আশরাফ শিশির
মোহাম্মদ আশরাফুল আলম যিনি আশরাফ শিশির নামেই বেশি পরিচিত হলেন একজন বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার ও মানবাধিকার কর্মী।[1] তিনি গাড়িওয়ালা চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে ২০১৪ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। চলচ্চিত্রটি ২২টি দেশের ৬৫টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শীত হয় এবং ২৪টি আন্তর্জাতিক পুরস্কার পায়।[2]
আশরাফ শিশির | |
---|---|
জন্ম | মোহাম্মদ আশরাফুল আলম |
জাতীয়তা | বাংলাদেশি |
পেশা | চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার |
উল্লেখযোগ্য কর্ম | গাড়িওয়ালা, আমরা একটা সিনেমা বানাবো |
তার পরিচালিত চলচ্চিত্র আমরা একটা সিনেমা বানাবো ইতিহাসের দীর্ঘতম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে স্বীকৃত।[3][4]
চলচ্চিত্র
- গাড়িওয়ালা (২০১৪)
- গোপন – দ্য ইনার সাউন্ড (২০১৮)[5]
- আমরা একটা সিনেমা বানাবো (২০১৯)
ব্যক্তিগত জীবন
আশরাফ তথ্য প্রযুক্তিতে স্নাতক সম্পন্ন করে ‘আন্তর্জাতিক মানবাধিকার আইন’ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।[6] তিনি পাঁচটি গ্রন্থও রচনা করেন।[6]
পুরস্কার
- গাড়িওয়ালা চলচ্চিত্রের জন্য ৩৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার[7]
তথ্যসূত্র
- "Gaariwala"। www.arianofilmfestival.com। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০১৯।
- "নতুন ছবি বানাবেন আশরাফ শিশির"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০১৯।
- "মুক্তির অনুমতি পেলো পৃথিবীর দীর্ঘতম ছবি"। চ্যানেল আই। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০১৯।
- "২১ ঘণ্টা দৈর্ঘ্যের 'আমরা একটা সিনেমা বানাবো'"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০১৯।
- প্রতিবেদক, গ্লিটজ; ডটকম, বিডিনিউজ টোয়েন্টিফোর। "মস্কোতে পুরস্কৃত 'গোপন'"। বিডিনিউজ টোয়েন্টিফোর। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০১৯।
- "The Cart"। worldfilmpresentation.com (ইংরেজি ভাষায়)। ১ সেপ্টেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০১৯।
- "জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৪"। এফডিসি। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০১৯।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.