মন্দিরা

মন্দিরা এক ধরনের বাদ্যযন্ত্র। এটির অপর নাম জুড়ি। এটি কাঁসার তৈরি দুটি বাটি। মন্দিরার মধ্যখানে ছিদ্র করে মোটা সুতায় বেঁধে দুই হাতে ধরে পরস্পরের মুখে টোকা দিয়ে বাজানো হয়।[1]

বাজানোর নিয়ম

মন্দিরা বাজানোর কিছু নিয়ম রয়েছে। মন্দিরা বাজানার সময় এর বাটি দুটির গায়ে হাত দেয়া যায় না, কারণ এতে আওয়াজ বিকৃত এবং তীব্রতা কমে যায়।

ব্যবহারের ক্ষেত্র

তাল, লয় ও ছন্দ নিরূপণে মন্দিরা সাহায্য করে থাকে। লোকসঙ্গীত ও উচ্চাঙ্গসঙ্গীতে মন্দিরা ব্যাপকভাবে ব্যবহার হয়ে থাকে। প্রাচীনকালে বৈষ্ণব বৈরাগীরা মন্দিরা বাজিয়ে গান গেয়ে ভিক্ষা করতেন।[1]

তথ্যসূত্র

  1. "বাদ্যযন্ত্র"bn.banglapedia.org
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.