তানযীর তুহীন

তানযীর তুহীন (জন্ম সেপ্টেম্বর ২৬, ১৯৭৪) একজন বাংলাদেশী সঙ্গীতশিল্পী, গায়ক, গীতিকার, অভিনেতা এবং স্থপতি; যিনি বাংলা স্বাধীন সঙ্গীতদল শিরোনামহীনের একজন প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে পরিচিত।[2][3] ২০১৭ সালে ব্যক্তিগত দন্দ্বের কারণে তিনি শিরোনামহীন ত্যাগ করেন এবং একই বছরের শেষের দিকে নতুন ব্যান্ড আভাস গড়ে তোলেন।[4] সঙ্গীতের পাশাপাশি কয়েকটি টেলিভিশন নাটকেও তিনি অভিনয় করেছেন।

তানযীর তুহীন
২০১৯ সালে তুহিন
জন্ম
তানযির তুহিন

(1974-09-26) ২৬ সেপ্টেম্বর ১৯৭৪
ঢাকা, বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশি
অন্যান্য নামতুহিন
নাগরিকত্ববাংলাদেশি
শিক্ষাস্নাতক
যেখানের শিক্ষার্থীবাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়
পেশা
  • সঙ্গীতশিল্পী
  • গায়ক
  • গান লেখক
  • অভিনেতা
  • স্থপতি
কার্যকাল১৯৮৪বর্তমান
টেলিভিশনআমরাই পারি (রিয়েলিটি টেলিভিশন ধারাবাহিক)
উপাধিউপস্থাপক
সন্তান
সঙ্গীত কর্মজীবন
ধরন
বাদ্যযন্ত্রসমূহকণ্ঠ[1]
লেবেল
  • প্রায় শিরোনামহীন
  • বেঙ্গল স্টুডিও
  • স্টুডিও অচিন
  • জি-সিরিজ
  • স্টুডিও গ্রেগ পিগট (অস্ট্রেলিয়া)
সহযোগী শিল্পীশিরোনামহীন, আভাস

প্রাথমিক জীবন

তুহীন ১৯৭৪ সালে ঢাকায় জন্ম নেন এবং সেখানে তার ছেলেবেলা কাটে। তিনি ধানমন্ডি গভঃ বয়েজ হাই স্কুল থেকে মাধ্যমিক ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে স্থাপত্য বিষয়ে স্নাতক সম্পন্ন করেন।[5] তুহিন প্রথম কয়েক বছরের জন্যে বুলবুল ললিতকলা একাডেমিতে (বাফা) নজরুল সঙ্গীত এবং শাস্ত্রীয় সঙ্গীত বিষয়ে অধ্যয়ন করেন। যেখানে তার সঙ্গীতগুরুদের মধ্যে ছিলেন ওস্তাদ আখতার সাদমানি, কিরণ চন্দ্র রায়, নিয়াজ মোহাম্মদ চৌধুরী এবং ওস্তাদ নারায়ণ চন্দ্র বসাক।[2]

কর্মজীবন

তুহীন পেশায় একজন স্থপতি[2] বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে স্থাপত্য বিভাগে দ্বিতীয় বর্ষে অধ্যয়নকালে শিরোনামহীনের সংগীতদলের বেসবাদক জিয়াউর রহমান জিয়ার সাথে তার পরিচয় হয়। সে সময়ে জিয়া তাকে শিরোনামহীনে যোগ দিতে আমন্ত্রণ জানান।[2] সঙ্গীতচর্চার পাশাপাশি তিনি কয়েকটি বাংলা টেলিভিশন নাটকে অভিনয় করেছেন। মধ্যরাত্রিতে তিনজন দুর্ভাগা তরুণ নাটকের মাধ্যমে অভিনয়ে তার অভিষেক ঘটে। নাটকটি বাংলাদেশি লেখক মুহম্মদ জাফর ইকবালের একই নামের গল্প অবলম্বনে নির্মিত। ২০১১ সালে তিনি মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত থতমত এই শহরে টেলিভিশন নাটকে অভিনয় করেন অপি করিমের সাথে।[6] ২০১৩ সালে তিনি মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ট্রাম কার্ড নাটকে জিকো চরিত্রে অভিনয় করেন বিদ্যা সিনহা সাহা মীমের বিপরীতে।[7] অভিনয়ের পাশাপাশি তিনি বিটিভিতে প্রচারিত, চরমভাবাপন্ন আবহাওয়া মোকাবেলার উদ্দেশ্যে নির্মিত বিবিসির "আমরাই পারি" রিয়েলিটি টেলিভিশন ধারাবাহিকে উপস্থাপনার কাজ করেছেন।[8][9][10][11]

ডিস্কোগ্রাফি

২০১৪ সালে তুহিন

একক

শিরোনমবছরটীকা
"তবু"২০১৭প্রথম একক[12]

ব্যান্ড অ্যালবাম

ব্যান্ড মিক্সড অ্যালবাম

  • নিয়ন আলো স্বাগতম (২০০৭)
  • স্বপ্নচূড়া ২ (২০০৬)
  • স্বপ্নচূড়া ৩ (২০০৭)
  • বন্ধুতা (২০০৮)
  • রক ১০১ (২০০৮)
  • রক ২০২ (২০০৯)
  • জয়োধ্বনি (২০১১)
  • গর্জে উঠো বাংলাদেশ (২০১১)

চলচ্চিত্র তালিকা

টেলিভিশন
বছরশিরোনামচরিত্রটীকা
মধ্যরাত্রিতে তিনজন দুর্ভাগা তরুণ
২০১১থতমত এই শহরে[6]
স্পুন্ক
২০১৩ট্রাম কার্ডজিকো[14]

আরো দেখুন

তথ্যসূত্র

  1. "Biography"লাস্ট.এফএম। সংগ্রহের তারিখ ২০১৪-০৬-১৫
  2. "Realism vs Romance- conversation with Tanzir Tuhin"। news.priyo.com। ২০১১-০৮-০৪। ২৯ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৬-১৫
  3. "তানযির তুহিন জীবনী"আইএমডিবি। সংগ্রহের তারিখ ২০১৪-০৬-১৫
  4. "তুহী‌নের নতুন ব্যান্ডদল 'আভাস' -bdnews24.com"। সংগ্রহের তারিখ ২০১৮-০৩-১৮
  5. বশিরুল হক, পূর্ণিমা চট্টোপাধ্যায়-দত্ত (১৯৯৯)। Battling the Storm: Study on Cyclone Resistant Housing। জার্মান রেড ক্রস।
  6. গোলাম রাব্বানী (২০১১-০৩-১৮)। "থতমত এই শহরে"দৈনিক কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ২০১৪-০৬-১৫
  7. প্যাট্রিসিয়া মৌটুসী (২০১৩-১০-২১)। "Shironamhin's vocalist debuts as an actor in Trump Card"। news.priyo.com। ১১ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৬-১৫
  8. "বিবিসির 'আমরাই পারি'"দৈনিক প্রথম আলো। ২০১২-০৫-০২। সংগ্রহের তারিখ ২০১৪-০৬-১৫
  9. "মানুষের সম্মিলিত প্রয়াসকে তুলে ধরবে 'আমরাই পারি'"দৈনিক মানবজমিন। ২০১২-০৫-০২। সংগ্রহের তারিখ ২০১৪-০৬-১৫
  10. "জনসচেতনতামূলক অনুষ্ঠান 'আমরাই পারি'"দৈনিক যায়যায়দিন। মে ০৩, ২০১৪। সংগ্রহের তারিখ জানুয়ারি ০৯, ২০১৫ এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ=, |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  11. "বিবিসির 'আমরাই পারি'"বণিক বার্তা। মে ১২, ২০১৪। সংগ্রহের তারিখ জানুয়ারি ০৯, ২০১৫ এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  12. Showtime Desk (আগস্ট ২৫, ২০১৭)। "Shironamhin vocal Tuhin to release his first solo work"Dhaka Tribune। সংগ্রহের তারিখ অক্টোবর ৬, ২০১৭
  13. "Shironamhin discography"। Shironamhin। ৯ মে ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ডিসেম্বর ৫, ২০১৫
  14. "ট্রাম কার্ড ২"আইএমডিবি। সংগ্রহের তারিখ ২০১৪-০৬- এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.