শিরোনামহীন রবীন্দ্রনাথ

শিরোনামহীন রবীন্দ্রনাথ বাংলাদেশি স্বাধীন সাইকেডেলিক রক ব্যান্ড সংগীতদল শিরোনামহীনের চতুর্থ একক অ্যালবাম, যা লেজার ভিশনের ব্যানারে ২০১০ সালে বাংলাদেশে প্রকাশিত হয়।

শিরোনামহীন রবীন্দ্রনাথ
শিরোনামহীন কর্তৃক স্টুডিও অ্যালবাম
মুক্তির তারিখমার্চ ৩, ২০১০
শব্দধারণের সময়২০১০,
লেজার ভিশন
দৈর্ঘ্য৩৭:৩১'"`UNIQ--ref-০০০০০০০০-QINU`"'
শিরোনামহীন কালক্রম
বন্ধ জানালা
(২০০৯)
শিরোনামহীন রবীন্দ্রনাথ
(২০১০)
শিরোনামহীন শিরোনামহীন
(২০১৩)

এই অ্যালবামের মোট এগারোটি গান নেয়া হয়েছে বাঙ্গালি বহুবিদ্যাবিশারদ রবীন্দ্রনাথ ঠাকুররের থেকে যিনি বাংলা সাহিত্য এবং বাংলা গানে ভিন্নমাত্রা যোগ করেছিলেন।

প্রেক্ষাপট

"শিরোনামহীন" তাদের চতুর্থ এককে মুলত রবীন্দ্রসংগীতের সাথে রক মিউজিকের একটা সমন্বয় ঘটিয়েছে যার ফলে অ্যালবামের টাইটেল করা হয় শিরোনামহীন রবীন্দ্রনাথ[1] ব্যান্ড শিরোনামহীন মনে করে, "রবীন্দ্রনাথ ঠাকুর" নিজেই তাদের কাছে সাংস্কৃতিকন প্রতিষ্ঠান। একজন বাঙ্গালি হিসেবে নিজেদের স্বংস্কৃতিকে বুঝতে হলে রবীন্দ্রনাথকে অবশ্যই জানতে হবে। এছাড়া ভোকাল তুহিন নিজে বুলবুল ললিতকলা একাডেমিতে (বাফা) রবীন্দ্রসংগীতের শিক্ষাগ্রহণ করেছিলেন। এবং এই অ্যালবামটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছে শিরোনামহীন।[2]

গানের তালিকা

রবীন্দ্রনাথ ঠাকুরের লিখিত গান নিয়ে এই অ্যালবামটি তৈরি করা হয়।

নং.শিরোনামদৈর্ঘ্য
১."গ্রাম ছাড়া অই রাঙামাটির পথ"৪:৫২
২."পুরোনো সেই দিনের কথা"৩:২৮
৩."শাঙন গগনে"৪:৩৫
৪."ফুলে ফুলে"৪:১০
৫."কিছু বলব বলে এসেছিলাম"৩:২১
৬."যেতে যেতে একলা পথে"৩:৪৬
৭."সখাতরে অই কাঁদিছে সকলি"৫:৩১
৮."তুমি কি কেবলি ছবি"৩:২৮
৯."শুধু তোমার বাণী নয় গো"৪:১৯

গানের তালিকা[3][4]

সদস্যবৃন্দ

তথ্যসূত্র

  1. "Shironamhin Rabindranath to be released on Eid"The Daily Star। ২০১০-০৮-২৮। সংগ্রহের তারিখ ২০১৩-০৬-২০
  2. "Remembering Tagore - Shironamhin"। Emaho Mmagazine। ২০১২-০৪-১২। সংগ্রহের তারিখ ২০১৩-০৬-২০
  3. "Shironamhin Rabindranath"Last.fm। সংগ্রহের তারিখ ২০১৩-০৭-০৬
  4. "Shironamhin Rabindranath — Shironamhin album"শিরোনামহীন। ২০১০-০৯-০৩। সংগ্রহের তারিখ ২০১৩-০৭-০৭

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.