ শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার 2013 (হেমলক সোসাইটি)
  • জী-বাংলা গৌরভ সম্মান শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার (হেমলক সোসাইটি)

তথ্যসূত্র

  1. "টোপর পরা নিয়ে আমার পেছনে লাগা শুরু হয়ে গেছে"আনন্দবাজার পত্রিকা। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০১২
  2. "আজ কোয়েলের বিয়ে"প্রথম আলো। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০১৩
  3. "বিয়ে নিয়ে দারুণ ব্যস্ত কোয়েল"প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০১৩
  4. "রানে যখন জীবনের মানে"আনন্দবাজার পত্রিকা। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০১৩
  5. "কোয়েলের কাছে"আনন্দবাজার পত্রিকা। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০১৩
  6. Mitra, Aindrila (২৪ এপ্রিল ২০০৪)। "Koel's on a Tolly high with Nater Guru"The Times Of India। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১০
  7. "10 Questions – Koel Mullick"। Calcutta, India: www.telegraphindia.com। ২৮ জানুয়ারি ২০০৮। ৬ আগস্ট ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১০
  8. Kushali Nag (৩ অক্টোবর ২০০৭)। "A Tale of Tenderness"The Telegraph। Calcutta, India। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১০
  9. "Star talk"The Telegraph। ২৯ এপ্রিল ২০১০। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০১২
  10. "তখনই বুঝেছিলাম জিতের সহ্যশক্তি ভালোই"এই সময়। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৫
  11. "ব্যোম শঙ্কর ভজ গৌরাঙ্গ"আনন্দবাজার পত্রিকা। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০১৪
  12. "রণং দেহি"আনন্দবাজার পত্রিকা। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০১৩

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.