কিলোগ্রাম
কিলোগ্রাম এস্আই একক পদ্ধতিতে ভরের একক, যা দ্বারা আউঝানো হয় আন্তর্জাতিকভাবে রক্ষিত ভরের সমান।[2]
কিলোগ্রাম Kilogram (Kg) | |
---|---|
একটি স্থানীয় পর্যায়ের ১-কিলোগ্রাম পরিমাপক যেটি ঢালাই লোহায় তৈরি। পরিমাপকটির গঠন আন্তর্জাতিক নিয়মানুসারে অষ্টকাকৃতির।[1] | |
এককের তথ্য | |
একক সিস্টেম | এসআই একক |
যার একক | ভর |
প্রতীক | কেজি (kg) |
একক রুপান্তর | |
১ কেজি (kg) ... | ... সমান হচ্ছে ... |
Avoirdupois | ≈ 2.205 pounds [Note 1] |
Natural units | ≈ 4.59×১০7Planck masses 1.356392608(60)×১০50 hertz [Note 2] |
মানদন্ড
এক কিলোগ্রাম ১০০০ গ্রাম এর সমান। ফ্রান্সের প্যারিসে রক্ষিত প্ল্যাটিনাম-ইরিডিয়ামের সংকর ধাতুর একটি সিলিন্ডারকে কিলোগ্রামের প্রমাণ নমুনা হিসাবে ধরা হয়, এবং এর সাপেক্ষেই কিলোগ্রামকে সংজ্ঞায়িত করা হয়।
একক
এর ক্ষুদ্রতম এককগুলো হলো: হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম। ১কিলো গ্রাম = ১০০০ গ্রাম=১০০ ডেকা গ্রাম=১০ হেক্টাগ্রাম ১গ্রাম = ১০০০ মিলিগ্রাম=১০০ সেন্টি গ্রাম=১০ ডেসিগ্রাম
১ কেজি = ২.২০৪৬২২৬২১৮৪৯ পাউন্ড = ৩৫.২৭৩৯৬১৯৪৯৫৮ আউন্স।
টীকা
- The avoirdupois pound is part of both United States customary system of units and the Imperial system of units.
- One kilogram at rest has an equivalent energy approximately equal to the energy of photons whose frequencies sum to this value.
তথ্যসূত্র
- "International Recommendation R 52 - Hexagonal weights - Metrological and technical requirements" (PDF)। International Organization of Legal Metrology। ২০০৪। সংগ্রহের তারিখ ডিসেম্বর ২৮, ২০১২।
- "International prototype of the kilogram (IPK)"। International Bureau of Weights and Measures (BIPM)। সংগ্রহের তারিখ জানুয়ারি ৭, ২০১৩।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.