ইন্দ্রনীল সেনগুপ্ত

ইন্দ্রনীল সেনগুপ্ত (ইংরেজি: Indraneil Sengupta; জন্ম: ১৯৭৪) একজন ভারতীয় অভিনেতা ও মডেল।

ইন্দ্রনীল সেনগুপ্ত
স্ত্রী বর্খার সাথে ইন্দ্রনীল
জন্ম
ইন্দ্রনীল সেনগুপ্ত
পেশাঅভিনেতা, মডেল
কার্যকাল১৯৯৯-বর্তমান
দাম্পত্য সঙ্গীবর্খা বিশট সেনগুপ্ত (১লা মার্চ, ২০০৮ - বর্তমান)
সন্তান

ব্যক্তিগত জীবন

ইন্দ্রনীল সেনগুপ্তের জন্ম আসামের গুয়াহাটিতে ও বেড়ে উঠা ভারতের কলকাতায়। তিনি ২০০০ সালে মডেলিংয়ে কেরিয়ার গড়ার উদ্দেশ্যে মুম্বাই শহরে যান। ২০০৮ খ্রিষ্টাব্দের ১লা মার্চ তিনি সহ-অভিনেত্রী বর্খা বিশট সেনগুপ্তের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ২০১১ খ্রিষ্টাব্দের অক্টোবর মাসে তাদের মীরা নামক এক কন্যাসন্তানের জন্ম হয়।[1]

পেশা

ইন্দ্রনীল সেনগুপ্ত মডেল হিসেবে ডিজাইনার রোহিত বল ও কোরিওগ্রাফার মার্ক রবিনসনঅচলা সচদেবের সঙ্গে কাজ করেছেন। পরবর্তীকালে তিনি ফাল্গুনী পাঠক, জগজিৎ সিং, যেশুদাস প্রভৃতি ভারতীয় গায়কের মিউজিক অ্যালবামে কাজ করেন। তিনি স্টার প্লাসের প্যায়ার কে দো নাম...এক রাধা এক শ্যাম নামক ধারাবাহিকেও অভিনয় করেন। ২০০৪ খ্রিষ্টাব্দে তিনি শুকরিয়া: টিল ডেথ ডু আস অ্যাপার্ট নামক চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্র জীবন শুরু করেন। তিনি ২০০৮ সালে জানালা নামক চলচ্চিত্রে স্বস্তিকা মুখোপাধ্যায় বিপরীতে অভিনয়ে করে বাংলা চলচ্চিত্রে অভিনয় শুরু করেন।

চলচ্চিত্র

বছরচলচ্চিত্রের নামভাষাভূমিকাসহশিল্পী
২০০৪শুকরিয়া: টিল দেথ ডু আস অ্যাপার্টহিন্দিযশঅনুপম খের, আফতাব সিবদানী, শ্রিয়া সরন
২০০৭মুম্বই সালসাহিন্দিকরণ কাপুরভীর দাশ, লিন্ডা আরসেনিও, মঞ্জরি ফড়ণীস, অমৃতা খানভিলকার
২০০৮১৯২০হিন্দিমোহন কান্তরজনীশ দুগ্গল, আদাহ শর্মা, অঞ্জরী আলাগ, রাজ জুতশী
২০০৯জানালাবাংলাঅংশুমানশঙ্কর চক্রবর্ত্তী, স্বস্তিকা মুখোপাধ্যায়, তাপস পাল
২০০৯অংশুমানের ছবিবাংলাঅংশুমানসৌমিত্র চট্টোপাধ্যায়, ইন্দ্রনী হালদার, টোটা রায় চৌধুরী, অন্যন্যা চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ, অঞ্জনা বসু
২০১০অটোগ্রাফবাংলাশুভব্রত মিত্রপ্রসেনজিৎ চট্টোপাধ্যায়, নন্দনা সেন
২০১০যদি একদিনবাংলাসাহেব চট্টোপাধ্যায়, বিপ্লব দাসগুপ্ত, প্রিয়ঙ্কা সরকার
২০১১বেদেনীবাংলাকেষ্টঋতুপর্ণা সেনগুপ্ত
২০১১উড়ো চিঠিবাংলাশ্রীলেখা মিত্র, বিশ্বনাথ বসু, তনুশ্রী চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ, সুদীপ্তা চক্রবর্ত্তী, লকেট চট্টোপাধ্যায়, রেশমী ঘোষ, শাশ্বত চট্টোপাধ্যায়, অঞ্জন দত্ত
২০১১আরেকটি প্রেমের গল্পবাংলাবসুঋতুপর্ণ ঘোষ, যীশু সেনগুপ্ত, চূর্ণী গঙ্গোপাধ্যায়, রাইমা সেন
২০১২সিস্টেমবাংলাএকলব্যসব্যসাচী চক্রবর্তী
২০১২অপরাজিতা তুমিবাংলাইউসুফপ্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পদ্মপ্রিয়া জানকীরমণ, কমলিনী মুখোপাধ্যায়, চন্দন রায় সান্যাল, তনুশ্রী সরকার
২০১২কাহানিহিন্দিঅর্ণব বাগচি/মিলন দামচেবিদ্যা বালান, পরমব্রত চট্টোপাধ্যায়, নাজউদ্দিন সিদ্দিকি, ধৃতমান চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, দর্শন জরিওয়ালা, আবীর চট্টোপাধ্যায়
২০১২এলার চার অধ্যায়বাংলাঅতিন্দ্রপাওলি দাম, রুদ্রনীল ঘোষ, অরুণিমা ঘোষ, বিক্রম চট্টোপাধ্যায়
২০১২চোরাবালিবাংলাসুমনশহিদুজামান সেলিম, জয়া আহসান, এটিএম শামসুজ্জামান, জান্নাতুল ফেরদৌস পিয়া
২০১২দশমীবাংলাকোয়েল মল্লিক, লকেট চট্টোপাধ্যায়
২০১৩গোয়েন্দা গোগোলবাংলাঅশোক ঠাকুরঅহিজিৎ ঘোষ, দেবদূত ঘোষ, সাহেব চট্টোপাধ্যায়, রচনা বন্দ্যোপাধ্যায়
২০১৩মিশর রহস্যবাংলাহানি আলকাদিপ্রসেনজিৎ চট্টোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায়
২০১৩সত্যাগ্রহহিন্দিঅখিলেশঅমিতাভ বচ্চন, অজয় দেবগন, অর্জুন রামপাল
২০১৩সত্যান্বেষীবাংলাহিমাংসুসুজয় ঘোষ, অর্পিতা পাল, অনিন্দ্য চট্টোপাধ্যায়
২০১৩সি/ও স্যারবাংলারণবীররাইমা সেন, শাশ্বত চট্টোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়
২০১৪গোগোলের কীর্তিবাংলাঅশোক ঠাকুরঅহিজিৎ ঘোষ, সাহেব চট্টোপাধ্যায়, লকেট চট্টোপাধ্যায়
২০১৪তিন পাত্তিবাংলাআর্য্যপূজা বসু
২০১৪অভিশপ্ত নাইটিবাংলাপাওলি দাম, পরমব্রত চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, যীশু সেনগুপ্ত
২০১৪জিলমিল জোনাকঅসমীয়াবিশেষ আবিভার্বযতীন বরা, নিশিতা গোস্বামী
২০১৪অরুন্ধতী[2]বাংলারুদ্ররাহুল বন্দ্যোপাধ্যায়, কোয়েল মল্লিক
২০১৪সম্রাট অ্যান্ড কো.হিন্দিবিজয় সিংশ্রেয়া নারায়ণ, বর্খা বিষ্ত সেনগুপ্ত, প্রিয়াংশু চট্টোপাধ্যায়, রাজিব খান্ডেলওয়াল, মদালসা শর্মা
২০১৫সজারুর কাঁটাবাংলাদেবাশীষকঙ্কনা সেন শর্মা, ধৃতিমান চট্টোপাধ্যায়
২০১৬কিরীটী ও কালোভ্রমরবাংলাঅনিন্দ্য বিকাশ দত্তকৌশিক সেন
২০১৮নীলাচলে কিরীটীবাংলাঅনিন্দ্য বিকাশ দত্তঅরুণিমা ঘোষ

ধারাবাহিক

বছরশিরোনামভূমিকা
২০০৫প্যায়ার কে দো নাম...এক রাধা, এক শ্যামশ্যাম
২০০৬বানু ম্যাঁয় তেরি দুলহনতুষার
২০০৮বাবুল কি বিটিয়া ডোলি সাজা কেদক্ষ
২০০৮মায়কাঅঙ্গদ
২০১৪তু্মহারি পাখিরোহন
২০১৫বক্স ক্রিকেট লীগচণ্ডিগড় কাবস
২০১৫মহারক্ষক: দেবীশুক্রাচার্য

তথ্যসূত্র

  1. Dasgupta, Priyanka (নভেম্বর ৮, ২০১১)। "Being a father is the most beautiful experience: Indraneil"TOI। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০১২
  2. "এই স্বাধীনতা আমি বেছে নিয়েছি"সংবাদ প্রতিদিন। সংগ্রহের তারিখ ২৩ মে ২০১৪

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.