শিরোনামহীন শিরোনামহীন

শিরোনামহীন শিরোনামহীন ব্যান্ডদল শিরোনামহীনের ৫ম একক অ্যালবাম যা ২০১৩ সালের ১৯ জুলাই মুক্তি পায়।[1] এবং ডিজিটালরূপে কাইনেটিক মিউজিক দ্বারা বিতরণ করা হয়।[2] ৫টি একক অ্যালবাম মধে্য এটি তাদের করা স্ব - শিরোনাম অ্যালবাম।[3] ২৫টি গানের মধ্য থেকে নির্বাচিত ১০টি গান দিয়ে এ সাজানো হয়েছে।[4] গানের কথা লিখেছেন জিয়া, তানযির তুহিন ও অন্যান্য সদস্যরা, এই অ্যালবামের আবার হাসিমুখ গানটি তাদের একটি গান হাসিমুখের সংস্করণ।[5]

শিরোনামহীন শিরোনামহীন
শিরোনামহীন কর্তৃক স্টুডিও অ্যালবাম
মুক্তির তারিখ১৯ জুলাই ২০১৩ (2013-07-19)
শব্দধারণের সময়২০১৩
ইনকার্সন মিউজিক
ঘরানাসাইকেডেলিক
সঙ্গীত প্রকাশনীসাইরেন
প্রযোজককুইন্টিক মিউজিক
শিরোনামহীন কালক্রম
শিরোনামহীন রবীন্দ্রনাথ
(২০১০)
শিরোনামহীন শিরোনামহীন
(২০১৩)

পটভূমি

সারসংক্ষেপ

অন্যান্য প্রকল্পসমূহে শিরোনামহীন, তাদের স্বাতন্ত্র্যসূচক সরোদ, এস্রাজ, মন্দিরাদোতারার মতো সনাতন শাস্ত্রীয় যন্ত্র ব্যবহার করেছেন। পঞ্চম স্ব- শিরোনাম অ্যালবামেও তারা গিটার, বেজ এবং ড্রামস-এর পাশাপাশি কিছু শাস্ত্রীয় যন্ত্র ব্যবহার করেছেন।

গানের তালিকা

নং.শিরোনামগীতিকারসুরকারশিল্পীদৈর্ঘ্য
১."আবার হাসিমুখ"জিয়াউর রহমান জিয়াজিয়াতানযীর তুহীন৫:৩৯
২."বৃষ্টিকাব্য"জিয়াজিয়াতানযীর তুহীন৫:০৩
৩."কিছু কথা"জিয়াজিয়াতানযীর তুহীন৪:১০
৪."পরী"তানযীর তুহীনকাজী শাফিন আহমদ, তানযীর তুহীনতানযীর তুহীন৪:৩৮
৫."রোদ ক্যানভাস"জিয়াদিয়ার খানতানযীর তুহীন৩:৫৫
৬."শনশন, যদিও কাশবন"জিয়াশাফিনতানযীর তুহীন৪:১৯
৭."আহত কিছু গল্প"তানযীর তুহীনতানযীর তুহীনতানযীর তুহীন৫:০৭
৮."মিছিল"জিয়াদিয়াত, জিয়াতানযীর তুহীন৫:১৩
৯."চিঠি"জিয়াশাফিন, জিয়াতানযীর তুহীন৪:০১
১০."আততায়ী"জিয়াজিয়াতানযীর তুহীন৬:৩৭

ব্যক্তি

ব্যান্ড কর্মী

অতিথি কর্মী

  • মউমন - একাউস্টিক গিটার
  • রাজিব - কীবোর্ড
  • শরীফ - ভায়োলিন

উৎপাদন কর্মী

  • রেকর্ড করা এবং মিশ্রণ - জিয়াউর রহমান জিয়া
  • রেকর্ড করা - স্টুডিও গানবাজ, ডিটিএম, প্রার্থনা শিরোনামহীন
  • প্রচ্ছদ - তানযীর তুহিন
  • ফটোগ্রাফি - মুর্তুজা আলম
  • গ্রাফিক্স (অ্যালবাম শিল্প) - জিয়াউর রহমান জিয়া

তথ্যসূত্র

  1. "অনেক চমক নিয়ে আসছে 'শিরোনামহীন'"প্রথম আলো। ২০১৩-০৬-১৭। সংগ্রহের তারিখ ২০১৩-০৬-১৭
  2. "Shironamhin Shironamhin"Shironamhin। জুন ২০১৩। সংগ্রহের তারিখ ২০১৩-০৭-০৬
  3. "Shironamhin new album shironamhin"। bdmusicnetwork.com। ২০১২-১২-৩০। ২০১৩-০৪-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৬-২২
  4. "Free download shironamhin new album shironamhin"iReport। ২০১৩-০৬-২২। সংগ্রহের তারিখ ২০১৩-০৬-২২
  5. Nazia Nusrat Adnin (২০১২-০৬-১৯)। "Shironamhin to release self-titled album"New Age। ২০১৪-০৫-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৭-০৬

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.