জাহাজী

জাহাজি বাংলাদেশী ব্যান্ডদল শিরোনামহীনের ১ম একক অ্যালবাম। যা ২০০৪ সালের ১লা জানুয়ারি মুক্তি পায়।[1] অ্যালবামটি ২০০৩ সালের ১৫ থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে র‍্যাবিট কমিউনিকেশন স্টুডিওতে রেকর্ড করা হয়েছিল।

জাহাজি
শিরোনামহীন কর্তৃক স্টুডিও অ্যালবাম
মুক্তির তারিখনভেম্বর ১, ২০০৪
শব্দধারণের সময়২০০৪,
র‌্যাবিট কম্যুনিকেশনস
২০০৫,জি-সিরিজ
দৈর্ঘ্য৫২:১৮
সঙ্গীত প্রকাশনীর‌্যাবিট, জি-সিরিজ
শিরোনামহীন কালক্রম
জাহাজি
(২০০৪)
ইচ্ছে ঘুড়ি
(২০০৬)

পটভূমি

জাহাজি অ্যালবামে শিরোনামহীন আধুনিক শহুরে মানুষের জীবনবোধ এবং নিত্যদিনকার সংগ্রামের চিত্র বিবৃত করার চেষ্টা করেছে। এই অ্যালবামটির টাইটেল গান জাহাজী যেখানে, একজন মধ্যবিত্ত তরূনের জীবন আর জীবিকার সন্ধ্যানে নিয়ত ছুটে চলাকে জাহাজী বা নাবিক' হিসেবে রূপক অর্থে নির্দেশ করা হয়েছে।

অ্যালবাম প্রকাশ

২০০৪ সালে শিরোনামহীন তাদের অভিষেক অ্যালবাম জাহাজী প্রকাশ করে সংগীত প্রকাশক কোম্পানী র‌্যাবিট কম্যুনিকেশনস এর ব্যানরে যা পরবর্তিতে ২০০৫ সালে জি-সিরিজের ব্যানারে পুনঃপ্রকাশ করা হয়।

গানের তালিকা

জাহাজি অ্যালবামে মোট ১১টি গান রয়েছে, যার মধ্যে আটটি গান একক ও যৌথভাবে লিখেছেন জিয়াউর রহমান জিয়া, তানযির তুহিন এবং ফারহান দুইটি করে গান লিখেছেন।

নং.শিরোনামগীতিকারসুরকারশিল্পীদৈর্ঘ্য
১."নদী"তানযীর তুহীনইয়াসির তুষার, তুহীনতুহীন৪:৩১
২."হাসিমুখ"জিয়াউর রহমান জিয়াজিয়াতুহীন৪:১৪
৩."শুভ্র রঙ্গিন"জিয়াজিয়াতুহীন৪:০৩
৪."শহরের কথা"জিয়াজিয়াতুহীন৩:৪৮
৫."জাহাজি"জিয়াজিয়াতুহীন৬:০৬
৬."শূন্য"জিয়াজিয়াতুহীন৪:৪২
৭."লাল নীল গল্প"জিয়াজিয়াফারহান করিম৪:২৬
৮."নিশ্চুপ আঁধার"জিয়া, ফারহানজিয়া, তুষারতুহীন৪:৩৫
৯."হয়না"তুহীনতুহীনফারহান৪:০৮
১০."ঘুম"ফারহানফারহান, তুষারতুহীন৫:১০
১১."অবাক ভ্রমন" (বাদ্যযন্ত্র)   ৬:২৮

সদস্য

তথ্যসূত্র

বহিঃসংযোগ

  • জাহাজী - শিরোনামহীনের ডিস্কোগ্রাফি
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.