শিরোনামহীন শিরোনামহীন
শিরোনামহীন শিরোনামহীন ব্যান্ডদল শিরোনামহীনের ৫ম একক অ্যালবাম যা ২০১৩ সালের ১৯ জুলাই মুক্তি পায়।[1] এবং ডিজিটালরূপে কাইনেটিক মিউজিক দ্বারা বিতরণ করা হয়।[2] ৫টি একক অ্যালবাম মধে্য এটি তাদের করা স্ব - শিরোনাম অ্যালবাম।[3] ২৫টি গানের মধ্য থেকে নির্বাচিত ১০টি গান দিয়ে এ সাজানো হয়েছে।[4] গানের কথা লিখেছেন জিয়া, তানযির তুহিন ও অন্যান্য সদস্যরা, এই অ্যালবামের আবার হাসিমুখ গানটি তাদের একটি গান হাসিমুখের সংস্করণ।[5]
শিরোনামহীন শিরোনামহীন | ||||
---|---|---|---|---|
![]() | ||||
শিরোনামহীন কর্তৃক স্টুডিও অ্যালবাম | ||||
মুক্তির তারিখ | ১৯ জুলাই ২০১৩ | |||
শব্দধারণের সময় | ২০১৩ ইনকার্সন মিউজিক | |||
ঘরানা | সাইকেডেলিক | |||
সঙ্গীত প্রকাশনী | সাইরেন | |||
প্রযোজক | কুইন্টিক মিউজিক | |||
শিরোনামহীন কালক্রম | ||||
|
পটভূমি
সারসংক্ষেপ
অন্যান্য প্রকল্পসমূহে শিরোনামহীন, তাদের স্বাতন্ত্র্যসূচক সরোদ, এস্রাজ, মন্দিরা ও দোতারার মতো সনাতন শাস্ত্রীয় যন্ত্র ব্যবহার করেছেন। পঞ্চম স্ব- শিরোনাম অ্যালবামেও তারা গিটার, বেজ এবং ড্রামস-এর পাশাপাশি কিছু শাস্ত্রীয় যন্ত্র ব্যবহার করেছেন।
গানের তালিকা
নং. | শিরোনাম | গীতিকার | সুরকার | শিল্পী | দৈর্ঘ্য |
---|---|---|---|---|---|
১. | "আবার হাসিমুখ" | জিয়াউর রহমান জিয়া | জিয়া | তানযীর তুহীন | ৫:৩৯ |
২. | "বৃষ্টিকাব্য" | জিয়া | জিয়া | তানযীর তুহীন | ৫:০৩ |
৩. | "কিছু কথা" | জিয়া | জিয়া | তানযীর তুহীন | ৪:১০ |
৪. | "পরী" | তানযীর তুহীন | কাজী শাফিন আহমদ, তানযীর তুহীন | তানযীর তুহীন | ৪:৩৮ |
৫. | "রোদ ক্যানভাস" | জিয়া | দিয়ার খান | তানযীর তুহীন | ৩:৫৫ |
৬. | "শনশন, যদিও কাশবন" | জিয়া | শাফিন | তানযীর তুহীন | ৪:১৯ |
৭. | "আহত কিছু গল্প" | তানযীর তুহীন | তানযীর তুহীন | তানযীর তুহীন | ৫:০৭ |
৮. | "মিছিল" | জিয়া | দিয়াত, জিয়া | তানযীর তুহীন | ৫:১৩ |
৯. | "চিঠি" | জিয়া | শাফিন, জিয়া | তানযীর তুহীন | ৪:০১ |
১০. | "আততায়ী" | জিয়া | জিয়া | তানযীর তুহীন | ৬:৩৭ |
ব্যক্তি
ব্যান্ড কর্মী
- তানযীর তুহীন - ভোকাল
- জিয়াউর রহমান জিয়া - বেস, ভায়োলিন, সেলো
- কাজী শাফিন আহমেদ - ড্রামস
- দিয়াত খান - গিটার
- রাসেল কবির - কীবোর্ড
অতিথি কর্মী
- মউমন - একাউস্টিক গিটার
- রাজিব - কীবোর্ড
- শরীফ - ভায়োলিন
উৎপাদন কর্মী
তথ্যসূত্র
- "অনেক চমক নিয়ে আসছে 'শিরোনামহীন'"। প্রথম আলো। ২০১৩-০৬-১৭। সংগ্রহের তারিখ ২০১৩-০৬-১৭।
- "Shironamhin Shironamhin"। Shironamhin। জুন ২০১৩। সংগ্রহের তারিখ ২০১৩-০৭-০৬।
- "Shironamhin new album shironamhin"। bdmusicnetwork.com। ২০১২-১২-৩০। ২০১৩-০৪-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৬-২২।
- "Free download shironamhin new album shironamhin"। iReport। ২০১৩-০৬-২২। সংগ্রহের তারিখ ২০১৩-০৬-২২।
- Nazia Nusrat Adnin (২০১২-০৬-১৯)। "Shironamhin to release self-titled album"। New Age। ২০১৪-০৫-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৭-০৬।
বহিঃসংযোগ
- শিরোনামহীন ডিস্কোগ্রাফিতে শিরোনামহীন শিরোনামহীন
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.