প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (জন্ম: ৩০ সেপ্টেম্বর ১৯৬২) একজন বাঙালি চিত্রাভিনেতা।[2] প্রায় দুইদশকেরও বেশি সময় ধরে তিনি পশ্চিমবঙ্গের বাংলা চলচ্চিত্রের নায়ক হিসাবে শীর্ষস্থানে আছেন।[3]

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
২০১৯ সালে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
জন্ম (1962-09-30) ৩০ সেপ্টেম্বর ১৯৬২[1]
উচ্চতা১.৭৪মি. (৫' ৮.৫")
দাম্পত্য সঙ্গীদেবশ্রী রায় (১৯৯২-১৯৯৫, বিবাহবিচ্ছেদ)
অপর্ণা গুহঠাকুরতা (১৯৯৭-২০০২, বিবাহবিচ্ছেদ)
অর্পিতা পাল (২০০২-বর্তমান)
পিতা-মাতাবিশ্বজিৎ চট্টোপাধ্যায় (বাবা)
রতনা চট্টোপাধ্যায় (মা)
আত্মীয়পল্লবী চট্টোপাধ্যায় (বোন)
ওয়েবসাইটপ্রসেনজিৎ চট্টোপাধ্যায়

পারিবারিক পরিচয়

প্রসেনজিৎ বিখ্যাত বাংলা এবং হিন্দি ছবির নায়ক বিশ্বজিৎ চট্টোপাধ্যায়-এর একমাত্র পুত্র।[2] তার বোন পল্লবী চট্টোপাধ্যায় নিজেও একজন অভিনেত্রী। তার প্রথম স্ত্রী ছিলেন বিখ্যাত অভিনেত্রী দেবশ্রী রায়, পরে তিনি অপর্না গুহঠাকুরতাকে বিয়ে করেন। বর্তমানে অর্পিতা পাল তার স্ত্রী। তাদের ত্রিসেনজিৎ চট্টোপাধ্যায় বলে এক পুত্র আছে।[2]

চলচ্চিত্র জীবন

প্রসেনজিৎ শিশুশিল্পী হিসাবে প্রথম অভিনয় করেন তার বাবা বিশ্বজিৎ পরিচালিত ১৯৬৮ খ্রিষ্টাব্দে মুক্তিপ্রাপ্ত ছবি ছোট্ট জিজ্ঞাসাতে। ১৯৮৩ খ্রিষ্টাব্দে দুটি পাতা ছবিতে প্রথম নায়ক হিসাবে তার আত্মপ্রকাশ ঘটে । ১৯৮৭ খ্রিষ্টাব্দে মুক্তিপ্রাপ্ত ছবি অমর সঙ্গী তার সবথেকে হিট ছবিগুলির মধ্যে অন্যতম ।

প্রসেনজিৎ ১৯৮৯ খ্রিষ্টাব্দে ডেভিড ধাওয়ানের পরিচালনায় আঁধিয়া এবং ১৯৯১ খ্রিষ্টাব্দে মেহুল কুমারের পরিচালনায় মিত মেরে মন কে বলে দুটি হিন্দি ছবিতে নায়ক হিসাবে অভিনয় করেন । কিন্তু কোনো ছবিই সফলতা লাভ করেনি ।

প্রসেনজিৎ ঋতুপর্ণ ঘোষ পরিচালিত উনিশে এপ্রিল, উত্সব, চোখের বালি, দোসর, খেলা এবং দ্য লাস্ট লিয়র ছবিতে অভিনয় করেছেন । এর মধ্যে দ্য লাস্ট লিয়র ছবিটি ছিল তার অভিনীত একমাত্র ইংরেজি ছবি এবং এই ছবিতে তিনি অমিতাভ বচ্চনের সাথে অভিনয় করেন।

তিনি তপন সিন্‌হা পরিচালিত আতঙ্ক, তরুণ মজুমদার পরিচালিত পথভোলা, বুদ্ধদেব দাশগুপ্ত পরিচালিত স্বপ্নের দিন ছবিতে অভিনয় করেন।

চলচ্চিত্র

বছর চলচ্চিত্র ভূমিকা পরিচালক মন্তব্য
১৯৮০দুই পৃথিবীপীযূষ বসুতরুণ উত্তম কুমার হিসেবে অভিনয় করেন।
১৯৮১প্রতিশোধসুখেন দাস
১৯৮২অপরূপাবিদেশ সরকার
১৯৮৩দুটি পাতাবিমল রায়
১৯৮৩অগ্রদানীপলাশ বন্দ্যোপাধ্যায়
১৯৮৩জীবন মরণসুখেন দাস
১৯৮৪দাদামণিসুজিত গুহ
১৯৮৪পূজারিনীপার্থ প্রতীম চৌধুরী
১৯৮৪শত্রুঅঞ্জন চৌধুরী
১৯৮৫সোনার সংসাররতীশ দে সরকার
১৯৮৫নীলকন্ঠদিলীপ রায়
১৯৮৫তিল থেকে তালশান্তিময় বন্দ্যোপাধ্যায়
১৯৮৬লাল মহলসুজিত গুহ
১৯৮৬পরিনতিপলাশ বন্দ্যোপাধ্যায়
১৯৮৬জীবনঅর্ধেন্দু চট্টোপাধ্যায়
১৯৮৬আতঙ্কতপন সিন্‌হাতপন সিন্‌হার সাথে প্রথম চলচ্চিত্র
১৯৮৬পথভোলাতরুন মজুমদারতরুন মজুমদার-এর সাথে প্রথম ছবি।
১৯৮৬বর্নাসুজিত গুহ
১৯৮৬মধুময়জহর বিশ্বাস
১৯৮৬তিনপুরুষউমনাথ ভট্টাচার্য্য
১৯৮৬প্রেম বন্ধনরতীশ দে সরকার
১৯৮৭অর্পননিভাস চক্রবর্তী
১৯৮৭আপনঘরেপিনাকী চৌধুরী
১৯৮৭স্পম্রাট ও সুন্দরীপরিমল রায়
১৯৮৭স্বর্ণময়ের ঠিকানাসুশীল মুখার্জী
১৯৮৭মন মুখরসরিত বন্দ্যোপাধ্যায়
১৯৮৭অমর সঙ্গীসুজিত গুহবাংলা সিনেমার অন্যতম বিখ্যাত ও ব্লকবাস্টার চলচ্চিত্র
১৯৮৭দোলন চাঁপাসুজিত গুহ
১৯৮৮প্রতিপক্ষরতীশ দে সরকার
১৯৮৮ছন্নছাড়াঅঞ্জন মুখার্জী
১৯৮৮অপমানচন্দন মুখার্জী
১৯৮৮ওরা চারজনসমিত ভঞ্জ
১৯৮৮ছোট বউঅঞ্জন চৌধুরী
১৯৮৮দেবী বরণশ্রীকান্ত গুহঠাকুরতা
১৯৮৮আঘাতদেব সিন্‌হা
১৯৮৮জয়তীশব্দ কুমার
১৯৮৮শুধু তোমারিপ্রবীর মিত্র
১৯৮৯নিশিতৃষ্ণাপরিমল ভট্টাচার্য্য
১৯৮৯আশা ও ভালবাসাসুজিত গুহ
১৯৮৯বিদায়েঅসিত গাঙ্গুলী
১৯৮৯শত্রুপক্ষনৃপেন সাহা
১৯৮৯আমার তুমিবিমল রায়
১৯৮৯মণিমালাগৌতম চৌধুরী
১৯৮৯জজসাহেবপীযূষ দেবনাথ
১৯৮৯চোখের আলোয়শচীন অধিকারী
১৯৮৯নিশিবন্ধুরবিন বসু
১৯৮৯মনে মনেপার্থ প্রতীম চৌধুরী
১৯৮৯অপরাহ্নের আলোঅগ্রদূত
১৯৮৯আক্রোশসুজিত গুহ
১৯৮৯বন্দিনীসুজিত গুহ
১৯৮৯ঝংকারসুজিত গুহ
১৯৮৯আমার শপথপ্রভাত রায়
১৯৮৯আমার প্রেমসুজিত গুহ
১৯৮৯আমানতশান্তনু ভৌমিক
১৯৮৯প্রণামী তোমায়প্রভাত রায়
১৯৯০আলিঙ্গনতপন সিনহা
১৯৯০আপন আমার আপনতরুন মজুমদার
১৯৯০মন্দিরাসুজিত গুহ
১৯৯০বদনামশিবু মিত্র
১৯৯০সংক্রান্তিমলয় মিত্র
১৯৯০ভাঙ্গা গড়াওরু বাগ্‌চি
১৯৯০লাদাইরানা মুখার্জী
১৯৯১অহংকারশ্রীকান্ত গুহঠাকুরতা
১৯৯১প্রশ্নসারান দে
১৯৯১কথা দিলামরুপাত দাস
১৯৯১প্রেম পূজারীনন্দন দাশগুপ্ত
১৯৯১পলাতকসারান দে
১৯৯১এক পশলা বৃষ্টিনিতিশ রায়
১৯৯২রক্তলেখারাম মুখার্জী
১৯৯২আপন পরতপন সাহা
১৯৯২সুরের ভুবনেপ্রবীর মিত্র
১৯৯২প্রিয়াশিবু মিত্র
১৯৯২শয়তানশচীন অধিকারী
১৯৯২অধিকারদেব সিনহা
১৯৯২মাপ্রশান্ত নন্দী
১৯৯২পুরুসত্যমপ্রসেনজিৎ
১৯৯২প্রথম দেখাসুজিত গুহ
১৯৯৩মন মানে নাইন্দর সেন
১৯৯৩রক্তের সাধধ্রুব দত্ত
১৯৯৩শ্রদ্ধাঞ্জলীশ্রীকান্ত দত্ত
১৯৯৩ভীরতাশিবু মিত্র
১৯৯৩সুখের স্বর্গবীরেশ চ্যাটার্জী
১৯৯৩পৃথিবীর শেষ স্টেশনললিত মুখার্জী
১৯৯৩ঘর সংসারপ্রশান্ত নন্দী
১৯৯৪প্রত্যাঘাতশান্তনু ভৌমিক
১৯৯৪অজানা পথনিভাস চৌধুরী
১৯৯৪রক্তনদীর ধারারাম মুখার্জী
১৯৯৪নাগ পঞ্চমীড. বিজয় ভাট
১৯৯৪রাজার রাজাসামিত ভঞ্জ
১৯৯৪তুমি যে আমারইন্দর সেন
১৯৯৪বিশ্বাস অবিশ্বাসস্বপন সাহা
১৯৯৪ধূসর গোধূলীবিমল রায়
১৯৯৪কালপুরুষপ্রতীন জেস্‌ওয়াল
১৯৯৫সংঘর্ষহরনাথ চক্রবর্তী
১৯৯৫মোহিনীসুশীকুমার শাহ্‌
১৯৯৫শেষ প্রতিক্ষাশচীন অধিকারী
১৯৯৫দৃষ্টি
১৯৯৬অবুঝ মনস্বপন সাহা
১৯৯৬ভাই আমার ভাইস্বপন সাহা
১৯৯৬উনিশে এপ্রিলঋতুপর্ণ ঘোষ
১৯৯৬ঝিনুকমালাস্বপন সাহা
১৯৯৬বিয়ের ফুলরাম মুখার্জী
১৯৯৬সখী তুমি কারস্বপন সাহা
১৯৯৬লাঠিপ্রভাত রায়
১৯৯৬মানুষ অমানুষসুজিত গুহ
১৯৯৭আদরের বোনস্বপন সাহা
১৯৯৭মনের মানুষসুজিত গুহ
১৯৯৭চন্দ্রগ্রহণঅঞ্জন বন্দ্যোপাধ্যায়
১৯৯৭আজকের সন্তানহরনাথ চক্রবর্তী
১৯৯৭সমাধাননারায়ণ ঘোষ
১৯৯৭বকুল প্রিয়াস্বপন সাহা
১৯৯৭ভালবাসাসামিত ভঞ্জ
১৯৯৭মায়ার বাঁধনস্বপন সাহা
১৯৯৭সপ্তমীপল্লব ঘোষ
১৯৯৭তোমাকে চাইস্বপন সাহা
১৯৯৭পবিত্র পাপীঅনুপ সেনগুপ্ত
১৯৯৭মাটির মানুষস্বপন সাহা
১৯৯৮ময়নের আলোস্বপন সাহা
১৯৯৮চৌধুরী পরিবারবাবলু সমাদ্দার
১৯৯৮আমি সেই মেয়েপ্রসেনজিৎ
১৯৯৮বাবা কেন চাকরস্বপন সাহা
১৯৯৮সুন্দরীস্বপন সাহা
১৯৯৮স্বামীর আদেশস্বপন সাহা
১৯৯৮সিঁদুরের অধিকারঅনুপ সেনগুপ্ত
১৯৯৮ঘরের লক্ষীস্বপন সাহা
১৯৯৮সাগর বন্যাপার্থ সারথী জোয়ারদার
১৯৯৮রণক্ষেত্রহরনাথ চক্রবর্তী
১৯৯৮মায়ের অধিকারনারায়ণ ঘোষ
১৯৯৮আমার মাদিলীপ বিশ্বাস
১৯৯৮প্রাণের চেয়ে প্রিয়স্বপন সাহা
১৯৯৯খেলাঘরপ্রভাত রায়
১৯৯৯অগ্নিসীমাসুজিত গুহ
১৯৯৯সত্যম্‌ শিবম্‌ সুন্দরম্‌
১৯৯৯সন্তান যখন শত্রুস্বপন সাহা
১৯৯৯স্বামীর ঘরস্বপন সাহা
১৯৯৯সেই তো আবার কাছে এলো
১৯৯৯তুমি যে তাইপ্রভাত রায়
১৯৯৯শত্রুমিত্রনারায়ণ ঘোষ
১৯৯৯তোমায় পাব বলেস্বপন সাহা
১৯৯৯দায়দায়িত্বহরনাথ চক্রবর্তী
১৯৯৯সিঁদুরখেলাপার্থ ঘোষ
১৯৯৯মধুমালতীস্বপন সাহা
১৯৯৯শুধু একবার বলোপ্রভাত রায়
২০০০কুলাঙ্গারসুজিত গুহ
২০০০সজ্‌নী আমার সোহাগঅনুপ সেনগুপ্ত
২০০০কলঙ্কিনী বধূকালীদাস মাহালনবিশ
২০০০শ্বশুরবাড়ি জিন্দাবাদহরনাথ চক্রবর্তী
২০০০ভালবাসার ছোঁয়াসুভাস সেন
২০০০ত্রিশূলসুভাস সেন
২০০০ভালবাসি তোমাকেস্বপন সাহা
২০০০শত্রুতাঅনুপ সেনগুপ্ত
২০০০মধুর মিলনতুষার মজুমদার
২০০০এই ঘর এই সংসারস্বপন সাহা
২০০০আশ্রয়হরনাথ চক্রবর্তী
২০০০আপন হল পররতন অধিকারী
২০০০বাজিমাৎপ্রভাত রায়
২০০০মহাকালদুলাল ভৌমিক
২০০১উৎসবঋতুপর্ণ ঘোষ
২০০১মালাবাদলরাজ মুখার্জী
২০০১গুরু শিষ্যস্বপন সাহা
২০০১প্রতিবাদহরনাথ চক্রবর্তী
২০০১আঘাতঅনুপ সেনগুপ্ত
২০০১সুদ-আসলনারায়ণ ঘোষ
২০০১প্রেম প্রতিজ্ঞাসুজিত গুহ
২০০১জবাব চাইস্বপন সাহা
২০০১হাতিয়াররমাশিষ বক্সী
২০০১জামাইবাবু জিন্দাবাদরতন অধিকারী
২০০১আমি জীবনপুরের পথিক
২০০২ইনকুইলাবঅনুপ সেনগুপ্ত
২০০২আন্নদাতারবি কিনাগী
২০০২ফুল আর পাহাড়দুলাল অধিকারী
২০০২দেবদাসশক্তি সামন্ত
২০০২স্ত্রীর মর্যাদাস্বপন সাহা
২০০২শত্রুর মোকাবিলাস্বপন সাহা
২০০২প্রতিহিংসামোহান্তি প্রসাদ
২০০২সোনার সংসারঅনুপ সেনগুপ্ত
২০০২শিবাজিল্লুর রহমান
২০০২বরকণেবাবলু সমাদ্দার
২০০২দেবাসুজিত গুহ
২০০২কুরুক্ষেত্রস্বপন সাহা
২০০২প্রতারকপল্লব ঘোষ
২০০৩স্নেহের প্রতিদানস্বপন সাহা
২০০৩রক্ত বন্ধনজয়দেব চক্রবর্তী
২০০৩রাখে হরি মারে কেরতন অধিকারী
২০০৩সবুজ সাথীস্বপন সাহা
২০০৩অন্ধপ্রেমনারায়ণ চ্যাটার্জী
২০০৩আদরিনীবিশ্বজিৎ
২০০৩মায়ের আঁচলঅনুপ সেনগুপ্ত
২০০৩চোখের বালিঋতুপর্ণ ঘোষ
২০০৩কর্তব্যস্বপন সাহা
২০০৪অন্যায় অত্যাচারস্বপন সাহা
২০০৪অগ্নিস্বপন সাহা
২০০৪পরিবারঅনুপ সেনগুপ্ত
২০০৪সূর্যহরনাথ চক্রবর্তী
২০০৪গ্যাঁড়াকলহরনাথ চক্রবর্তী
২০০৪রাম-লক্ষণবাবু রায়
২০০৪শুধু তুমিঅভিজিৎ গুহ ও সুদেষ্ণা রায়
২০০৪স্বপ্নের দিনবুদ্ধদেব দাশগুপ্ত
২০০৪ত্যাগস্বপন সাহা
২০০৪বাদশাহ্‌ক্ষুদিরাম চক্রবর্তী
২০০৪সজনীস্বপন সাহা
২০০৪প্রতিশোধঅনুপ সেনগুপ্ত
২০০৫সংগ্রামহরনাথ চক্রবর্তী
২০০৫বাজি
২০০৫দাদার আদেশঅনুপ সেনগুপ্ত
২০০৫তবু ভালবাসিবীরেশ চ্যাটার্জী
২০০৫রাজমহলস্বপন সাহা
২০০৬দোসরঋতুপর্ণ ঘোষসেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরষ্কার এবং বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড জয়লাভ।
২০০৮গোলমালপ্রলয়স্বপন সাহা
২০০৮খেলাঋতুপর্ণ ঘোষ
২০০৮মি. ফান্টুসরাজ মুখার্জী
২০০৯আমি ইয়াসিন আর আমার মধুবালাদিলীপবুদ্ধদেব দাশগুপ্ত
২০০৯সব চরিত্র কাল্পনিকইন্দ্রনীলঋতুপর্ণ ঘোষ
২০০৯হাউসফুলনিখিলবাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়
২০০৯মামা-ভাগনে অনুপ সেনগুপ্ত
২০১০অটোগ্রাফঅরুণ চট্টোপাধ্যায়সৃজিত মুখোপাধ্যায়
২০১০ক্লার্কবিপ্লব
২০১০সোলজার
২০১০হ্যাংওভারসমরেশপ্রভাত রায়
২০১০তারাব্রাত্য বসু
২০১০মনের মানুষলালনগৌতম ঘোষ
২০১০জোর যার মুলুক তারহারানাথ চক্রবর্তী
২০১১বাংলা বাঁচাওঅনুপ সেনগুপ্ত
২০১১পাপী
২০১১চল পাল্টাইশুভময়হরনাথ চক্রবর্তী
২০১১নৌকাডুবিনলীনাক্ষ চট্টোপাধ্যায়ঋতুপর্ণ ঘোষ
২০১১কাশমাকাশঋতুপর্ণ ঘোষ
২০১১বাইশে শ্রাবণপ্রবীর রায় চৌধুরীসৃজিত মুখোপাধ্যায়
২০১২প্রেম বিভ্রাটঅর্চন চক্রবর্তী
২০১২অপরাজিতা তুমিঅনিরুদ্ধ রায় চৌধুরী
২০১২হুরুমতালঅনুপ সেনগুপ্ত
২০১২বিক্রম সিংহবিক্রম সিংহ রায়রাজিব বিশ্বাস
২০১২সাংহাইডঃ আহমেদিদিবাকর ব্যানার্জী
২০১৩মাদ্রাজ ক্যাফেসুজিত সুরকার
২০১৩পরিচয়অনুপম
২০১৩হনুমান ডট কম
২০১৩মিশর রহস্যকাকাবাবুসৃজিত মুখোপাধ্যায়
২০১৪জাতিস্মরকুশল হাজরাসৃজিত মুখোপাধ্যায়
২০১৫লড়াই[4]
২০১৬শঙ্খচিলবাদলগৌতম ঘোষ
২০১৬প্রাক্তনউজানশিবপ্রসাদ মুখোপাধ্যায়নন্দিতা রায়
২০১৬জুলফিকারজুলফিকারসৃজিত মুখোপাধ্যায়
২০১৭ইয়েতি অভিযানকাকাবাবুসৃজিত মুখোপাধ্যায়
২০১৭ওয়ানআদিত্য সেনবিরসা দাশগুপ্ত

পুরস্কার ও সম্মাননা[5]

Awards won by Prosenjit Chatterjee
পুরস্কার বছর বিভাগ চলচ্চিত্র ফলাফল টীকা
বিএফজেএ অ্যাওয়ার্ড ১৯৬৯ বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট এসোসিয়েশন – বছরের শ্রেষ্ঠ কাজের জন্য পুরস্কার ছোট্ট জিজ্ঞাসা বিজয়ী
কালাকর পুরস্কার ১৯৯৩ শ্রেষ্ঠ আসন্ন পরিচালক পুরুষোত্তম বিজয়ী[6]
বিএফজেএ অ্যাওয়ার্ড ১৯৯৯ শ্রেষ্ঠ অভিনেতা তুমি এলে তাই বিজয়ী
আনন্দলোক পুরস্কার ১৯৯৯ শ্রেষ্ঠ অভিনেতা রণক্ষেত্র[7] বিজয়ী
কালাকর পুরস্কার ১৯৯৯ শ্রেষ্ঠ অভিনেতা রণক্ষেত্র বিজয়ী[6]
বিএফজেএ অ্যাওয়ার্ড ২০০০ শ্রেষ্ঠ অভিনেতা আশ্রয় বিজয়ী
কালাকর পুরস্কার ২০০১ শ্রেষ্ঠ অভিনেতা শ্বশুরবাড়ি জিন্দাবাদ বিজয়ী[6]
বিএফজেএ অ্যাওয়ার্ড ২০০১ শ্রেষ্ঠ অভিনেতা উস্তাভ বিজয়ী
বিএফজেএ অ্যাওয়ার্ড ২০০৩ শ্রেষ্ঠ অভিনেতা চোখের বলি বিজয়ী
সঙ্গীত সিনে পুরস্কার ২০০৩ শ্রেষ্ঠ অভিনেতা চোখের বালি বিজয়ী
কালাকর পুরস্কার ২০০৫ শ্রেষ্ঠ অভিনেতা সুরিয়া বিজয়ী[6]
বিএফজেএ অ্যাওয়ার্ড ২০০৬ শ্রেষ্ঠ অভিনেতা দোসর বিজয়ী
আনন্দলোক অ্যাওয়ার্ড ২০০৬ শ্রেষ্ঠ অভিনেতা দোসর বিজয়ী
জাতীয় চলচ্চিত্র পুরস্কার - বিশেষ জুরি পুরস্কার / বিশেষ উল্লেখ (পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র) ২০০৭ শ্রেষ্ঠ অভিনেতা দোসর[3][8] বিজয়ী
কালাকর পুরস্কার ২০০৮ শ্রেষ্ঠ অভিনেতা বন্ধু বিজয়ী[9][6]
স্টার জলসা বিনোদন পুরস্কার ২০১০ শ্রেষ্ঠ অভিনেতা হাউসফুল বিজয়ী
এবিপি আনন্দ ২০০১ সেরা বাঙ্গালী[10] বিজয়ী
বিগ বাংলা মুভি অ্যাওয়ার্ড ২০১১ শ্রেষ্ঠ অভিনেতা অটোগ্রাফ (২০১০-এর চলচ্চিত্র) বিজয়ী
জি বাংলা গৌরব অ্যাওয়ার্ড ২০১১ ২০১১ শ্রেষ্ঠ অভিনেতা অটোগ্রাফ (২০১০-এর চলচ্চিত্র) বিজয়ী
আনন্দলোক পুরস্কার ২০১১ শ্রেষ্ঠ অভিনেতা মনের মানুষ বিজয়ী
সেনকো গোল্ড থেকে স্বর্ণ সম্মান ২০১১ বাংলা চলচ্চিত্র শিল্পে অসামান্য অবদানের জন্য বিজয়ী
জি বাংলার গৌরব পুরস্কার ২০১২ ২০১২ সমালোচক পছন্দ শ্রেষ্ঠ অভিনেতা বাইশে শ্রাবণ বিজয়ী
আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র সমালোচক পুরস্কার (আইবিএফসিএ) ২০১২ শ্রেষ্ঠ অভিনেতা বাইশে শ্রাবণ বিজয়ী
স্টারডাস্ট পুরস্কার ২০১৩ শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা সাংহাই (২০১২-এর চলচ্চিত্র) বিজয়ী
মির্চি সঙ্গীত পুরস্কার বাংলা ২০১৩ সুরোচিত্রক প্রসেনজিৎ বিজয়ী
পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক মহানায়ক সম্মান ২০১৩ মহানায়ক সম্মান বিজয়ী
জি বাংলা সোনার সংসার ২০১৪ শ্রেষ্ঠ উপস্থাপক তুমি যে আমার বিজয়ী
ফিল্মফেয়ার পুরস্কার পূর্ব ২০১৪ বিশেষ পুরস্কার বিজয়ী
২৪ ঘন্টা ২০১৫ অনন্য সম্মান বিজয়ী
জি সিনে পুরস্কার ২০১৬ শ্রেষ্ঠ অভিনেতা লড়াই: প্লে টু লাইভ বিজয়ী
বাংলা শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬ শ্রেষ্ঠ বাংলা চলচ্চিত্র শঙ্খচিল বিজয়ী
জি সিনে পুরস্কার ২০১৭ শ্রেষ্ঠ অভিনেতা শঙ্খচিল বিজয়ী
বিএফজেএ অ্যাওয়ার্ড ২০১৭ শ্রেষ্ঠ অভিনেতা ক্ষত বিজয়ী
ফিল্মফেয়ার পুরস্কার পূর্ব ২০১৭ শ্রেষ্ঠ অভিনেতা শঙ্খচিল[11] বিজয়ী
মহানায়ক সম্মান ২০১৭ শ্রেষ্ঠ অভিনেতা জুলফিকার বিজয়ী
জি সিনে পুরস্কার ২০১৮ শ্রেষ্ঠ অভিনেতা ইয়েতি অভিজান বিজয়ী
বিএফজেএ অ্যাওয়ার্ড ২০১৮ শ্রেষ্ঠ অভিনেতা ময়ুরক্ষী বিজয়ী[12]
মহানায়ক সম্মান ২০১৮ শ্রেষ্ঠ অভিনেতা ময়ুরক্ষী বিজয়ী
ফিল্মফেয়ার পুরস্কার পূর্ব ২০১৮ শ্রেষ্ঠ অভিনেতা ময়ুরক্ষী বিজয়ী[13]
পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক বঙ্গ বিভুষন ২০১৮ বিজয়ী
টেলি সিনে পুরস্কার ২০১৮ শ্রেষ্ঠ অভিনেতা ময়ুরক্ষী বিজয়ী
বিএফজেএ অ্যাওয়ার্ড ২০১৯ সবচেয়ে জনপ্রিয় অভিনেতা কিশোর কুমার জুনিয়র বিজয়ী
কালাকর পুরস্কার ২০১৯ কিং অব টলিউড কিশোর কুমার জুনিয়র বিজয়ী

টেলিভিশন উপস্থাপনা

বছরঅনুষ্ঠানসম্প্রচারিত চ্যানেল
২০১৩ বাংলার সেরা পরিবার জি বাংলা
২০১৪ তুমি যে আমার [14][15]জি বাংলা
২০১৬ মহানায়ক উত্তম কুমার স্টার জলসা
২০১৮ শুভ দৃষ্টি স্টার জলসা
২০১৮ কে হবে বাংলার কোটিপতি কালার্স বাংলা

তথ্যসূত্র

  1. "Prosenjit"। www.upperstall.com। সংগ্রহের তারিখ ২০০৮-১২-২৬
  2. "প্রসেনজিৎ চ্যাটার্জী অপরাজিত ৩০ বছর"জনকণ্ঠ। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৩
  3. "ওয়েবে সেলেব-প্রসেনজিৎ"কালের কণ্ঠ
  4. "আজকাল - জঙ্গলমহলে ফুটবল লড়াই"। Aajkaal। ২০১৫-০১-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৪-০৬
  5. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৩ অক্টোবর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ জুন ২০১৯
  6. "Archived copy" (PDF)। ২৫ এপ্রিল ২০১২ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০১২
  7. "Ranakshetra (1998) Awards | Award Winners Of Ranakshetra bengali Movie"। gomolo.com। ২০১৪-০২-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০২-১১
  8. "Public Screening of India Panorama 2013 Films in New Delhi 10th −18th February, 2014"। Dff.nic.in। সংগ্রহের তারিখ ২০১৪-০২-২৩
  9. "Rituparna Sengupta receives best actress award at 2008 Kalakar Awards"। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০১৭
  10. http://www.telegraphindia.com/1110722/jsp/entertainment/story_14270632.jsp
  11. "Prosenjit gets best actor award in Jio Filmfare Awards East"Daily News and Analysis। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রু ২০১৭
  12. http://allaboutbanglacinema.org/news/winners-wbfja-awards-2018/
  13. https://www.filmfare.com/awards/filmfare-awards-east-2018/winners
  14. "Tumi Je Amar: Zee Bangla Show- Watch Tumi Je Amar TV Serial Episodes and Videos Online at zeebangla.com"। zee bangla। ২০১৪-০৪-০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৪-০৮
  15. "Bengali Wedding Reality Show Tumi Je Amar on Zee Bangla with Prasenjit Chatterjee Starts Today"। sholoanabangaliana। সংগ্রহের তারিখ ২০১৪-০৪-০৮

বহিঃসংযোগ

পুরস্কার ও স্বীকৃতি
বিএফজেএ অ্যাওয়ার্ড
পূর্বসূরী
সৌমিত্র চট্টোপাধ্যায়
ক্রান্তিকাল-এর জন্য
সেরা অভিনেতা অ্যাওয়ার্ড
দোসর-এর জন্য

২০০৭
উত্তরসূরী
টিবিডি
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.