জান্নাতুল ফেরদৌস পিয়া

জান্নাতুল ফেরদৌস পিয়া (জন্মঃ মে ০৪, ১৯৯১) একজন বাংলাদেশী মডেল এবং অভিনেত্রী। তিনি ২০০৭ সালে মিস বাংলাদেশ খেতাব অর্জন করেন। অভিনয় জগতে পদার্পণের পূর্বে তিনি মডেল হিসেবে খ্যাত ছিলেন। তার পেশা জীবন প্রায় সময়ই সমালোচিত হয়েছে এবং গণমাধ্যমে ব্যাপক প্রচার লাভ করেছে।

জান্নাতুল ফেরদৌস পিয়া
সুন্দরী প্রতিযোগিতায় শিরোপাধারী
ট্রাই-নেশন মেগা ফেস্টিভাল ২০১২ অনুষ্ঠানে পিয়া
জন্মখুলনা, বাংলাদেশ
অন্য নামসমূহপিয়া, পিউ
নিজ শহরখুলনা
বসবাসঢাকা
শিক্ষাএলএলবি
শিক্ষা প্রতিষ্ঠানলন্ডন বিশ্ববিদ্যালয়
পেশা
  • অভিনেত্রী
  • মডেল
  • আইনজীবি
কার্যকাল২০০৭বর্তমান
উচ্চতা ফু ১০ ইঞ্চি (১.৭৮ মি)
ওজন৫৫ কেজি (১২১ পা; ৮.৭ স্টো)
পরিমাপসমূহ৩৪বি-২৫-৩৬
চুলের রংকালো
চোখের রংকালো
জুতার মাপ১০.৫ ইউএস (অনুমানিক)
প্রধান প্রতিযোগিতা(সমূহ)মিস বাংলাদেশ ২০০৭ (বিজয়ী)
অফিসিয়াল ওয়েবসাইট

২০১২ সালে চোরাবালি চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে পিয়ার আবির্ভাব ঘটে। চলচ্চিত্রে অভিনয় এবং বিভিন্ন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার তার তারকাখ্যাতি আরও বাড়িয়ে দেয়।

প্রাথমিক জীবন

পিয়া ১৯৯১ সালে খুলনা, বাংলাদেশে জন্মগ্রহণ করেন। পরিবারের মানুষ তাকে পিউ বলে ডাকেন। তিনি লন্ডন কলেজ অব লিগ্যাল স্টাডিসে অাইন বিভাগে দ্বিতীয় বর্ষে অধ্যয়ন করছেন।[1]

কর্মজীবন

২০০৭ সালে মিস বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হন পিয়া। এরপর কর্মজীবন শুরু করেন র‌্যাম্প মডেলিং-এর মাধ্যমে ২০০৮ সালে।[1] ফ্যাশন মডেল হিসেবে পাশাপাশি একাধিক ব্র্যান্ডের টেলিভিশন বিজ্ঞাপনে কাজ করেছেন। তিনি বিভিন্ন আন্তর্জাতিক অনুষ্ঠানসমূহে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রতিনিধি হয়ে। ২০১১ সালে দক্ষিণ কোরিয়ায় আয়োজিত ‘ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি’ শিরোপা অর্জন করেন। এছাড়া মিশরে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড টপ মডেল’ প্রতিযোগিতায় শীর্ষ মডেল হওয়ার সাফল্য অর্জন করেন পিয়া। ২০১২ সালে চোরাবালি চলচ্চিত্রে সুজানা চরিত্রে অভিনয় করেন। ২০১৩ সালে বাহরাইনে আয়োজিত ‘ইন্টারন্যাশনাল প্রিন্সেস’ প্রতিযোগিতায় অংশ নেন। একইবছর বাংলাদেশী সংগীতদল শিরোনামহীনের শিরোনামহীন শিরোনামহীন অ্যালবামের আবার হাসিমুখ গানের মিউজিক ভিডিওতে তাকে দেখতে পাওয়া যায়। পরবর্তীতে ২০১৪ সালে তিনি একই সাথে বেশ কটি চলচ্চিত্রে কাজ করছেন। এর মধ্যে রয়েছে, গ্যাংস্টার রিটার্নস, দ্য স্টোরি অফ সামারা এবং প্রবাসীর প্রেম

সমালোচনা

২০১৩ সালের মার্চে, মিশরের রেড সী, এলগোয়ানাতে অনুষ্ঠিত "টপ মডেল অব দ্য ওয়ার্ল্ড ২০১৩" প্রতিযোগিতায় বিভিন্ন দেশের মোট ৪৭ জন মডেলের সঙ্গে অংশগ্রহণ করেন পিয়া। এই প্রতিযোগিতায় বিভিন্ন প্রতিযোগীর সঙ্গে বিকিনি পরিহিত আলোকচিত্র নিয়ে আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে আসেন তিনি। সম্প্রতি একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে আলোকচিত্রসমূহ ছড়িয়ে পড়ে।[2]

ব্যক্তিগত জীবন

চলচ্চিত্র তালিকা

বছর চলচ্চিত্র চরিত্রের নাম টীকা
২০১২ চোরাবালি সুজানা মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১২-এ সমালোচকদের পছন্দে শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য মনোনীত
২০১৫ গ্যাংস্টার রিটার্নস শীনা চিত্রগ্রহণ
দ্য স্টোরি অফ সামারা পিয়া চিত্রগ্রহণ
প্রবাসীর প্রেম মম চিত্রগ্রহণ
২০১৫ প্রেম কি বুঝিনি মিরা

টেলিভিশন নাটক তালিকা

নাটক কৃতিত্ব তালিকা
বছর শিরোনাম চরিত্র টীকা
টু বি অর নট টু বি [1]
প্রজাপতির সুখ দুঃখ [1]

পুরস্কার ও স্বীকৃতি

বছর পুরস্কার বিভাগ চলচ্চিত্র ফলাফল
২০০৭মিস বাংলাদেশবিজয়ী
২০১২মেরিল-প্রথম আলো পুরস্কারসমালোচকদের পছন্দে শ্রেষ্ঠ অভিনেত্রীচোরাবালিমনোনীত
২০১২জেএওয়াই ফেইস ইন্টারন্যাশনাল
২য়
২০১২বাচসাস পুরস্কারশ্রেষ্ঠ সহ-অভিনেত্রীচোরাবালিবিজয়ী[3]
২০১৩মিস ইন্ডিয়ান প্রিন্সেস ইন্টারন্যাশনালবিজয়ী
  • ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি ২০১১ (দক্ষিণ কোরিয়া)
  • টপ মডেল অব দ্যা ওয়ার্ল্ড (মিশরে)

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "জান্নাতুল ফেরদৌস পিয়া"। priyo.com। ২০১৪-০১-১২। ১৩ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৬-১২
  2. "বিকিনিতে বাংলাদেশি মডেল জান্নাতুল ফেরদৌস পিয়া!"। priyo.com। ২০১৩-১১-১২। সংগ্রহের তারিখ ২০১৪-০৪-০৭
  3. "বাচসাস পুরষ্কার প্রদান"sylhettoday24.com। ২৭ ডিসেম্বর ২০১৪।

আরও পড়ুন

বহিঃসংযোগ

পুরস্কার ও স্বীকৃতি
পূর্বসূরী
তাবাস্সুম ফেরদৌস শাওন
(২০০১)
মিস বাংলাদেশ
২০০৭
উত্তরসূরী
জেসিয়া ইসলাম
(২০১৭)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.