আমরা একটা সিনেমা বানাবো
আমরা একটা সিনেমা বানাবো আশরাফ শিশির রচিত ও পরিচালিত মুক্ত দৈর্ঘ্যের আসন্ন বাংলাদেশী সাদা-কালো নাট্য চলচ্চিত্র। ছবিটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম। এতে অভিনয় করেন রাইসুল ইসলাম আসাদ, সুমনা সোমা, স্বাধীন খসরু, মাসুম আজিজ, প্রাণ রায়।[2]
আমরা একটা সিনেমা বানাবো | |
---|---|
![]() | |
পরিচালক | আশরাফ শিশির |
রচয়িতা | আশরাফ শিশির |
শ্রেষ্ঠাংশে |
|
সুরকার | রাফায়েত নেওয়াজ |
সম্পাদক | সাব্বীর মাহমুদ |
প্রযোজনা কোম্পানি | |
পরিবেশক | ইমপ্রেস টেলিফিল্ম |
মুক্তি | ২০২০[1] |
দৈর্ঘ্য | ২১:০৫:৩৬ |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা ভাষা |
এটি নির্মাণ করতে ৮ বছর ধরে ১৭৬ দিন শুটিং করা হয়। ২১ ঘন্টা দৈর্ঘ্যের[1] আমরা একটা সিনেমা বানাবো চলচ্চিত্র ইতিহাসের দীর্ঘতম চলচ্চিত্র।[3][4] ছবিটি ১৬ই মে ২০১৯ সালে সেন্সর বোর্ডের সামনে প্রদর্শিত হয় এবং ১৯ মে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সেন্সর শংসাপত্র পায়।[5] এছাড়া এটি বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সংরক্ষণাগারভুক্ত করা হয়।
কাহিনী সংক্ষেপ
চলচ্চিত্রটিতে ভালোবাসা, স্থানীয়দের মধ্যকার জীবনযাবন ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ পরবর্তী ঘটনাকে কল্পকাহিনী আকারে উপস্থাপন করা হয়েছে।
কুশীলব
- রাইসুল ইসলাম আসাদ
- সুমনা সোমা
- স্বাধীন খসরু
- ইমরান ইমু
- মাসুম আজিজ
- প্রাণ রায়
- তেরেসা চৈতি
- আয়শা মুক্তি
- এলিনা শাম্মী
- অরণ্য রানা
- সৈকত সিদ্দিকী
- কাবেরী রায়চৌধুরী
- ইয়াসিন
- টিটো
- সানসি ফারুক
- অর্ণব খান
- আসমা আক্তার লিজা
- দুখু সুমন
- জান্নাত সোমা
- আব্দুর রহমান রাজীব
- তূর্য
- মাঈশা
- মিমো
- সুপ্ত
- মিন্টু
- মানিক
- লিটন
- শুভ
- অলক
- ভাস্কর
- আজাদ
- সজীব
নির্মাণ
চলচ্চিত্রটির নির্মাণ শুরু হয় ২০০৯ সালে। শুটিংয়ে সময় লাগে ৮ বছর ধরে ১৭৬ দিন। ছবিটির চিত্রায়ন হয় ঈশ্বরদীতে পদ্মা নদী ও হার্ডিঞ্জ ব্রিজের আশপাশের গ্রামে। শুটিংয়ে অংশগ্রহণ করে প্রায় চার হাজার শিল্পী ও কলাকুশলী।[1]
মুক্তি
২১ ঘণ্টা দৈর্ঘ্যের চলচ্চিত্রটি মুক্তি প্রসঙ্গে পরিচালক শিশির জানান চলচ্চিত্রটি আটটি অধ্যায়ে ভাগ করা হবে এবং প্রতিটি অধ্যায় আলাদা ভাবে মুক্তি দেওয়ার কথা রয়েছে। প্রতিটি অধ্যায়ের সম্পর্কিত পরিণতি থাকবে।[1] ২০১৯ সালের ১৯ মে চলচ্চিত্রটি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের অনুমোদন লাভ করে।[6]
তথ্যসূত্র
- "২১ ঘন্টা দৈর্ঘ্যের 'আমরা একটা সিনেমা বানাবো'"। দৈনিক প্রথম আলো। জুলাই ১২, ২০১৭। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০১৭।
- "সাদাকালোয় 'আমরা একটা সিনেমা বানাবো'"। বাংলানিউজ২৪। ১৯ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০১৭।
- "বাংলাদেশে নির্মিত হলো বিশ্বের সর্বোচ্চ দৈর্ঘ্যের চলচ্চিত্র"। সময় নিউজ। ১১ জুলাই ২০১৭। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০১৮।
- "'আমরা একটি সিনেমা বানাবো'র দৈর্ঘ্য ২১ ঘণ্টা"। ইন্ডিপেন্ডেন্ট টোয়েন্টিফোর। জুলাই ১২, ২০১৭। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০১৮।
- "মুক্তির অনুমতি পেলো পৃথিবীর দীর্ঘতম ছবি"। channelionline.com। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৯।
- "বাংলাদেশে নির্মিত হলো বিশ্বের সর্বোচ্চ দৈর্ঘ্যের চলচ্চিত্র"। সময় নিউজ। সংগ্রহের তারিখ ২১ মে ২০১৯।